নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ থেকে দেশান্তর হয়ে বহু দূরে থেকে আরও দূরে সংসারের এই বিষবাস্প পরিত্যাগ করে উড়াল দিতে চাই। মন্টিায়ালের সকালের ট্রেনে ধরে সবুজের মাঠ পেরিয়ে ধূ ধূ প্রান্তরে আমি আর তুমি ঠায় দাড়িয়ে।চল দুজন দুজনার হয়ে যাই।ভালবাসি তোমার প্রত্যেকটি শহরকে।ভালবাসা রইল তোমার জন্

মোঃ মোক্তার হাসান সবুজ

তোমার বিরহে আমি আর কাঁদি না আমার কষ্টগুলো পাথর হয়ে গেছে ভালবাসা কী জিনিস ভুলে গেছি এখন চোখে ভাল ঘুম আসে এখন খুব শান্তিতে আছি এখন আর প্রতি 24 ঘন্টা 22 ঘন্টা জাগতে হয় না আমি এখন গুড বয় তুমি আমায় পাগল বানিয়ে ছিলে এখন আর ফেসবুকে নির্ভরতা নাই তুমি আমার জীবনটাকেই বিনাশ করেছিলে কী যে কষ্ট আর যন্ত্রণায় ছিলাম আমি এখন সুস্থ আর খুব ভাল আছি আমি আমাকে আর পরিবার নিয়ে বেশ আছি আর কখনোও জানতেও চাইব না তুমি কেমন আছ? এখন আর এই দিকে পা দিতে চাই না আমি সুখী হতে চাই তোমাকে ছাড়া আমায় ঘুম ঘুম ঘুমরাণী প্রতি সন্ধ্যায় ডাকে ঐ যে আকাশ ওটাই আমার বউ ঐ যে চাঁদটা ওটাই আমার বউ তাদের নিয়ে স্বপ্ন দেখি আমি নিশ্চিত ওরা আমাকে দুঃখ দিবে না।

মোঃ মোক্তার হাসান সবুজ › বিস্তারিত পোস্টঃ

একটি কবিতা

০৩ রা মার্চ, ২০২১ সকাল ৯:১৩

ঘুমরাণী
হাসান মুহাম্মদ মোক্তার

তোমার বিরহে আমি আর কাঁদি না
আমার কষ্টগুলো পাথর হয়ে গেছে

ভালবাসা কী জিনিস ভুলে গেছি
এখন চোখে ভাল ঘুম আসে

এখন খুব শান্তিতে আছি

এখন আর প্রতি 24 ঘন্টা 22 ঘন্টা জাগতে হয় না

আমি এখন গুড বয়

তুমি আমায় পাগল বানিয়ে ছিলে
এখন আর ফেসবুকে নির্ভরতা নাই

তুমি আমার জীবনটাকেই বিনাশ করেছিলে

কী যে কষ্ট আর যন্ত্রণায় ছিলাম

আমি এখন সুস্থ আর খুব ভাল আছি

আমি আমাকে আর পরিবার নিয়ে বেশ আছি

আর কখনোও জানতেও চাইব না তুমি কেমন আছ?

এখন আর এই দিকে পা দিতে চাই না

আমি সুখী হতে চাই তোমাকে ছাড়া

আমায় ঘুম ঘুম ঘুমরাণী প্রতি সন্ধ্যায় ডাকে

ঐ যে আকাশ ওটাই আমার বউ

ঐ যে চাঁদটা ওটাই আমার বউ

তাদের নিয়ে স্বপ্ন দেখি

আমি নিশ্চিত ওরা আমাকে দুঃখ দিবে না।
-------------------------------- --------------- -------------
সময়কালঃ রাত 10টায় 12.08.2014 ইংরেজী।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২১ সকাল ১১:০০

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: দারুণ ছন্দময় লেখনি।

২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:১৮

মোঃ মোক্তার হাসান সবুজ বলেছেন: দাদা অনেক অনেক ধন্যবাদ

২| ০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৫:৪০

রক্ত দান বলেছেন: অনুভূতিরা এভাবেই দায়মুক্ত হোক।

২৬ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:১৯

মোঃ মোক্তার হাসান সবুজ বলেছেন: জি আমিও তাই মনে করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.