নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোয়াই পাড়ের রাজু ।

হাসান রাজু

ডুব দিয়ে দিয়ে স্বপ্ন তুলে আনি ।

হাসান রাজু › বিস্তারিত পোস্টঃ

ফটো, ছবি ব্লগ । - ১

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১:৩৭


ছবিগুলো হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বিথলং গ্রামে যাওয়ার পথের হাওর এলাকার।

-বৃক্ষ তোমার নাম কি
-ফলে পরিচয় ।
-ঠিক আছে, ফল আসুক চিনে নিব (ফল আছে তো?) ।


একাকী জীবন ।


আহা! বৃষ্টি ।




সেতু পেড়িয়ে কোথায় ? উঠবেইবা কিভাবে?


থৈ থৈ পানিতে বৃক্ষ নাজেহাল ।


ধোঁয়াটে ।


বাংলার দামাল সন্তান । ন্যাংটাই ...... তবুও প্যান্ট /লুঙ্গি ভেজাবে না ।


ও মাঝিরে ।



মন্তব্য ৩৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১:৪৭

ঠাকুরমাহমুদ বলেছেন: ছবিগুলো মনকাড়া, আপনাকে ধন্যবাদ স্বপ্নের মতো ছবি পোষ্ঠ দিয়েছেন ।।

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ২:০২

হাসান রাজু বলেছেন: ধন্যবাদ । ভালবাসা থাকলো ।

২| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১:৫০

সুমন কর বলেছেন: চমৎকার সব ছবি। ক্যাপশনগুলো ও ভালো দিয়েছেন।

১ম লাইক।

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ২:০৩

হাসান রাজু বলেছেন: অশেষ ধন্যবাদ । লাইকের জন্য বোনাস ধন্যবাদ , ভালবাসা।

৩| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ৮:৫০

শ্যামল সোম বলেছেন: বৃষ্টি ঝরেছে, কাব্য রচনা করেন কবি
ও দিকে বন্যার জলে ভেসে যাচ্ছে সবি।
দেশে দেশে বিদেশে ঘর বাড়ি গৃহস্থালি
এসো চলে একসাথে কিছু ত্রাণ করি বিলি।
অসাধারণ একটি আপনার পোস্ট, ধন্যবাদ

০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৮

হাসান রাজু বলেছেন: কবি, অসাধারন লিখেছেন ।
ভাল কিছু কথা বলেছেন ।
অশেষ ধন্যবাদ । আমার ধন্যবাদ কি নিয়েছেন?

* আসলে যে এলাকার ছবি সেখানে নাকি গত দুই বছর তেমন পানি হয় নাই , এবার ও না । ভাটি এলাকা পানি থাকবে এটাই স্বাভাবিক । সম্ভবত বাঁধ দেয়ার কারনে এমনটি হচ্ছে ।

৪| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ৯:২১

আহসানের ব্লগ বলেছেন: িটাগং থেকে কত দূর ????

০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৪

হাসান রাজু বলেছেন: খুব একটা দূরে না । বাসে আসলে সিলেটের পথে কুমিল্লা, ব্রাহ্মমনবাড়িয়া পেরিয়ে সিলেট বিভাগের প্রথম জেলাই হবিগঞ্জ । হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ প্রায় সব জেলাতেই হাওর আছে । আর পাহাড় নদী চা বাগান সব মিলিয়ে অসাধারন । আসবেন, বেড়িয়ে যাবেন ।

৫| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ৯:৪০

সুফিয়া বলেছেন: এখানেই আমার গ্রাম বাংলা
ঝর ঝর বৃষ্টি বেলা।

খুব ভাল লেগেছে।

০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৫

হাসান রাজু বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

৬| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৫

ভাঙ্গা তরী -৭৭৯ বলেছেন: অসাধারণ

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৬

হাসান রাজু বলেছেন: ধন্যবাদ ।

৭| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৫

মহান অতন্দ্র বলেছেন: বেশ ভাল লেগেছে।

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৬

হাসান রাজু বলেছেন: জেনে বাল লাগলো । ধন্যবাদ ।

৮| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৩

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ছবি বিষয়ক পোস্ট গুলো ভাল লাগে সবসময়
দারুণ কিছু ক্লিক।

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৯

হাসান রাজু বলেছেন: আমারও ফটো ব্লগ ভাল লাগে । অশেষ ধন্যবাদ ।

৯| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:০১

রমিত বলেছেন: সুন্দর!!!!!

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:০১

হাসান রাজু বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ ।

১০| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:১৯

নুর ইসলাম রফিক বলেছেন: ক্যাপশন ছবি দুটুই ভালো লাগার।
না ভালো লেগে যাবে কোথায়?
অনেক ভাল লাগলো।
মনটা খুব ছুটে যেতে চায় আপনার ছবির দেশে।

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:০২

হাসান রাজু বলেছেন: অশেষ ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

আসুন হবিগঞ্জ ঘুরে যান । ভাল লাগবেই ।

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:১৫

হাসান রাজু বলেছেন: নিমন্ত্রন্ন রইলো আমার বাড়ি, নিমন্ত্রন্ন রইলো তোমার ।
ফিরতি পথে এসো তুমি, ঠিকানা আমার পথের ধুলি . . . . .

১১| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৩

ক্থার্ক্থা বলেছেন: আমারও একবার পুরো সিলেট গুরে দেখার ইচ্ছে আছে ।

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:০৮

হাসান রাজু বলেছেন: আপনার ইচ্ছে পূরণ হোক । অবশ্যই বর্ষায় ঘুরবেন । চা বাগান, পাহাড়, নদী সব কিছুই তখন সজীব থাকে । আর -

নিমন্ত্রন্ন রইলো আমার বাড়ি, নিমন্ত্রন্ন রইলো তোমার ।
ফিরতি পথে এসো তুমি, ঠিকানা আমার পথের ধুলি . . . . .

১২| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার ছবি পোস্ট।+++

০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

হাসান রাজু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।

১৩| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৯:৪৬

প্রামানিক বলেছেন: চমৎকার ছবি। ধন্যবাদ

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১২:৩০

হাসান রাজু বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ।

১৪| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৯:৫২

বেসিক আলী বলেছেন: ন্যাংটা হয়ে কলাগাছের ভেলায় (বৃষ্টিতে) ভেসে বেড়ানো ......... ওহ্ সেইরাম :P :P হায় শৈশব :(

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১২:৩৩

হাসান রাজু বলেছেন: আমিও একবার চেষ্টা করেছিলাম । ছোট ২/৩ টা কলাগাছের ভেলা আমার ভার নিতে পারতো না । কত কসরত করেইনা চালাতে হয়েছিল । মন্তব্যের জন্য ধন্যবাদ ।

১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১২:৩৬

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর পোস্ট।
ছবির সাথে আরও কিছু কথা জুড়ে দেয়া যেত। আরও উপভোগ্য হতো তাহলে
=p~

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১:৪৪

হাসান রাজু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য । কি বলব ভাই, কি যে লেখা যায় সেটাই তো খুজে পাই না ।

১৬| ০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৯

নীলসাধু বলেছেন: বেশ ভাল লাগল ছবি পোষ্ট। মুগ্ধতা রেখে গেলাম। ভালো থাকবেন ভাইসাব।

০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৯

হাসান রাজু বলেছেন: সত্যি ভাল লাগলো আপনার মন্তব্য পড়ে । আপনি ও আপনারা সবাই ভাল থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.