নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাহিনির শুরুটা এমন - স্কুল শেষে মায়ের অপেক্ষা করছে একটা মেয়ে । আজ আবার তার মা লেট করছে ।
পরের অংশে – সিঙ্গেল মা ইয়ওসিমি তার মেয়ে ইকোকো কে নিয়ে একটা পুরনো এপার্টমেন্টে উঠেছেন ।মেয়ের জন্য আইনি লড়াই করতে হচ্ছে তার এক্স হাজবেনডের সাথে। পুরো কাহিনি ঘুরপাক খাবে মা ইয়ওসিমি, মেয়ে ইকোকো, লিক হয়ে পানি চুঁয়ানো এপার্টমেন্টের সিলিং, একটা লাল স্কুল ব্যাগ, আর হলুদ রেইন কোটপরা অস্বাভাবিক, ভৌতিক কিন্তু নিশ্চুপ একটা একাকী মেয়েকে নিয়ে । লাল ব্যাগটা কোন ভাবেই পিছু ছাড়ছে না পরিবারটির (আমি একবার ভাবছিলাম ব্যাগটা পুড়িয়ে ফেলছেনা কেন ? )। লিক হয়ে যাওয়া সিলিং দিয়ে পানি চুয়ানোর রহস্য । পুরো সিনেমাটা একটা বৃষ্টি ভেজা ছমছমে, স্যাঁতসেঁতে আবাহ তৈরি করে। আধো অন্ধকারের কারনেই হয়তো হররের পুরো আমেজটাই শেষ পর্যন্ত পাওয়া যাবে । মা মেয়ের অসাধারণ ভালবাসার টান টা আপনার হৃদয় ছুঁয়ে যাবেই ।
অসাধারণ হাল্কা মেজাজের হরর ফিল্ম এটি !
সত্যিই কি হরর ?
পুরো সিনেমাটা দেখুন । ভাল লাগবে ই । স্বীকার করবেন এটা হরর ছিল না ।
আমার আনকোরা লেখায় হয়তোবা বুঝবেন না কত অসাধারণ এই সিনেমা । আর দুটা তথ্য দেই ।
১। এই সিনেমার পরিচালক হিদো নাকাতা হলেন বিখ্যাত হরর রিং এর পরিচালক।
২। বিখ্যাত ব্রাজিলিয়ান পরিচালক ওয়াল্টার সেলেস একই নাম দিয়ে এটার রিমেক করেছেন ।
মুভি লিংক
০৮ ই মে, ২০১৪ রাত ৮:০৯
হাসান রাজু বলেছেন: দেখে ফেলুন । সাবটাইটেল লিংক টা ও দিয়ে দিলাম ।
Click This Link
আপনিও ভাল থাকুন ।
২| ০৯ ই মে, ২০১৪ রাত ১২:২১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: রিভিউ মোটামুটি লেগেছে। মুভিটা দেখি নামিয়ে ফেলব!
০৯ ই মে, ২০১৪ রাত ১২:৫৭
হাসান রাজু বলেছেন: আমি ভাল রিভিউ লিখতে পারি না । আসলে এটাই প্রথম লেখা । বিশ্বাস, ভাল লাগবে । ৩৫০ এম বি র মত হবে নামায়া ফেলেন । দেখে মন্তব্য দিবেন। ভাল থাকুন।
৩| ০৯ ই মে, ২০১৪ দুপুর ২:০৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কোন সমস্যা নেই ভাই। প্রথম রিভিউ হিসেবে অনেক ভালো লিখেছেন। সামনে আরো লিখুন, আমি বিশ্বাস করি আপনি সামনে আরো ভালো লিখতে পারবেন।
শুভ কামনা রইল।
৪| ০৯ ই মে, ২০১৪ রাত ৮:৫৫
হাসান রাজু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । চেষ্টা থাকবে।
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: দেখতে হবে। ভালো থাকবেন