নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোয়াই পাড়ের রাজু ।

হাসান রাজু

ডুব দিয়ে দিয়ে স্বপ্ন তুলে আনি ।

হাসান রাজু › বিস্তারিত পোস্টঃ

মনে পড়ে, ফিডব্যাকের বঙ্গাব্দ ১৪০০ এ্যালবামের "ভীরু মন" গানটি।

০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১০

গতরাতটা ছিল নির্ঘুম, এফএম রেডিও শুনছিলাম । রসিয়ে রসিয়ে বেশ মজা করে কথা বলছিল অনিক খান । ভাল উপস্থাপনা, অসাধারন তার কবিতার ভাণ্ডার। এক সময় গান চালু হল । অনিক খানেরই বাচাই করা গান - ফিডব্যাকের বঙ্গাব্দ ১৪০০ এ্যালবামের "ভীরু মন"। মনে পড়ে গেল কতটা সময় পাড়ি দেয়া হয়ে গেছে । দেখতে দেখতে ২০ টি বছর পেরিয়ে গেল। এই গানটা রিউওয়াইন্ড বাটনে ক্লিক করে খুব কমই শুনেছি । কিন্তু কাল অনেক দিন পরে শুনে বিষণ্ণ হয়েছি, কিন্তু অসাধারন লেগেছে । আপনাদের ও একটু নষ্টালজিক করে দিতে চাই ।







ভীরু মন

আরেক নতুন গান নিয়ে

শুরু হলো এ সন্ধ্যা বেলা

আবার সে একই অনুরোধ

স্বেচ্ছায় এ মনটাকে

আমি করবো না প্রতারণা

কাঁদে এ আমার ভীরু মন।।



তোমারই এত সুখের ছড়াছড়ি

আমি দেখেছি নিরব আড়াল থেকে

তোমারই এত ভাল থাকা দেখে

আমি পারি নি দিতে শান্তনা মনে।



স্বেচ্ছায় কোন স্বপ্নকে

ধরে রাখবো না হৃদয় অনলে

এ আমার ব্যথার অবসর

নিঃস্বার্থ সন্দেহ

মনে থাকবে না গহীন দহনে

কাঁদে এ আমার ভীরু মন।



তোমারই এত সুখের ছড়াছড়ি…।



নির্ভয় কোন ভাবনা আসে না মনে

আমার এ ভীরু মন শুধু প্রশ্ন করে

এ মিছে জীবন চেয়ে মরণ ভাল না

আমি আছি তোমার প্রতিক্ষায়।



আবার এক ভোরে

আমি চাইবো না তোমায় রেখে

আসুক কোন নতুন প্রেমের মুখ

অকাল বোধনে

আমি চাইবো না তোমায় রেখে

কাঁদে এ আমার ভীরু মন

তোমারই এত সুখের ছড়াছড়ি

আমি দেখেছি নিরব আড়াল থেকে

তোমারই এত ভাল থাকা দেখে

আমি পারিনি দিতে শান্তনা মনে

গানটি শুনতে বা ডাউনলোড করতে পারবেন এখান থেকে ।

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১২

শরৎ চৌধুরী বলেছেন: নষ্টালজিক করে দিলেন।

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৫

হাসান রাজু বলেছেন: তার মানে উদ্দেশ্য সফল । অনেক ধন্যবাদ ১ম মন্তব্যের জন্য । মনটা ভরে গেল আপনি মন্তব্য করেছেন দেখে ।

২| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৪

রোকসানা হাবিব বলেছেন: ফিডব্যাক বরাবরই খুব ভাল লাগে আমার। আবার মনে পড়ে গেল ওদের সুন্দর গান গুলি।

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪০

হাসান রাজু বলেছেন: তখন টেনে টেনে গান শুনতাম, এখন কম শুনা হয় কিন্তু শুনলে প্রায় সব গানই ভাল লাগে । অনেক খারাপ লেগেছিল যখন ফিডব্যাক ভেঙ্গে যায় । ধন্যবাদ আপনাকে ।

