![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রধান মন্ত্রী যে ভাষায় মিডিয়ার সামনে কথা বলেন তার রাজ্যের চুর ডাকাতদের ভাষা তাহলে কি করম হওয়া উচিৎ? মোটামুটি আমরা একটা ধারনা করে নিতে পারি।যাই বলে আর যাই ঘটে
এখন আর আশ্চর্য হই না তাই।
উনি যখন ক্লিন মন্ত্রী পরিষদ বানিয়েছেন বলেছিলেন আমি অদম তখন বুঝতে পারি নি এই ক্লিন কোন ক্লিন?
মালয়েশিয়াতে ২০০৭ সালে ৫৫হাজার শ্রমিক সম্পূর্ণ খরচ পরিশোধ করার পর আচমকা বন্ধ হয়ে যায় তাদের ফ্লাইট। সেই সাথে অভিসাপ নেমে এল ৫৫ হাজার পরিবারের উপর্।অতি দরদী প্রবাসী কল্যান মন্ত্রী ভুলে গেলেন সেই তথ্য।
আমাদের শ্রম কল্যান মন্ত্রী ১৪ লক্ষ লোকের রেজিস্ট্রেশন করালেন কম খরচে মালয়েশিয়া পাঠানোর সপ্ন দেখিয়ে। তিন বছর পার হয়ে গেলেও কথা রাখেন নি আমাদের মন্ত্রী সাহেব।কাজ কর্ম ছেড়ে মালয়েশিয়া যাওয়ার জন্য লাইনে আছেন এই হতভাগ্যরা। উনি আবারো হঠাত্ এই সব ভুলে গিয়ে আধ্যাত্মিক মতবাদ দেওয়া শুরু করলেন শ্রমিকদের জীবন মরনের উপর্। উনার এই আধ্যাত্মিকতায় থমকে গেল ১৪ লক্ষ পরিবার্।
একজন মন্ত্রীর জন্য ১৫ লক্ষ পরিবার রাস্তায় নেমে আসার পরও কি সেই মন্ত্রীকে ক্লিন বলা যায় কিভাবে? আমি আদম মিয়া আজপর্যন্ত বুঝে উঠতে পারিনি!
প্রধানমন্ত্রী এই " ক্লিন সেই ক্লিন না" জাতীয় কিছু যদি বুঝিয়ে থাকেন তাহলে আলাদা কথা।তানাহলে উনি বলে গেলেন আর আমি হাততালি দিয়ে শুনে গেলাম....
তাহলে জাতিকে সময় নিয়ে প্রস্তুত থাকতে হবে আরোও অনেক আইটেম আসছে তাদেরকে হজম করানোর জন্যে ..
তবে সেই সাথে দেশবাসীকে একটু সতর্ক থাকলে ভালহয় পাছে যেন বদ হজম না হয়ে যায়।
রাজিবুল হাসান
©somewhere in net ltd.