নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীরব কথামালা

মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে আসতেই হয়, ভাবনা প্রকাশে......!

এম এ হাসান মাহামুদ

লেখালেখির মোটামুটি ইচ্ছে থেকেই ব্লগে ঢু মারি। ভাল লাগে বই পড়তে আর নিজের ইচ্ছে মতো লিখতে।

এম এ হাসান মাহামুদ › বিস্তারিত পোস্টঃ

সংলাপ, সংলাপ বলে চিল্লা-চিল্লি কেন করছি আমরা..!!

১৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

গত কয়েকদিন ধরে আবারো পুরনো প্যাঁচাল শুনা যাচ্ছে, সংলাপ, সংলাপ এবং সংলাপ।
কিন্তু আমরা মাথামোঠা জনগণ বুঝি না, সংলাপটা হবে আসলে কাদের মধ্যে!!

সংলাপ বা আলোচনা এটা কী জিনিস রে ভাই?
আলোচনা হবেটা কাদের মধ্যে?

এটা তো আসলে দুটি দলের মধ্যে হবে না, দুজন বিজ্ঞ নেত্রীর মধ্যেও হবে না। আলোচনা হবে দুই প্রভুর?
উনারা সময়-সুযোগ মতো ওটা সেরে নিবেন। আমাদের চিল্লা-চিল্লি শুনার উনাদের অবসর নেই। তাহলে আমরা কেন ঘুম হারাম করছি। আর টক শো গুলোর কথা না হয়, নাই ভাবলাম আমরা....

আগে বলা হতো, বিরোধী দল প্রতিবাদ করবে, সংসদ কার্যকর রাখতে ভূমিকা রাখবে। আর সরকারী দল, বিরোধী দলের দাবির প্রেক্ষিতে ভুল সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকবে।
কিন্তু এখনকার বাস্তবতা হচ্ছে- আন্দোলন করে দাবি আদায়ের ক্ষমতা না থাকলে, এদেশের কোনো সরকারি দলই বিরোধী দলের দাবি মেনে নেয় না। আর আন্দোলন দমানোর ক্ষমতা থাকলে সরকারি পক্ষ সেই আন্দোলনকে দমানোর কোনো চেষ্টাই বাদ রাখেন না।
তাই আন্দোলন করে দাবি আদায় করতে পারবে কিনা, তা নির্ভর করছে আন্দোলন কত জোরালো হচ্ছে আর অন্যপক্ষ কতটা শক্তহাতে তা দমন করতে পারছে- এ দুয়ের ভারসাম্যের ওপর। বহুকাল হলো এদেশের কোনো আন্দোলনে সাধারণ জনতা অংশ নেয় না। ফলে এই মল্লযুদ্ধ মূলত চলে সরকারিবাহিনী আর পিকেটারদের ভেতর।

আমরা আমজনতা হলাম নীরব দর্শক আর ভুক্তভোগী (ক্ষতি যা হওয়ার আমাদেরই হবে)

বর্তমান পরিস্থিতি ঠিক কার অনুকূলে, এখনো বোঝা যাচ্ছে না। দেশ গোল্লায় গেলেও এ দুদলের কারোরই কিছু যায় আসে না। তাদের একটাই চাওয়া আর তা হচ্ছে, নিজের জয় বা অপরপক্ষের পরাজয়। এই যুদ্ধ এর আগেও বেশ কবার হয়েছে, এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি। তবে যে অংশকে নিয়ে বেশি টেনশানে থাকি, যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর যে অবস্থা তা হচ্ছে- ‘স্টেলমেট’।
দাবা খেলার সেই অবস্থা, যেখান থেকে কারোরই বিজয় অর্জন সম্ভব না। টেস্ট ক্রিকেট কিংবা দাবায় যেমন ‘ড্র’ বলে একটা ব্যাপার আছে, রাজনীতিতে তেমনটা নেই। এখানে একজনের জয় কিংবা অন্যের পরাজয়, কোনো একটা হতেই হবে। তা না আসা পর্যন্ত অর্থাৎ এই ‘স্টেলমেট’ অবস্থা আমাদের সহ্য করা ছাড়া উপায় নেই। যারা আবদার করছেন আলোচনার, তারা ভালো করেই জানেন, কিছুই হবে না।

তারপরও এই আবদারগুলো জানানো হয় এবং সাধারণত তা জানানো হয় বেশকিছু লাশ পড়ার পর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.