নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার বিরহে আমি আর কাঁদি না আমার কষ্টগুলো পাথর হয়ে গেছে ভালবাসা কী জিনিস ভুলে গেছি এখন চোখে ভাল ঘুম আসে এখন খুব শান্তিতে আছি এখন আর প্রতি 24 ঘন্টা 22 ঘন্টা জাগতে হয় না আমি এখন গুড বয় তুমি আমায় পাগল বানিয়ে ছিলে এখন আর ফেসবুকে নির্ভরতা নাই তুমি আমার জীবনটাকেই বিনাশ করেছিলে কী যে কষ্ট আর যন্ত্রণায় ছিলাম আমি এখন সুস্থ আর খুব ভাল আছি আমি আমাকে আর পরিবার নিয়ে বেশ আছি আর কখনোও জানতেও চাইব না তুমি কেমন আছ? এখন আর এই দিকে পা দিতে চাই না আমি সুখী হতে চাই তোমাকে ছাড়া আমায় ঘুম ঘুম ঘুমরাণী প্রতি সন্ধ্যায় ডাকে ঐ যে আকাশ ওটাই আমার বউ ঐ যে চাঁদটা ওটাই আমার বউ তাদের নিয়ে স্বপ্ন দেখি আমি নিশ্চিত ওরা আমাকে দুঃখ দিবে না।
ধূর্ত শয়তান
হাসান মুহাম্মদ মুক্তার
কাহুপার পথে ছুটে চলেছো তুমি//
দম্ভদামিকতায় পরিপূর্ণ তোমার মন হৃদয়//
তুমি ভালবাসা পাবে কেমনে যদি তুমি হও অত্যাচারী রাজা//
মুখে বল রাম রাম অন্তরে যে শয়তানি//
মানুষ ঠকিয়ে আর কত দিন! //
জোর জুলুম আর অত্যাচার এটা তোমার নিত্যদিনের স্বভাব //
ভালবাসা স্নেহ মর্মতা বিদাই নিয়েছে তোমার কাছ থেকে //
ইজিপ্টের ফ্যারাও তোমার বন্ধু হয়েছে //
সত্য সুন্দর মানুষ পূর্জারী //
তুমি অসত্য অসুন্দর এবং মহাশয়তান //
তোমার চোখ রাঙানি ভয় পাইনা আমি //
ফ্যারাও অহংকারী ছিল //
ধব্বংশ হয়েছে অতল গহব্বরে//
তুমিও হবে হতেই হবে এ যে মজলুমের আহাজারি //
তৃর্ঞ্চাত হৃদয় বির্দীণ করেছো //
হার্ট তোমার ছিদ্র হবে ছিন্ন বিছিন্ন হবে তোমার মন //
ক্ষমা তো পাবেই না পেতে পারো না //
ব্যথায় আর্তচিৎকার করবে রোনাজারি বাতাস ভারি হবে//
©somewhere in net ltd.
১| ১১ ই জুলাই, ২০২৩ সকাল ১১:২২
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বাহ! দারুণ হয়েছে কবিতাখানা ।