নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজিবুল হাসান

হাসান রাজিবুল

হাসান রাজিবুল › বিস্তারিত পোস্টঃ

সাকিবের দোষ, তুই ব্যাটা এত ফরেন কারেন্সি এনে দিস দেশকে যেখানে তার ল্যাড়া মন্ত্রীরা সুইস ব্যাংকে টাকার পাহাড় গড়ছে,ব্যাটা তুকে এখন মরতেই হবে...

০৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৪

সাকিবের দোষ, তুই ব্যাটা এত ফরেন কারেন্সি এনে দিস দেশকে যেখানে তুর দেশের ল্যাড়া মন্ত্রীরা সুইস ব্যাংকে টাকার পাহাড় গড়ছে,ব্যাটা তুকে এখন মরতেই হবে...

....................................................

আমাদের এক মাননিয় এক মন্ত্রী একদিন বলেছিল, আমাদের ফরেন কারেন্সির প্রয়োজন নেই।

সংগে আছে তার ১৬ কোটি জনগণ,সো ভাবনা কি?

ইরাকে আটক বাংলাদেশীদের নিয়ে একটি বক্তব্য দিলেই যথেষ্ট, তাদের বাচামরা নিয়ে সরকার কেন বিচলিত হবেন?

হলোও তাই।

জিএসপি নিয়ে আমাদের কি?

মেনে নিলো জনগন।

সো সোনার জনগণ নিয়ে এক সোনার রাজ্য বানানোতে ব্যাস্ত আমাদের রাজা।

সাকিবের দোষ তুই ব্যাটা এত ফরেন কারেন্সি এনে দিস দেশকে যেখানে তার ল্যাড়া মন্ত্রীরা সুইস ব্যাংকে টাকার পাহাড় গড়ছে। সো তুই আউট রাজার সংগে আছে কিছু ক্ষয়ে যাওয়া সাংবাদিক,সো ভয় নাই মোদের ল্যাংরা নেতাদের যারা দেশের টাকা সুইস ব্যাংকে জমা করেছে।

আক্ষেপ রাজা মিয়া ভুলে গেছেন,১৬ কোটির দেশে যদিও বা রাজকীয় ধান্দায় জড়িত আছে ১কোটি মানুষ.

তাহলেও বাকী থেকে যায় ১৫ কোটি সাধারণ মানুষ..

যারা কোন রাজকীয় ধান্ধার ধার ধারেনা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩১

আকাশ হইতে চাই বলেছেন: লিখাটায় হয়ত সম্পূর্ণ অর্থ পেলাম না অথবা বুঝলাম না।

তবে বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে কিছু বলতে লজ্জ্বা / ভয় লাগে তাই এড়িয়ে চলি কিন্তু সাকিব এত ভাল একজন খেলোয়াড় হওয়ার কারনেই হোক কিংবা অল্প বয়সেই হয়ত অঢেল টাকার মালিক হওয়ার কারনে তার দাম্ভিকতা খুব বেশী।
তার সেই দাম্ভিকতা ভেঙে দেয়া উচিত বলে মনে করি।

২| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৭

রাজীব বলেছেন: সবাই টাকা পাক কোন সমস্যা নাই।

মন্ত্রী-এমপি থেকে শুরু করে সরকারী অফিসের পিয়ন, মিটার রিডার এরা পর্যন্ত কোটি কোটি টাকার মালিক হয়ে যাক, কোন সমস্যা নেই।
শুধু সাকীব টাকা পেলেই সমস্যা। কারন সে যে দেশকে কিছু হলেও দিয়েছে।

সেটিই তার দোষ।

৩| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:২৩

হাসান রাজিবুল বলেছেন: একজন মানুষ অল্পবয়সে টাকা কামিয়েছে বলে যে তাকে হিংসা করতে হবে এরকম মনমানসিকতা নিয়ে কেউ একজন মন্তব্য করতে পারে জেনে আমি হতবাক।
এরাও আমার দেশের জনগণ?

৪| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৭

হেডস্যার বলেছেন:
প্যান প্যান ঘ্যান ঘ্যান
ঘ্যান ঘ্যান প্যান প্যান
প্যান প্যান ঘ্যান ঘ্যান
ঘ্যান ঘ্যান প্যান প্যান....অনেক হইছে এইবার থামেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.