![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ড. পিয়াস করিমের লাশ,শহীদ মিনার আর বায়তুল মোকারম মসজিদ//
শহীদ মিনার 'ওদের' আর বায়তুল মোকাররম ‘এদের’ বলে কি ভাগ করে দিয়েছে ২১টি প্রগতিশীল সংগঠন?//
============================
পিয়াস করিমের লাশ যাতে শহীদ মিনারে না আসতে পারে সেজন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে টিএসসিভিত্তিক সাংস্কৃতিক সংগঠন স্লোগান একাত্তর সহ আরো অনেকগুলো সংগঠন।
প্রাণের ’৭১ নামে অনলাইন এক্টিভিস্টদের আরেক সংগঠনও বুধবার সকাল থেকে শহীদ মিনারে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে।
শহীদ মিনারে মরদেহ নেওয়া ঠেকাতে ফেইসবুকে একটি ‘ইভেন্ট’ খোলা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে, ‘পবিত্র শহীদ মিনারে পিয়াস করিমের লাশ নিয়ে অপবিত্র করা মানি না, মানব না।’
ইভেন্ট পেইজের কভারে লেখা রয়েছে, ‘পিয়াস করিমের লাশের ভার বইবে না বাংলাদেশ, পবিত্র শহীদ মিনার অবমাননা রুখে দাঁড়াও বাংলাদেশ।’
তাই অধ্যাপক ড. পিয়াস করিমের দ্বিতীয় জানাজা বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকারমে সম্পন্ন হয়।
খুব সাভাবিক ভবেই প্রস্ন জাগে, ড. পিয়াস করিমের লাশ শহীদ মিনারে নিলে নাকি শহীদ মিনার অপবিত্র হতো, তাহলে বায়তুল মোকারমে নিলে বায়তুল মোকারম অপবিত্র হলো না কেন?
কী বিচার তাদের?
বায়তুল মোকাররম পাকিস্তানীদের (বাওয়ানী) টাকায় প্রতিষ্ঠিত বলে?
নাকি শহীদ মিনার 'ওদের' আর বায়তুল মোকাররম ‘এদের’ বলে ভাগ করে দিয়েছে ২১টি প্রগতিশীল সংগঠন!
১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৮
হাসান রাজিবুল বলেছেন: খাটি কথা বলেছন।
২| ১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৭
মিতক্ষরা বলেছেন: এটা না করলে কি এইসব কথিত প্রগতিবাদীদের মুখোশের আড়ালের নি্কৃষ্ট চেহারা টের পেতেন?
১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৯
হাসান রাজিবুল বলেছেন: ঠিকই বলেছেন।
মুখোশ ত খুলেছে।
৩| ১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: আসলেই এরা অন্ধ প্রগতিশীল ।
১৮ ই অক্টোবর, ২০১৪ ভোর ৫:২৮
হাসান রাজিবুল বলেছেন: অন্ধ প্রগতিশীল ।
সঠিক বলেছেন।
৪| ১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
নেবুলা মোর্শেদ বলেছেন: কারা প্রগতিবাদী? আমার কাছে এরা হলো সবচেয়ে বড় দালাল।তা না হলে দেখেন না,মুখে বলে মার্কিন সম্রাজ্যবাদ নিপাত যাক।তারাই আবার মার্কিনিদের জিনিসপত্র ব্যাবহার করে।ওদের পা চাটার জন্য ওদের পায়ের কাছে বসে থাকে।বাংলাদেশের ১৭ কোটি মানূষের প্রতিনিধি কি এই ২১ টি সংগঠন? আমি মানি না। ভাষা আন্দোলন, ১৬ ই ডিসেম্ভর ৯০ এর আন্দোলন,এই গুলো কি এই ২১ টি সংগঠন করেছে? নাকি আপামর জনগন করেছে? যদি তাই হয় তবে শহীদ মিনারে কার লাশ যাবে,আর কার যাবে না এটা নির্ধারন করবে কে? বাপ্যাদিত্য বসু,নাকি এই ২১ টি সংগঠন।আর এই সব আন্দোলন কারো বাপ দাদার সম্পতি নয়।এই শালাদের ভাগাভাগির কারনে আজকে দেশের এই অবস্থা।শালার জঙ্গি বাদের প্রধান কারন এই শালাদে্র ভাগাভাগি।তবে শহীদ মিনার নিয়ে রাজনীতি এটা দেশের জন্য একটি অশুভ সংকেত
১৮ ই অক্টোবর, ২০১৪ ভোর ৫:৩০
হাসান রাজিবুল বলেছেন: শহীদ মিনার নিয়ে রাজনীতি এটা দেশের জন্য একটি অশুভ সংকেত।
সহমত।
৫| ১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
মুকতোআকাশ বলেছেন: বায়তুল মোকাররম মসজিদ অপবিত্র হলনা অথচ শহিদ মিনার অপবিত্র হয়ে যেত ! ওরা মনে হয় মসজিদ কে পবিত্র স্থান মনেই করে না। "আফিম সেতো ভালো, ধর্ম সে যে হেমলক বিষ"। গোষ্ঠীর লোক বোধ হয়। শহিদ এবং মিনার শব্দ দুটির সাথেই মুসলিম সংস্কৃতি মিশে আছে। যারা মসজিদের চেয়ে শহিদ মিনার কে পবিত্র মনে করে তাদেরশহিদ মিনার নাম বদলিয়ে শিবাজি বেদি ধরনের কিছু রাখা উচিৎ।
১৮ ই অক্টোবর, ২০১৪ ভোর ৫:৩১
হাসান রাজিবুল বলেছেন: ভাল বলেছেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৬| ১৮ ই অক্টোবর, ২০১৪ ভোর ৬:১৭
অহিদজামান বলেছেন: ওরা উপরে উপরে সুশীল
আর নিচে নিচে বসন্তের কুকিল
১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৭
হাসান রাজিবুল বলেছেন: যা বলেছেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৬
ঢাকাবাসী বলেছেন: পৃথিবীতে সবচাইতে নিকৃস্ট রাজনীতিবিদদের বাস বাংলাদেশে।