নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোয়াই পাড়ের রাজু ।

হাসান রাজু

ডুব দিয়ে দিয়ে স্বপ্ন তুলে আনি ।

হাসান রাজু › বিস্তারিত পোস্টঃ

ফটো, ছবি ব্লগ । - ৩

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১:২৭



সিলেটে একে বলে “পিচ্ছন্ডি ফল” পাকলে কাল হয় খাওয়া যায় ।


প্রতীক্ষা । শিকারের।


ফড়িং ।


মহিষ । জবাই করার পর মাংস গরুর ।


পাহাড় কেটে রাস্তা ।


দুটি পাতা একটি কুড়ি ।


পাহাড়ের গায়ে আগছা ।


লেবু। শরবত আহা প্রশান্তি ।


কালি মন্দির ।


মন্দিরের চূড়ায় শিবের হাত ।


অপরাজিতা ।


পান গাছ। পানের আগায় মরিচ বাঁটা । ইস্পিরিঙ্গে চাবি আঠা । (মানে কি?)


পিঁপড়ে । একটা কামড় !


বেঁড়ে উঠছে আঙুর গাছ। জৈব মেশাও মাটির শক্তি বাড়াও ।


মাকড়শার জাল ।


আমার স্কুলের বন্ধুরা । আমার স্কুল ক্যাম্পাস ।


স্কুলের বারান্দায় ইফতার ।


আসছে নতুনরা । সুন্দর স্কুল হয়ত রেখেছি, সুন্দর পৃথিবী কি রেখে যেতে পাড়ছি ?

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৩:২৮

এম এম করিম বলেছেন: চমৎকার।

০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১০:২৯

হাসান রাজু বলেছেন: ধন্যবাদ ।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৫ ভোর ৬:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চমৎকার পোষ্ট
ভালোলাগা
স্কুলের বারান্দায় ইফতার-মধুর স্মৃতি

০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৫

হাসান রাজু বলেছেন: আসলেই মধুর । স্কুল ছেড়েছি ২০ বছর, ওই দিনটায় কি যে ভাললাগে বলে বোঝা যায় না ।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৯:২৬

ঢাকাবাসী বলেছেন: ভাল পোস্ট।

০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৮

হাসান রাজু বলেছেন: অনেক ধন্যবাদ ।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৯

সুমন কর বলেছেন: মহিষের ছবিটি আগে একবার দিয়েছিলেন !!

প্রথমদিকের কিছু মোটামুটি কিন্তু শেষেরগুলো ভাল হয়েছে।

০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৪

হাসান রাজু বলেছেন: ধন্যবাদ । আসলেই তাই । আবারো ধন্যবাদ।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১:০৬

মনিরা সুলতানা বলেছেন: অপরাজিতা কে সবচাইতে সুন্দর লাগলো ।
চমৎকার ছবি ব্লগ ।

০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৫

হাসান রাজু বলেছেন: অশেষ ধন্যবাদ ভালো লাগার জন্য।

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার বাড়ি কি সিলেট বিভাগে নাকি??

০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৭

হাসান রাজু বলেছেন: হ্যাঁ ভাই, হবিগঞ্জে। ধন্যবাদ আপনাকে ।

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৭

ভিটামিন সি বলেছেন: পয়লা ছবিডা কিন্তু কষ্টি গুডার। মোটা কঞ্চি কাইট্যা কঞ্চির পিছন দিয়া একটা গুডা ঢুকায়া আরেকটা চিকন কঞ্চি দিয়া ধাক্কা দিয়া পরে আরেকটা গুডা ঢুকায়া ওই চিকন কঞ্চি দিয়া আবার ধাক্কা দিলে ফট্টাস শব্দ কইরা বাইর হইয়া যাইতো আর কারো গায়ে মারলে তো ব্যাথায় অস্থির হয়ে যেতো। ছুডুকালে নানাবাড়ি গেলে খেলাইতাম।

০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৫

হাসান রাজু বলেছেন: সিলেটি ভাষায় ওই অস্ত্রটির নাম "ফট্টাং" । ওই কষ্টি গুডার কালে সারাদিনই পকেটে কষ্টি গুডা আর ফট্টাং নিয়ে ঘুরতাম । প্যান্ট আর সার্টে থাকত কষের দাগ । আর ওই ফট্টাস শব্দের পর মুখে যে হালকা ধোঁয়া দেখা যেত সেটার পরিমাণ দেখিয়ে বন্ধুদের কাছে বাহাদুরির বাহবা নিজেই সেরে নিতাম ।
কি মনে করায়ে দিলেন ভাই । ধন্যবাদ আপনাকে অনেক অনেক ।

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারন, মন জুড়িয়ে গেলরে ভাই --------

০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৯

হাসান রাজু বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ । আপনার মন্তব্য পড়ে ভাল লাগলো ।

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৮

সুফিয়া বলেছেন: খুব ভাল লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫০

হাসান রাজু বলেছেন: আপনার ভাল লেগেছে । এটাই বড় কথা । ধন্যবাদ ।

১০| ০৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

শতদ্রু একটি নদী... বলেছেন: ছবিগুলো সুন্দর। টূকরো কথাগুলোও ভাল্লাগছে।

০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:১১

হাসান রাজু বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ ।

১১| ০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০১

প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল ছবিগুলো। শুভেচ্ছা রইল।

০৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

হাসান রাজু বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা । আপনার পোস্টটিও ভাল ও সুন্দর ছিল ।

১২| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৫

তুষার কাব্য বলেছেন: দারুন সব ছবির সমাহার ।

শুভেচ্ছা ।

০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১১

হাসান রাজু বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ।

১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:

ইফতারের ছবিতে বাচ্ছাটি; সে এতগুলো কিভাবে খাবে?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০০

হাসান রাজু বলেছেন: এতো তো খায়নি । অপচয় হয়েছে । সত্যি কথা আমি নিজেও নষ্ট করেছি । আসলে আয়োজন ব্যাপারটার সাথে অপচয় শব্দটা একাকার হয়ে গেছে । আমাদের আরও একটু সতর্ক থাকা উচিৎ ছিল । কিন্তু কেন জানি ওই সময় এই বোধটা লোপ পায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.