নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোয়াই পাড়ের রাজু ।

হাসান রাজু

ডুব দিয়ে দিয়ে স্বপ্ন তুলে আনি ।

হাসান রাজু › বিস্তারিত পোস্টঃ

অবাধ সুস্ঠ গণতান্ত্রিক নির্বাচনের এক দৃষ্টান্ত তৈরি হল !

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৮

টিভি দেখছিলাম । ভোট কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তাকে জিজ্ঞেস করলেন কয়টা ভোট কাস্ট হয়েছে ? ম্যাডাম ১০ টা বলে যে লজ্জার হাসি দিলেন, মনে হল তিনিই এমন হাস্যকর নির্বাচনের জন্য দায়ি । হায়রে ! কার লজ্জা কে পায় ...

প্রথম আলোর কয়টা শিরনামঃ

*এক কেন্দ্রে এক ভোট, কোথাও শতাধিক

*গাইবান্ধার শতাধিক কেন্দ্রে ১১টায়ও ভোট শুরু হয়নি

*ভয়ে দৌড় আনসার সদস্যের, পড়ে গিয়ে মৃত্যু

*দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাড়া করছে আতঙ্ক

*সহিংসতার জেরে ভোটে ভাটা উত্তরাঞ্চলে

*ছয় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

*ভোট ঠেকানোর চেষ্টা, সহিংসতায় নয়জন নিহত

*ভোট ঠেকানোর চেষ্টা, সহিংসতায় নয়জন নিহত

*এ নির্বাচন বৈধতা পাবে না

গত কয়েক দিন টিভি দৈনিক পত্রিকায় দেখলাম অনেক আসনে নির্বাচন করতে হবেনা, তাতে নাকি ভোটারদের মনে হা-হুতাসের অন্ত নাই । সত্যি কি তাই ?

ভোটাররা এমন বিবেক বর্জিত নির্লজ্জ প্রহসনের নির্বাচনে ভোট দিতে যান নি । ভবিষ্যতেও যদি এমনভাবে বিবেক বর্জিত প্রার্থীদের বয়কট করেন .... । আহা স্বপ্ন ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪০

ইউরো-বাংলা বলেছেন: দশম জাতীয় সংসদে বিরোধী দল হবে কে ?
আমরা সবাই জানি মহাজোট তথা আওয়ামীলীগ ও জাতীয় পার্টি মিলেমিশে নির্বাচন করছে এবং তাদের প্রতিদ্বন্ধি যারা আছে সবাই স্বতন্ত্র। দশম জাতীয় সংসদ হাসিনা বুবু কতদিন বাঁচিয়ে রাখে জানি না ! কেননা দেশ চলছে সম্পূর্ন উনার ইচ্ছামত, ক্ষমতার মোহে উনি অন্ধ হয়ে গেছে, হাসিনাকে সহযোগিতায় আছে ইনু, মেনন, বাদল ও চোরঞ্জিত বাবুরা। দশম জাতীয় সংসদে তাহলে কি বিরোধী দল থাকবে না ! আমরা কি তাহলে অচিরেই বাকশালের একটি প্রতিচ্ছবি দেখতে পাবো ?

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১২

হাসান রাজু বলেছেন: বাদ দেনতো ভাই । দেশে মজা হচ্ছে মজা লন । এমনিতেই গত সংসদ গুলতে সংসদে বিরোধী দলগুলোর কি কাজ ছিল ?

বাকশালের প্রতিচ্ছবি ! বলেন কি ? এখনও দেখেন নি ! ভাই এখন ২০১৪, সেই পুরনো দিনের বাকশাল নিয়ে পরে আছেন ! আপডেটেড কিছু আসছে - ব্যাপক মজার।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ১৬ কোটি ভোটার!

সরকারের সাথে যুদ্ধে পারেনা।

সংঘাতে তারা অসহায়। আইন প্রশাসনের কাছৈ জিম্মি!

কিন্তু নিজের একটা মাত্র ভোট দিয়েই আজ তীব্র প্রতিবাদ জানিয়ে দিল। ভোট না দিয়ে তাদের তীব্র প্রতিবাদকেই প্রতিষ্ঠিত করল-ঘরে বসে থেকে। বিনা অস্ত্রে।

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৭

হাসান রাজু বলেছেন: পাবলিক টিকই ফালতু বিষয়ে নিজেকে জড়াচ্ছেনা, রাস্তায় নামছে না কারন তারা বিএনপি বা জামাতের মিত্র না । রাজপথ যেখানে বিএনপি জামাতের দখলে।
আজকের ভোটের পরিমান দেখে বিএনপি ডুগডুগি বাজাতে পারে কিন্তু মোটেও ভাবা উচিৎ হবেনা, এরা সফল। পাবলিক তাদেরও চায়না, চাইলে বিএনপি নির্বাচন প্রতিহত করতে এমন ব্যার্থ হতোনা, পাবলিক সাথে থাকতো।
বিনা অস্ত্রের এই যুদ্ধটাকে এদের ভয় পাওয়া উচিৎ । জনগন যদি একবার কাঙ্ক্ষিত সেই নেতা পেয়ে যায়। সব অত্যাচারের বিচার করবে। আগুনে পুড়িয়ে মারা আর নির্বিচারে গুলি করার অধিকার তাদের কে দিলও ? জবাব দিতেই হবে । জবাব রেডি কর বলদের দল। খেল খতম হবেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.