নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোয়াই পাড়ের রাজু ।

হাসান রাজু

ডুব দিয়ে দিয়ে স্বপ্ন তুলে আনি ।

হাসান রাজু › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ - ক্লিক " ঈদ মোবারক" ক্লিক ।

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১১:০০



নগরের দেয়ালে বিকেলের রোদ্দুর ।



নীল আকাশ সাদা মেঘ ............... জেমসে একটা গান ছিল না -

"নীলাকাশ যতদূর দেখা যায়

জীবনের এই আঙ্গিনায়

স্বপ্নগুলো এসে ধরা দেয়

ভুল যত করেছি এই জীবনে

কোনকিছু মিল হবেনা

এলোমেলো হয়ে গেছে যে সবই........................"



বাংলার চির আপন একটা পাখি । ‘কাক‘ নামটাই অনেক সুন্দর । একটা আক্ষেপ, আমাদের জাতীয় পাখি দোয়েলকে আর দেখিনা । সত্যি কথা নগরের বাহিরেও সচরাচর দেখা মিলেনা এই পাখিটার । ভীষণ অভিমানী । আমরা জাতীয় পাখির সম্মান দিয়েছি , সাথে করছি অবহেলা । কেড়ে নিচ্ছি আবাস।



বিলে মাছ আছে কি? ডেকে জিজ্ঞেস করা হয়নি । উত্তরতো জানা ই ।



সুন্দর এই ফুলের নাম জানি না । রাস্তার পাশেই বেশ বড় গাছ ।



কালো ঝাঁকটা দেখছেন ? পোনা মাছের ঝাঁক ।



সারি সারি ইলেকট্রিক খাম্বা । এক চৌম্বকীয় মায়ায় বেধে রেখেছে সারা দেশটাকে । এই মায়া বড় বন্য, কাছে টানলেও ছুঁয়ে দেখতে মানা ।



সূর্য ডুবেছে । প্রকৃতিকে দিয়ে যাচ্ছে অপূর্ব রুপ ।



বিকেল হয়ে এল । প্রকৃতি সাজছে বিদেয় দিতে হবে আরেকটি দিন কে ।

সূর্য ডুববে । ঐ বিল পেরিয়ে দূর গ্রামের শেষে ।



একাকীত্ব । উদাসী আরো বেশি অভিমানী ।

" হঠাত... ডেকে ওঠে নাম না জানা পাখি

অজান্তেই চমকে উঠি.....................

জীবন..........................ফুরালো নাকি?"





ছোট খাল দূরে ছুঁয়ে দেখতে চায় নদীকে ।



মন্দির না কি যেন । ভৌতিক ।



অবশেষে আমার একটা ছবি । এই ছবিখানা আমার শিস্য “লিটনের” তোলা । অসাধারন তার ফটোগ্রাফি । আমি আপ্লুত । যে নিজেই ঠিকমত শিখতে পারেনাই তার শিস্যের অবস্থা যেমন হয় আর কি ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১১:১২

হাসান রাজু বলেছেন: ছবিগুলো ভাল লাগলো কি?

২| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১:০২

সুমন কর বলেছেন: সুন্দর !!
ঈদ মোবারক।

৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১৮

হাসান রাজু বলেছেন: অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.