![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'পাপ কেবল পাপকেই বৃদ্ধি দেয়'
===================
সাধীনতার ৪৩ বছর পরেও পান থেকে চুন খসলেই A মিয়া গলা টিপে ধরে B মিয়ার্।
একই অবস্থা B মিয়ার ক্ষেত্রেও।
এতে করে যে আমরা শুধুই পাপের চাষ করে যাচ্ছি তাও কি আমরা বুঝতে পারছিনা?
নাকি জেনেশুনেই করেছি এই বিষ পান!
এক সাগর রক্ত দিয়ে যারা সাধীনতা এনে দিয়েছিল তারা কি এই জন্যেই জীবন দিয়েছিল সেদিন?
এই রক্তের কি কোন দাম নেই?
অবাক হই তখন যখন দেখি যারা সাধীনতার চেতনার কথা বলে তারাই যারা সাধীনতার জন্য জীবন দিয়েছিল অথবা জীবন বাজী রেখেছিল, তাদেরকেও অপমান করে কথা বলে!
সবকিছুর পরেও আমি আশাবাদী, একটু একটু করে আমরা এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসবই একদিন।
©somewhere in net ltd.