![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাপনের সাকিব ,স্কোলারীর কাকা আর আমার খটকা
………………………
নেইমার বিহীন ব্রাজিলে কাকা অবশ্যই ছন্দ খুজে পেত বলে অনেক আন্তর্জাতিক মিডিয়াই উল্লেখ করেছে। কিন্ত সেই রাস্তা ত স্কোলারী অনেক আগেই বন্ধ করে রেখেছিল যেমনটি আজ আমাদের পাপন করছে সাকিবকে নিয়ে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাংলাদেশে অর্থ আসুক এটা একজন সাবেক প্রেসিডেন্টের ছেলে মেনে নিবে না,এই খবরটাতে আমি খুবই বিচলিত হয়ে পরেছিলাম। যদি না ৮ তারিখে সুজনের টক শো না দেখতাম তাহলে আমিও খটকায় থাকতাম।টক শোতে সুজন জানালেন তাকে ত সিপিএলে খেলার জন্য শাস্তি দেওয়া হয়নি তাকে শাস্তি দেওয়া হয়েছে মিরপুরে তার বউকে যারা ইভ টিজ করেছিল তাদেরকে পিটানোর জন্য। কারো বউকে কেঊ ইভ টিজ করবে এটাকে যারা মেনে নেয় তারাও ত একধরনের মানসিক ডিজঅর্ডারের শিকার!আবার খটকায় পরলাম। এই বার আমার খটকা ভাংগালো একটি দৈনিক পত্রিকা। সাকিব যাদেরকে পিটিয়েছিল তাদের মধ্যে একজন চট্রগ্রাম থেকে ৫ই জানুয়ারিতে নির্বাচিত সাংসদ।
এই বার আমি চেতলাম সাকিবের উপর্। ব্যাটা তুই আর জায়গা পেলি না।যুগ যুগ ধরে যে পরিবার তান্ত্রিক রাজাদের গোলাম আমরা তুই ব্যাটা আমাদের রাজপুত্রের গায়ে হাত দিয়েছিস তোর আর রক্ষে নেই।
বোর্ডের প্রেসিডেন্টও ত ওদেরই একজন।ইনিও তো উত্তরাধিকার সুত্রে এই ক্ষমতার অধিকারী হয়েছে। আজ যদি সে এই ক্ষমতা না দেখায় তাহলে ত জনগণ আর তাদেরকে ভয় পাবে না।
গোল্লার যাক কৃকেট তোর ক্যারিয়ার শেষ। দরকার হয় তোর যায়গায় কোন নতুন ভাতিজা নিবে তারা কারন বাংলাদেশে এখন চলছে চাচা ভাতিজা যুগ। বাকী রইল দেশের জনগণ,তাদের নিয়ে ভাবনা নেই কারন যুগ যুগ ধরে এদেশের জনগণ পরিবারতন্ত্রের পুজা করে আসছে।
তবে খটকা রয়েই গেল, আজ যারা ব্রাজিলের সাত গোল নিয়ে মজা করছি তারা কেন আগামী বিশ্ব কাপে বাংলাদেশের কি অবস্থা হবে তা কেন দেখতে পারছিনা?
ছয় মাস ক্রিকেটের বাইরে থেকে একমাসের প্র্যাকটিসে সাকিব কি ফিরে আসতে পারবে তার আগের ফর্মে? উত্তর যদি নেগেটিভ হয় তাহলে এখনোই যদি কোন ব্যাবস্থা না নেওয়া হয় তাহলে এই দেশের ক্রিকেটকে যে বড় মুল্য দিতে হবে তাতে কোন সন্দেহ নেই। সময়ের পর বোধগম্য হলে হয়ত বিডিআর অফিসারদের মতো আমরা হারিয়ে ফেলব অনেক কিছুই।
রাজিবুল হাসান
©somewhere in net ltd.