নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোয়াই পাড়ের রাজু ।

হাসান রাজু

ডুব দিয়ে দিয়ে স্বপ্ন তুলে আনি ।

হাসান রাজু › বিস্তারিত পোস্টঃ

ফুটবল রঙ্গ , অফিস রঙ্গ - এলোমেলো কথামালার ঢং

০৯ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৮

১ম গোলের পর : মিজান ডায়েলিং .... টু .... টু..... টু.... নো আনসার ।

২য় গোলের পর : মিজান ডায়েলিং .... টু .... টু..... টু.... নো আনসার ।

এরই মাঝে ৩য় গোল ....:-/



৫ম গোলের পর : মিজান ডায়েলিং .... দিস নাম্বার ইজ .....

বিরতির সময়ঃ আজাদ ভাই ডায়েলিং .... ওই কি হইছে? X(

: ভাই স্লামালিকুম।

: আচ্ছা কালকে দেখুম নে। B-)

:এইতো ভাই ভুল বুঝলেন। আমি কইতে চাইছিলাম সেহেরির টাইম হইছে সেহেরি খাইয়া ফালান ।

:কালকে ও সেহেরি আছে.......

: বুঝছি, আবহাওয়া ভাল না ঝড়ের সম্ভাবনা আছে । আল্লাহ্‌ হাফেজ । :D



অফিসে সকাল ১০ টা ।

:ও মিজান রেসিপ্সনের কাছের পতাকাটা নামায়া ফেলা যায় না । খামাকা ই ঝুলতাছে । হলুদ পতাকা সুন্দর না, আগেই কইছিলাম । ;)



:ভাই হলুদ কন আর আকাশী ই কন সবই নামবো, একদিন ই তো পার্থক্য।:|



অফিসে সকাল ১০:৩০ টা ।

:আজাদ ভাই আস-সা-লা-মু-আলাইকুম ।

: তোরা আজকে ৮ টা খাবি । :P



অফিসে সকাল ১১:৩০ টা ।

:এই যে আল-আমিন । দ্যা গ্রেট ব্রাজিলিয়ান সাপোর্টার । ১টার জন্য ২ হালি মিস করলা ।

আল-আমিনঃ আজব আমি আবার ব্রাজিলের সাপোর্টার হইলাম কবে!:-*

মজাম্মেল ভাইঃ বেশির ভাগ ব্রাজিলিয়ান সাপোর্টার আজকে এইটাই কইতাছে ।

আল-আমিনঃ আমার বাসার বারান্দায় এখনো আর্জেন্টিনার পতাকা উরতাছে ।

জামিল ভাইঃ ও এর মাঝে পতাকাও বদল হইয়া গেছে?;)

আল-আমিনঃ এই অফিসের সবাই জানে আমি আর্জেন্টিনার সাপোর্টার ।

জামিল ভাইঃ কই আমরা কি সবার বাহিরে ?

আল-আমিনঃ দূর ! আপনারা মিয়া ফাপর লইতাছেন । X((



অফিসে জোহরের নামাজের আগে অজুর লাইনে ভিজ্ঞজনের আলোচনা -

:আমার মনে হয় আর্জেন্টিনা আজকে হল্যান্ডরে হারাইতে পারলে জার্মানিরে সহজেই হারাইতে পারবো । :-*

:আরে না । কালকে জার্মানিরে দেখছেন?

: দূর। কালকে জার্মানি যতনা ভাল খেলছে, ব্রাজিল তার থেকে বেশি খারাপ খেলছে ।

: আরে ভাই, আর্জেন্টিনার ডিফেন্স লইয়া অনেক জোকস আছে । এর আগে জার্মানির লগে ৪টা খাইছে । /:)

দূর থেকে আরেকজনঃ ভাই আগে সেমিফাইনাল খেলেন।

পাশ দিয়ে হেঠে যেতে যেতে একজনঃ ভাই ফাইনাল খেলা লাগবনা, আসেন আমগো লগে ৩য় স্থান নির্ধারণই খেলেন । দেখুমনে কে সেরা?:-/

:৭ টায় পোষায় নাই । ১১ জনের জন্য ১১ টা চাই ই চাই । :-/



বিকেলে-

:ভাই এইডা কি হইল?

:গোলের খেলায় গোল হইব, ওইডা ই হইছে ?;)

বুঝলাম সুবিধা হইবনা ক্ষেমা দিলাম ।:D



বসঃ ব্রাজিলের আসলে লাক খারাপ। ওদের জিতার চিন্তা না কইরা ডিফেন্সে খেলা উচিত ছিল ।:|



:স্যার কি ব্রাজিলের সাপোর্টার?

:হ্যাঁ, কিন্তু আন্ধ সাপোর্টার না । আমি আসলে ফান্স, হল্যান্ড, আর্জেন্টিনা .....।:D

: মানে বেশি সাপোর্ট করেন ব্রাজিল?



একটু ফ্ল্যাশবেকে যাই । গতকাল বিকেলে-

:মিজান তোমগো তো ছুতা রেডি। নেইমার নেই ।



:ভাই, কাপটা জিতলে পরেতো মানবেন?

কয় কি?!?!:|

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: মজার পোষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.