নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার বিরহে আমি আর কাঁদি না আমার কষ্টগুলো পাথর হয়ে গেছে ভালবাসা কী জিনিস ভুলে গেছি এখন চোখে ভাল ঘুম আসে এখন খুব শান্তিতে আছি এখন আর প্রতি 24 ঘন্টা 22 ঘন্টা জাগতে হয় না আমি এখন গুড বয় তুমি আমায় পাগল বানিয়ে ছিলে এখন আর ফেসবুকে নির্ভরতা নাই তুমি আমার জীবনটাকেই বিনাশ করেছিলে কী যে কষ্ট আর যন্ত্রণায় ছিলাম আমি এখন সুস্থ আর খুব ভাল আছি আমি আমাকে আর পরিবার নিয়ে বেশ আছি আর কখনোও জানতেও চাইব না তুমি কেমন আছ? এখন আর এই দিকে পা দিতে চাই না আমি সুখী হতে চাই তোমাকে ছাড়া আমায় ঘুম ঘুম ঘুমরাণী প্রতি সন্ধ্যায় ডাকে ঐ যে আকাশ ওটাই আমার বউ ঐ যে চাঁদটা ওটাই আমার বউ তাদের নিয়ে স্বপ্ন দেখি আমি নিশ্চিত ওরা আমাকে দুঃখ দিবে না।
শুভকামনা তোমার জন্য
হাসান মুহাম্মদ মোক্তার
বহুকাল বহুপথ পেরিয়ে তোমাকে পেয়েছি
ভালবাসা এমই হয়
বাকরুদ্ধ তুমি,ভালবাসা কি জানো
শুকনো পাতার মর্মর ধব্বনি
তোমাকে খুজেছি শান্ত-অশান্ত নগরে
বহুপথের পরে
অবশেষে সেন্টপির্টাসবাগের বাসস্ট্যন্ডে
মুখোমুখি চোখাচুখি
শুধু তুমি আর আমি
লবণাক্ত কর্দাময়
শুভাবাসিত শুভ্র পরিবেশ
যথেষ্ট সময় দিয়েছো তুমি
ভালবাসি ভালবাসি তোমাকে আমি
শুভকামনা তোমার জন্য
চিরতরে তুমি হারিয়ে যাবে একটু পরে
আমিও যাবো মহাকালের গর্ভে
পেয়েও না পাওয়ার বেদনা
খুবলে খুবলে খাবে আমাকে
যদি আবার পেছনে ফিরে যেতে পারতাম!
যদি আবার নতুন করে ভালবাসায় যায়
যদি আবার স্পর্শ করা যেত!
লাউয়ের ডগার মত বাহুগুলো
যদি আবার মাথা রেখে ঘুমানো যেত
তোমার বালিশের পাশে
যদি আরেকবার জড়িয়ে ধরা যেত
যদি একই বিছানায় থাকা যেত
আহা কি আফসোস!
মহাকালের আফসোস
এ আফসোস কোনদিন শেষ হবার নয়
কোনদিন শেষ হবে ও না।
©somewhere in net ltd.