নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজিবুল হাসান

হাসান রাজিবুল

হাসান রাজিবুল › বিস্তারিত পোস্টঃ

গুলি করে ফেলে দিল মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ১৭//

১৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:১৭

ব্রেকিং নিউজ//ব্রেকিং নিউজ//

গুলি করে ফেলে দিল মালয়েশিয়ান এয়ারলাইন্স এমএইচ১৭.

……………………………

আমস্টারডাম থেকে কুয়ালালামপুরগামী মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ-১৭.ফ্লাইটটিকে ইউক্রেন রাশিয়া বর্ডারে মিসাইল নিক্ষেপ করে ভুপাতিত করল কে বা কাহারা।

যার মধ্যে ছিল ২৯৫ জন জলজ্যান্ত মানুষ,

২৯০ জন যাত্রীর সাথে ছিল ১৫ জন ক্রু যাদের সবাই এখন নিহত।

এর আগেও মালয়েশিয়া এয়ারলাইন্সের চায়নাগামী একটি বিমান এমএইচ -৩৭০ হঠাৎ করেই উধাও হয়ে যায় যার কুলকিনারা আজও আজ পর্যন্তও হয়নি।ফ্লাইট এমএইচ৩৭০: দ্যা মিস্ট্রি' নামের সদ্য প্রকাশিত বইয়ে লেখক নিগেল কাওথ্রোন দাবি করেছেন, থাই-মার্কিন যৌথ বিমান মহড়ার সময় মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০-কে ভুলক্রমে দক্ষিণ চীন সাগরে গুলি করে ভূপাতিত করা হয়েছে। এরপর মানবতার বিরুদ্ধে এ অমার্জনীয় অপরাধ ধামাচাপা দেয়ার জন্য চাতুর্যের সঙ্গে বিমানটির খোঁজে পরিচালিত অনুসন্ধান তৎপরতা ভুল পথে নিয়ে যাওয়া হয়।



ইতার-তাস সংবাদ সংস্থা বলেছে, ফ্লাইট এমএইচ ১৭কে ‘ভূমি থেকে আকাশে নিক্ষেপকারী ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ে ভূপাতিত করা হয়েছে। রুশ বেসামরিক বিমান শিল্পের সঙ্গে জড়িত একটি সূত্র বলেছে, ফ্লাইট এমএইচ ১৭ পূর্ব নির্ধারিত সময়ে রাশিয়ার আকাশ সীমায় ঢুকে নি।



ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তোন গেরাশেনকো ফেসবুকে দেয়া স্ট্যাটাসে জানিয়েছেন, ‘বুক’ লাঞ্চার থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগে বিমানটি ৩৩ হাজার ফুট ওপর দিয়ে উড়ছিল।

‘বুক’কে এস-১৭ গ্রিজলিও বলা হয় এবং বিমান বিধ্বংসী ভ্রাম্যমাণ এ ব্যবস্থা ট্রাকে স্থাপন করা যায়। বিভিন্ন দিক থেকে উড়ে আসা ছয়টি লক্ষ্যবস্তুতে একই সঙ্গে এ থেকে আঘাত হানা সম্ভব। সামরিক বিষয়ক ওয়েবসাইট গ্লোবালসিক্যুরিটি ডট কম এ তথ্য জানিয়েছে।



তবে এই সবই যে একটি মুসলিম দেশের অর্থনীতিকে আটকে দেওয়ার জন্য করা হচ্ছে তাতে কোন সন্দেহ নেই।







খবরের লিংক দিলাম গাজাখুরদের জন্য

Click This Link





Click This Link



Friday, July 18, 04:15 AM SGT +0800 Statement by Prime Minister Najib Razak: Malaysian Airlines flight 17



Click This Link







রাজিবুল হাসান

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪০

পরিবেশ বন্ধু বলেছেন: মনে হচ্ছে সবই ষড়যন্ত্রের অংশ । সকল নিহত যাত্রিদের জন্য সমবেদনা ।

২| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৩

কাঠ পাতা বলেছেন: খুব শীঘ্রই তৃতীয় বিশ্ব যুদ্ধ শুরু হবে । এবং এই যুদ্ধ হবে মুসলমান বনাম অন্যান্য ধর্মের মানুষের সাথে ।

৩| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৩

রিফাত হোসেন বলেছেন: ধুর মিয়া .. এখনো পুরো সত্য বের হয় নাই । চিলে কান নিয়ে গিয়েছে এমন চিন্তা করা ঠিক নয় ।


ইউক্রেন কতটুকু সত্য কথা বলছে ?

আর এই বিমান সাধারন বিমান এটা কোন যুদ্ধের প্রয়োজনে ব্যবহার হচ্ছিলও না আর এই দেশের সাথে রাশিয়ার কোন বিভেদও নাই ।

হুদাই ফেলবে কেন ?

অতিরঞ্জিত হচ্ছে ...

