নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজিবুল হাসান

হাসান রাজিবুল

হাসান রাজিবুল › বিস্তারিত পোস্টঃ

বিএসএফ বিজিবিকে প্রশিক্ষন দিবে,ভাল কথা। আলোচনার বিষয় ছিল, ফেলানির মতো মৃত্যু যেন আর কারো না হয়।// তার কি হলো?

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২৩

বিএসএফ বিজিবিকে প্রশিক্ষন দিবে,ভাল কথা।

আলোচনার বিষয় ছিল, ফেলানির মতো মৃত্যু যেন আর কারো না হয়।//

তার কি হলো?

--------------------------------

বিএসএফ বিজিবি বৈঠকে ফালানি সহ আরো অনেকের অপমৃত্য ইস্যু ু নিয়ে আলোচনা করার কথা ছিল। বিবিসি সহ অন্যান্য আন্তর্জাতিক মিডিয়া গুলি অন্তত তারই ইংগিত দিয়েছিল।

মিটিং শেষে শুনা গেল বিএসএফ বাংলাদেশের বিজিবিকে প্রশিক্ষণ দিবে।

ভাল কথা।

কিন্তু ফেলানি ইস্যুর কি হলো?

কিংবা তার মতো আরো অনেকেই যারা বিএসএফের হাতে প্রাণ দিয়েছে. ভবিষ্যতে আরো দিবে -

সেই ইস্যুটির কি হলো?

মানলাম নতজানু সরকার ভারতের বিপক্ষে যাবেনা কিন্তু আপোষ হীন নেত্রীই বা কেন এই প্রস্ন উঠাচ্ছেনা?

এরা সবাই কি তাহলে এক গোয়ালের গরু?

কেউ কেউ প্রশিক্ষণ নিয়ে প্রস্ন তুলছে বটে, আসল সমস্যা ফেলানি জাতীয় অপমৃত্যুর বিষয়টা তারাও তুলছে না কেন, এই ব্যাপারটা আমার বোধগম্য হচ্ছে না।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫৬

শিশির খান ১৪ বলেছেন: এই বিজিবি দিয়া কি হবে ? কখনো শুনলাম না ভারতীয় নাগরিক বিজিবির গুলিতে নিহত হয়েছে। বিএসএফ বাংলাদেশের বিজিবিকে প্রশিক্ষণ দিবে খুব লজ্জার বিষয় ,জাতী হিসাবে এর চে লজ্জার আমাদের জন্য আর কি হতে পারে ?ফেলানী বিচার করলে ওরা তা আরো আগেই করতো ওই মুলা ঝুলানোর মতো আর কি। প্রায় প্রতিটি সীমান্তই এখন অরক্ষিত যেমন ধরেন বার্মা থেকা ইয়াবা ও ফান্সীডিল আশা কোনো ভাবেই কিন্তু বন্ধ হচ্ছে না। হয়তো ওই দিন বেশি দুরে নয় যখন বার্মার নাসাকাও আমাদের প্রশিক্ষণ দিবে..........

২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩০

হাসান রাজিবুল বলেছেন: একমত আপনার সাথে

২| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:২১

ভিটামিন সি বলেছেন: কয়দিন পর আমাগো দেশের কুত্তাগো লাইন ধইরা ওইদেশে পাডাইতে হইবো কেমনে কুত্তাবিস্তার করতে হয় তার প্রশিক্ষণ নিবার লাইগ্যা।
অ.টঃ কুত্তাবিস্তার = কুত্তাদের বংশ-বিস্তার।

২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২৯

হাসান রাজিবুল বলেছেন: কুত্তারা অনেকদিন আগে থেকেই ভারতে প্রশিক্ষন নিচ্ছে

৩| ২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৫

মুদ্‌দাকির বলেছেন:
ভাই বিজিবি কে বিএসএফ প্রশিক্ষন দিবে এটাতো তর্কের খাতিরেও ভালো বলে সম্বোধন করা যায় না!!!! ওরা আমাদের শত্রু ওদের কেমনে ঘায়েল করবো তার প্রশিক্ষন ওরা আমাদের দিবে !!!!! :| :| :| :| :| :| :| :|

৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:১৩

হাসান রাজিবুল বলেছেন: একমত

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৪

সোহানী বলেছেন: শিশির খান ১৪ বলেছেন: বিএসএফ বাংলাদেশের বিজিবিকে প্রশিক্ষণ দিবে খুব লজ্জার বিষয় ,জাতী হিসাবে এর চে লজ্জার আমাদের জন্য আর কি হতে পারে ?

মুদ্‌দাকির বলেছেন:
ওরা আমাদের শত্রু ওদের কেমনে ঘায়েল করবো তার প্রশিক্ষন ওরা আমাদের দিবে !!!!! :| :| :| :| :| :| :| :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.