![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশকে পাশ কাটিয়ে ভারতের মহাসড়ক..
---------------------------------------
যিনি এই কাজটি করতে এখন মায়ানমারে অবস্থান করছেন, তিনি আর কেউই নন, তিনি হচ্ছেন বাংলাদেশের প্রধান দুইটি রাজনৈতিক দলের জন্য দেবীর ভুমিকায় অবতীর্ণ হওয়া বাংলাদেশের সকল রাজনৈতিক নেতাদের প্রানপ্রিয় সুষমা সরাজ।
বিবিসিকে এই অপকর্মটি কেন করা হয়েছে সেই প্রস্নের জবাবে বাংলাদেশের সকল রাজনৈতিক ব্যাক্তিদের নিকট দেবী নামে আবির্ভূত এই ভারতীয় নেত্রী বলেন, কালাদান মাল্টিমোডাল প্রকল্প ও ভারত-মিয়ানমার- থাইল্যান্ড ত্রিদেশীয় হাইওয়ে, এই দুটি প্রকপ্লের অবতারণা হয়েছিল এমন একটা সময়ে যখন দিল্লী ও ঢাকার সম্পর্ক এসে ঠেকেছিল তলানিতে। বাংলাদেশের মধ্যে দিয়ে ট্রানজিট পাওয়া ছিল অসম্ভব।
মাহামান্য ভারতীয় নেত্রী আপনাকে প্রস্ন করছি, এখন তো আপনারা ট্রানজিট পেয়েছেন। শুধু তাই নয় আওয়ামীলিগ সরকার আপনাদেরকে তাই দিয়েছে যা আপনারাও কোনদিন ভাবেন নি।
তাহলে কেন আজকে বাংলাদেশকে পাশ কাটিয়ে ভারত দক্ষিন-পুর্ব এশিয়ার সংগে সংযোগ স্থাপনের জন্য ত্রিদেশীয় হাই ওয়ে তৈরির উদ্দোগে ততপরতা শুরু করছেন?
১১ ই আগস্ট, ২০১৪ রাত ২:১৯
হাসান রাজিবুল বলেছেন: আপনার সাথে আমি একমত
১১ ই আগস্ট, ২০১৪ রাত ২:৪৫
হাসান রাজিবুল বলেছেন: একজনের ভূলের মাসুল ত আরেকজন ত সুদে আসলে মিটিয়েছে। যে মিটিয়েছে তাকে আমিও ধন্যবাদ দেই। তারপরেও কেন এমন আচরন?
২| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৫
ঢাকাবাসী বলেছেন: এত অপদার্থ অকর্মন্য অযোগ্য দুর্ণীতিবাজ রাজনীতিবাদ দুনিয়াতে আর নেই মনে হয়!
১১ ই আগস্ট, ২০১৪ রাত ২:২১
হাসান রাজিবুল বলেছেন: মরণ ধসা আমাদের। যারা রাজনীতির বাইরে সাধারন মানুষ তারা কোথায় যাবে?
৩| ১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৪
ইমতিয়াজ ১৩ বলেছেন:
ছদ্ম নামে নয় যারা
পোষ্টে আপনার নাম এ্যাড করা হয়েছে, আপনার কোন অপত্তি আছে কি?
১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:০৫
হাসান রাজিবুল বলেছেন: ধন্যবাদ আপনাকে,
আপত্তি থাকবে কেন?
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৭
শেখ মফিজ বলেছেন:
সাবমেরিন ক্যাবলের কথা মনে আছে ?
কারণটা নিশ্চয় জানেন ।
দেশের রাজনীতির মহান গুণি মানুষগুলো
নিশ্চয় এর একটা ব্যাখ্যা দাড়া করাবেন ।