নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার একটা সুন্দর এন্ড্রয়েড ফোন আছে । ডিভাইসটি হারিয়ে গেলে বা অকেজো হয়ে গেলে ও সমস্যা নেই । নতুন একই রকম আর একটা ডিভাইস কিনে আনুন । গুগুল একাউন্টে ব্যাকআপ নেয়া আছে । একই একাউন্ট দিয়ে পুরাতন ডাটা আপলোড করে নতুন ডিভাইসটি চালু করুন । চেক করে দেখুন কিছুই হারায় নাই, সবই আগের মত।
এবার চিন্তা করুন ডিভাইসটি একজন মানুষ । মানুষের যাবতীয় আবেগই আপলোড করা আছে । চাঁদে বিশেষ একটা অভিযানে আছেন । কয়েক পর্ব ডিভাইসের মত মানুষ বদলের পর, মানুষের আদিম স্বভাব - কৌতূহল আর বুদ্ধি খাটিয়ে ঠিকই বের করে ফেলেছে অনেক বড় খেলা হচ্ছে তদের নিয়ে ।
একবার ভেবে দেখুন আপনি ওই জায়গায় থাকলে কি করবেন ? যখন জানবেন আপনার আরও ক্লোন আছে এমনকি আপনিও একজন ক্লোন । আপনার সামনে দাড়িয়ে আপনি নিজে । পৃথিবী নামক গ্রহে সত্যি সত্যি আপনার সংসার আছে । সুন্দরী স্ত্রী আছেন, আছে ছোট ফুটফুটে মেয়ে। তারা অপেক্ষায় আছে । বাড়ি ফিরতে ইচ্ছে করছে ? তা হয়তো আর হচ্ছে না । মাথা গুড়িয়ে দেয়ার মত পরিস্থিতে আপনি । কি করবেন ?
সিনেমাটি দেখে ফেলুন, ভাল লাগবে।
০৭ ই মে, ২০১৫ বিকাল ৩:৩৫
হাসান রাজু বলেছেন: দেখে ফেলুন । এখানে-
http://putlocker.is/watch-moon-online-free-putlocker.html
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০১৫ বিকাল ৩:২৬
জনাব মাহাবুব বলেছেন: লিংক দেন ভাইজান, খুব তাড়াতাড়ি দেখে ফেলবো