![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিই যদি আমি দেবী হই?
============
রাতদুপুরে হঠাৎ শশুরমশাই ছোট বৌমার ঘুম ভাংগিয়ে প্রনাম করলো। ঘটনা হচ্ছে স্বপ্নে শশুরমশাই ছোট বউকে দেবী রুপে দেখেছেন। তাই মাঝরাতে এই তামধাম।
এখানেই শেষ নয়। সকাল বেলা পুরোহিত ডেকে শুরু হলো পুজা আর্চনা। গ্রামের সবাই এসে জমা হয়েছে তাদের বাড়ীর উঠানে। ছোট বউ ঢুলুঢুলু চোখে দেখছে আর অবাক হচ্ছে। এলাকায় ছড়ে গেছে ছোট বৌমার দেবী হয়ে যাওয়ার ঘটনাটি।বদ্যি বলে দিয়েছ, এরোগ সারবার নয়।সেই রোগীও সুস্হ হয়ে উঠলো বউমা উরফে দেবীমার চরনামৃত খেয়ে। সবাই লুটিয়ে পরে প্রনাম করতে লাগল দেবী মাকে।
স্বামীটি খবর পেয়ে এলো বউকে উদ্ধার করতে। ঠিক হলো রাতে তারা পালিয়ে যাবে। কথা অনুযায়ী স্বামীর হাত ধরে পালাল ছোটবউ। নদীর পারে গিয়ে থমকে দাড়াল ছোটবউ। স্বামীকে জিজ্ঞেস করলো, আমি যে পালিয়ে যাব সত্যিই যদি আমি দেবী হই?
মোরাল অব দিস স্টোরি, কাউকে আমরা সবাই মিলে যদি দেবীর আসনে বসাই একসময় দেখা যায় সে নিজেকে সত্যি সত্যি দেবী বলে ভাবতে শূরু করে।
আমরা আমাদের নেতাদেরকে সবাই মিলে দেবী কিংবা দেবতার আসনে বসিয়ে রাখাতে এখন তাদের কাছে মনে হচ্ছে যে তারা সত্যিই দেব দেবী হয়ে গেছে। এখন তাদের হাতে সাত খুন হওয়ার পর ভাবেন, এ হয়েছে ভগবানের ইচ্ছায়। তিনারা পুত পবিত্র দেব দেবী বিশেষ।
#Historical_Fact 16
#ইতিহাসকথাবলে ১৬
https://www.facebook.com/rajibulhasansumit
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৩
হাসান রাজিবুল বলেছেন: যথার্তই বলেছেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৬
অগ্নি সারথি বলেছেন: দশ চক্রে ভগবান ও ভূত হয়।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৭
হাসান রাজিবুল বলেছেন: এ শুধু কথার কথা নয়। বাস্তবে তাই হচ্ছে।
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১০
ডরোথী সুমী বলেছেন: ঠিক বলেছেন।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২২
হাসান রাজিবুল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২২
অপূর্ণ রায়হান বলেছেন: অগ্নি সারথি বলেছেন: দশ চক্রে ভগবান ও ভূত হয়।
ভালো থাকবেন
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬
হাসান রাজিবুল বলেছেন: তা ঠিক।
ধন্যবাদ মন্তব্যের জন্য
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১২
হাসান রাজিবুল বলেছেন:
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৬
সরদার হারুন বলেছেন: হাসানের ছবি দেখে =
" যা দেবী সরবে ভূতেষু শক্তি রুপেণ:সংইস্থিতা.......নম ;;;."
(ল্যপটপ কাজ করেনা )
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩০
হাসান রাজিবুল বলেছেন: বাকীটা বললে বুজতে পারতাম।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৩
হাসান রাজিবুল বলেছেন: ইহা সত্য যে যাদেরকে আমরা দেবী মেনেছি তারা সকলেই রক্ত চুষা জীব বিষেশ।
৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৮
হাসান রাজিবুল বলেছেন: i mean রক্ত চোষা জীব বিশেষ
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪০
হাসান রাজিবুল বলেছেন: আর সেই চুষনে আমরাই তাকে সাহায্য করি।
৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৩
হাসান রাজিবুল বলেছেন: ভাম্পায়ারকে ডেকে এনে নিজের দেশের রক্ত চুষতে দেওয়া আমরা সেই গর্বিত জাতি।।
১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৩
সরদার হারুন বলেছেন: আগেই বলি। ভারচুয়ালে ভাল লিখতে পারনা।বিশেষ করে । রেফ ফলার
ব্যবহার । দুরগা পূজায় পাঠ করে ঠাকুরে ।
"যা দেবী সরবে ভূেতষু শক্তি রূপেণ:সংইস্থিতা
নমস্ত:সই নমম্ত:সই নম:নম ণ:
যা দেবী সরবে ভুতেষু মাতৃরূপেণ:সংইস্থিতা
নমস্তসই ণমস্তসই ণম:ণম ণ:"
অনুবাদ--- হে দেবী তুমি সব খানে শক্তি রূপে বিরাজমান
তোমাকে নমষ্কর ।
হে দেবী তুমি মাতৃরূপে সবখানে বিরাজমান
তোমাকে নমস্কার ।
(চনন্ডীীতে আছে।বহুবছর আগের পড়া
বানান ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি )
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৭
হাসান রাজিবুল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:২৩
সরদার হারুন বলেছেন: অতি সত্যকথা, তবে দেশে দেবী এ যাবত হলো দুজন । একজন পূজা পায়
শরৎকালে অন্যজন কারতিকে ।
এ দেশে দেবতার বাড়ি নেই।
+++++++++++++++++++++++++++++++++