![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিরস্কৃত আমজাদ থেকে আমাদের আমজাদ
……………………
বিশ্ব কাপে আমজাদ জার্মানিকে সাপোর্ট করায় সবাই তাকে তিরস্কার করত। আজ জার্মানি জেতাতে সবাই তার সাথে দেখা করতে আসছে আর গর্ব করে বলছে আমাদের আমজাদ। তবে আমজাদ বলছে পতাকা বানানোর কাজে গ্রামবাসীর সহযোগিতা ছিল তাই তাদেরকে তিনি আগামী সপ্তাহে গরু জবাই করে খাওয়ানোর প্রতিশ্রুতি দিলেন।
জমি বিক্রি করে আড়াই লাখ টাকা খরচ করে যখন তিনি জার্মানের পতাকা বানিয়েছিলেন তখন অনেকেই তাকে পাগল বলে তিরস্কার করেছিল। ধন্যবাদ জানাই ঢাকায় জার্মান শার্জ দ্য অ্যাফেয়ার্স ড. ফ্যার্ডিনান্ড ফন ভেহে কে যিনি নিজে মাগুরা গিয়ে আমজাদ হোসেনকে জার্মান ফুটবল দলের অফিসিয়াল ফ্যান ক্লাবের আজীবন সদস্যপদ দেয়ার ঘোষণা দেন৷। নিউজটি স্থান পায় ফিফার অফিসিয়াল ওয়েব সাইটেও।
সেই সাথে আমরা যারা বেশী বুঝি তাদের চোখ খুলে দেওয়ার জন্যও ধন্যবাদ জানাই আমজাদ হোসেনকে।
ক্রিকেটে আমরা দেখি দুই দল ইন্ডিয়া-পাকিস্তান, ফুটবলেও দেখি দুই দেশ আর্জেন্টিনা-ব্রাজিল এর বাইরে ও দেশ আছে বিশ্ব কাপ জয় করার মতো একথা আমরা যেন ভুলেই গিয়েছিলাম। এটা হতে পারে আমাদের সবাই দুই দলের ঘানি কুলুর বলদের মতো টেনে চলেছি সাধীনতার পর থেকে তাই হয়ত দুইয়ের বাইরেও যে আরো সংখ্যা আছে তা দেখার মতো চোখ, বিদ্যা কিংবা বুদ্ধি কোনটাই আমাদের নেই। এ যেন টু সাইডেড দুনিয়ায় আটকে গেছে একটা জাতি। সেখানে কিছুটা হলেও আমাদেরকে আলোর পথ দেখিয়ে দিয়ে গেলেন মাগুরার এই কৃষক আমজাদ..
রাজিবুল হাসান
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৩
এসব চলবে না..... বলেছেন: আমি এখন ও বলি সে একটা পাগল তো বটেই, ছাগল ও।
হাজী মুহাম্মাদ মহসীন হইছে, নিজের পায়জামার ফিতা দিয়া আরেকজনের মশারি টানানোর দড়ি বানায়। যত্তসব।