১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৭

হাসান রাজিবুল বলেছেন: আল্লাহ মুখ দিছে বল্লেন হুদাই ফেলব কেন?
আল্লাহ আপনাকে হাতও দিছে রিমোট নিয়া সিএনএন,আল জাজেরা,বিবিসি দেখতে দোষ কি?
আর যদি পঙ্গু রিফাত হোসেন হয়ে থাকেন তাহলে আমার বলা কিছু না

১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:১১

হাসান রাজিবুল বলেছেন: নীচের লিংকে যান


Click This Link

১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:২৭

হাসান রাজিবুল বলেছেন: গন্জিকা মামারা নেশা ভাংলে লিংক দেখে মন্তব্য করিও
শালার ইয়াবা পুরো বাংলাদেশ দেখি গিলে ফেলেছে।মন্তব্য করার আগে সবাই একবার টিভির রিমোট হাতে নেয়। কয়েকদিন আগে এক ব্লগে দেখেছিলাম বাংলাদেশের যুব সমাজ ইয়াবার জন্য নিজেদের ঘরের টিভি বিক্রি করে দিচ্ছে।আজকের মন্তব্য দেখে উনার লেখার সত্যতা পেলাম।

৪| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৬

রাখালছেলে বলেছেন: কই পাইলেন এইসব গাজাখুড়ী গল্প । গাজা তো প্রতিদিনই খান কিন্তু পোষ্ট মনে হয় এইপ্রথম পোষ্টাইলেন । ভাল ভাল |-) |-)

১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৫

হাসান রাজিবুল বলেছেন: খবরের লিংক দিলাম গাজাখুরদের জন্য স্পেশালী রাখাল ছেলের গাজার নেশা ভাংগার জন্য
Click This Link

১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:২৫

হাসান রাজিবুল বলেছেন: গন্জিকা মামারা নেশা ভাংলে লিংক দেখে মন্তব্য করিও
শালার ইয়াবা পুরো বাংলাদেশ দেখি গিলে ফেলেছে।মন্তব্য করার আগে সবাই একবার টিভির রিমোট হাতে নেয়। কয়েকদিন আগে এক ব্লগে দেখেছিলাম বাংলাদেশের যুব সমাজ ইয়াবার জন্য নিজেদের ঘরের টিভি বিক্রি করে দিচ্ছে।আজকের মন্তব্য দেখে উনার লেখার সত্যতা পেলাম।

৫| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:২২

হাসান রাজিবুল বলেছেন: খবরের লিংক দিলাম গাজাখুরদের জন্য
Click This Link

গন্জিকা মামারা নেশা ভাংলে লিংক দেখে মন্তব্য করিও
শালার ইয়াবা পুরো বাংলাদেশ দেখি গিলে ফেলেছে।মন্তব্য করার আগে সবাই একবার টিভির রিমোট হাতে নেয়। কয়েকদিন আগে এক ব্লগে দেখেছিলাম বাংলাদেশের যুব সমাজ ইয়াবার জন্য নিজেদের ঘরের টিভি বিক্রি করে দিচ্ছে।আজকের মন্তব্য দেখে উনার লেখার সত্যতা পেলাম।

৬| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ২:৫৮

রিফাত হোসেন বলেছেন: এইটা সামুর ফেইক আইডি সন্দেহ নাই ।

টিভিতে দেখাল বাংলাদেশ এ জঙ্গী ভর্তি, আদতে বিশ্ব তাই জানে । কিন্তু বাস্তবে ততটুকু নয় যতটুকু ছড়ানো হচ্ছে ।

ঐ প্লেন রাশিয়া যাবে কেন ?


ওবামার নতুন চাল এটা সম্ভবত ।

Click This Link

ইউক্রেন বলল আর আমরা নাচলাম ।

ফেইক ধ্বংসাবশেষ দেখাতে কি তারা পারে না ? রাশিয়ার উপর চাপ সৃষ্টি করার জন্য ।

এখন প্রশ্ন হল ইউক্রেন যাবে কেন ?

১৮ ই জুলাই, ২০১৪ রাত ৩:৫৫

হাসান রাজিবুল বলেছেন: Click This Link

১৮ ই জুলাই, ২০১৪ রাত ৩:৫৬

হাসান রাজিবুল বলেছেন: Click This Link

১৮ ই জুলাই, ২০১৪ ভোর ৪:০২

হাসান রাজিবুল বলেছেন: Friday, July 18, 04:15 AM SGT +0800 Statement by Prime Minister Najib Razak: Malaysian Airlines flight 17

Click This Link

৭| ১৮ ই জুলাই, ২০১৪ ভোর ৪:১৩

রিফাত হোসেন বলেছেন: এমএইচ ১৭- আর দুইটার কোন সম্পর্ক নাই ৩৭০ . ঐটার কোন ধামা চাপার কথা আসছে না ।

আর এম এইচ যে রুশপন্থীরাই ফেলেছে এর নির্ভরযোগ্য কোন সূত্র নাই ।

আর ইউক্রেন এর সরকারের উপর কোন বিশ্বাস নাই, তারা আম্রেকি মদদ পুষ্ট ।

১৮ ই জুলাই, ২০১৪ ভোর ৪:১৭

হাসান রাজিবুল বলেছেন: আমি বলিনি রুশপন্হীরা ফেলেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.