৩| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


এই এ্যালবামটা চার বার কিনেছিলাম। বাংলা ব্যান্ডের ইতিহাসে বহুল বিক্রিত একটা এ্যালবাম ছিল এটি। এখন পর্যন্ত খুব সম্ভবত।

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৪

হাসান রাজু বলেছেন: আসলেই তাই ।

আমি শুনেছিলাম "ভীরু মন" গানটি মাকসুদ একটি বিদেশী গানকে এডাপট করে কম্পোজ করেছিলেন । কেউ কি জানেন কোন গান সেটি ?

৪| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৬

আদম_ বলেছেন: মনে পড়ে তোমায়
অনেক স্মৃতি ভুলে থাকায়

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫০

হাসান রাজু বলেছেন: মনে আছে আড্ডা থেকে কেউ উঠে যেতে চাইলে হঙ্কার দিতাম ......... চলে যাওয়া মানে প্রস্থান নয় । আজো চিন্তা করে পাইনা তাহলে, চলে যাওয়া মানেটা কি ?

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৪

হাসান রাজু বলেছেন: চলে গেলে অশান্ত সাগরে
জীর্ণ ভেলায় যাও তুমি
অনিশ্চিতে
ভেসে যাও….নেই কোন আশ্রয়
ভেসে যাও….নেই কোন পিছুটানের সংশয়

আমি শব্দহীন পৃথিবী আকড়ে রবো
ভরাডুবির আশংকাতে

(আহারে ..... কতটা পাষাণ হলে এমন অভিশাপ দেয়া যায়। হা হা হা ... )

৫| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫১

আদম_ বলেছেন: নয় বন্ধন ছিন্ন করা।

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৯

হাসান রাজু বলেছেন: বিপদ বাড়লো ।

হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি
অজান্তেই চমকে ওঠি
জীবন, ফুরালো নাকি!

অহ ! চরম ।

৬| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৬

চুক্কা বাঙ্গী বলেছেন: আমার প্রিয় ছিল ''টেলিফোনে ফিসফিস''

০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

হাসান রাজু বলেছেন: আসলেই মজার গান ।

৭| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

সুমন কর বলেছেন: আমার খুব প্রিয় একটি গান। মন খারাপ হলে মাঝে মাঝে শুনে।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৫

হাসান রাজু বলেছেন: আমাকে বিষণ্ণ করে দেয় । সেই দিনগুলোতে আমার সময় এতটা নিরান্দে কাটতো না । বড় মিস করি সেই দিনগুলো ।

৮| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:০২

নিক নূরুল বলেছেন: 'ভীরু মন'- ভাই একেবারেই নস্টালজিক করে দিলেন। আমার সবসময়ের প্রিয় গানের সংক্ষিপ্ত লিস্টে এই গানটা উপরের দিকেই আছে এবং থাকবে। ধন্যবাদ।

০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

হাসান রাজু বলেছেন: নস্টালজিক করে দেয়ার মতলবেই এই লেখা । ধন্যবাদ আপনাকে ।

৯| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৭

আদম_ বলেছেন: উম্নাদনায় কাটে প্রেম....

০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

হাসান রাজু বলেছেন: তোমার লাজুক চোখের সাথে
আমার অবাক চোখের চোখাচোখি
...............................

ভাল বিপদে ফেলছেন । আর তো মনমত কিছু খুজে পাচ্ছি না ।

১০| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৩৯

আদম_ বলেছেন: তুমি যদি এসে
আবার যাও চলে
ক্নান্ত আমি ঘুমিয়ে পড়ি
আচল পাতা তোমার কোলে
অনুরাগে প্রতিদিন
রাত্রি এলে

১০ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৮

হাসান রাজু বলেছেন: কোন গান এটি ?

১১| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ৮:২৮

আদম_ বলেছেন: উম্নাদনায় কাটে প্রেম এর মাঝের কিছু লাইন

২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১৯

হাসান রাজু বলেছেন: হুম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.