নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশ থেকে দেশান্তর হয়ে বহু দূরে থেকে আরও দূরে সংসারের এই বিষবাস্প পরিত্যাগ করে উড়াল দিতে চাই। মন্টিায়ালের সকালের ট্রেনে ধরে সবুজের মাঠ পেরিয়ে ধূ ধূ প্রান্তরে আমি আর তুমি ঠায় দাড়িয়ে।চল দুজন দুজনার হয়ে যাই।ভালবাসি তোমার প্রত্যেকটি শহরকে।ভালবাসা রইল তোমার জন্

মোঃ মোক্তার হাসান সবুজ

তোমার বিরহে আমি আর কাঁদি না আমার কষ্টগুলো পাথর হয়ে গেছে ভালবাসা কী জিনিস ভুলে গেছি এখন চোখে ভাল ঘুম আসে এখন খুব শান্তিতে আছি এখন আর প্রতি 24 ঘন্টা 22 ঘন্টা জাগতে হয় না আমি এখন গুড বয় তুমি আমায় পাগল বানিয়ে ছিলে এখন আর ফেসবুকে নির্ভরতা নাই তুমি আমার জীবনটাকেই বিনাশ করেছিলে কী যে কষ্ট আর যন্ত্রণায় ছিলাম আমি এখন সুস্থ আর খুব ভাল আছি আমি আমাকে আর পরিবার নিয়ে বেশ আছি আর কখনোও জানতেও চাইব না তুমি কেমন আছ? এখন আর এই দিকে পা দিতে চাই না আমি সুখী হতে চাই তোমাকে ছাড়া আমায় ঘুম ঘুম ঘুমরাণী প্রতি সন্ধ্যায় ডাকে ঐ যে আকাশ ওটাই আমার বউ ঐ যে চাঁদটা ওটাই আমার বউ তাদের নিয়ে স্বপ্ন দেখি আমি নিশ্চিত ওরা আমাকে দুঃখ দিবে না।

মোঃ মোক্তার হাসান সবুজ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৯ শে মার্চ, ২০২৪ সকাল ১০:৩৪

তোমাকে খুব মনে পড়ে
হাসান মুহাম্মদ মোক্তার

ঠিক যখন বৃষ্টি নামে
অথবা সূর্য ডুবে ডুবে
আমি ভীষণ ব্যকুল হয়ে পড়ি
সমুদ্রের অবগাহনে

তোমাকে নিয়ে দারুণ জলকেলি
অথবা নিকষ কালো অন্ধকার রাত্রি
ঘোর অমবস্যার রাত্রি
দুজন খুব কাছাকাছি
খুব পাশাপাশি

গভীর সে ইতিহাস
সমুদ্রজল
তুমি কি অন্য কারো প্রেমে মজেছো
খুব একটা আগের মত দেখি না

নাকি হাওয়া হয়ে সমুদ্রে ভাসো
তাহলে আমি নাবিক হবো
তোমার বুকে মাথা রেখে
বন্দর থেকে বন্দরে যাবো

নারী ছাড়া পুরুষের জীবন- শূন্য মরুভূমি
চৈত্রমাসের খড়ায় পুড়ে যাওয়া শস্য

কিবাং ভাষাহীন কোন অসহায় প্রাণী
নারী পুরুষ বিহীন থাকতে পারে-
পুরুষ পারে-

নারী ভীষণ প্রয়োজন-
সিলিকনের হলেও চলবে
তবুও একজন ভীষণ প্রয়োজন

রোবট হলেও চলবে
আবেগময় হলে আরও ভাল
তবুও নারী ভীষন প্রয়োজন

যখন খুব একা থাকি
খুব বেশি তোমাকে মনে পড়ে
তোমারও কি খুব মনে পড়ে!

কখনোও কখনোও মনে হয়
তোমাকে নিয়ে সমুদ্রে ভেসে যাই
বহুদূরে অজানা কোন দ্বীপদেশে
এ যন্ত্রের সভ্যতা ছেড়ে
—---------------------------



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.