নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোয়াই পাড়ের রাজু ।

হাসান রাজু

ডুব দিয়ে দিয়ে স্বপ্ন তুলে আনি ।

হাসান রাজু › বিস্তারিত পোস্টঃ

একান্তই ফটো (ফটো ব্লগ), লেখার মত কিছুই নাই।

১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৪

একটু ঘুরতে গেছিলাম । রায়পুরা, নরসিংদী মেঘনা পাড়ের একটা গ্রামে । সেখানকার ছবি ।




ফড়িং ভাই , ফড়িং ভাই
একটু দাড়াও ।
তোমার সাথে উড়বো আমি ।
আমায় নিয়ে যাও ।


বায়না শুনে এই দুই ফড়িং রাজি হয়ে ছিলো । তারপর কিছুক্ষণ উড়োউড়ির পর আমি ক্লান্ত হয়ে ফিরে এলাম ।






এই পাখিটা আমায় অনেক অনুরোধ করেছে তার সঙ্গেও যেন একটু ঘুরে বেড়াই । কঠিনভাবে মানা করে দিয়েছি – বলেছি অসুন্দর কাল পাখিদের সাথে কোন কথা নাই। (বর্ণ বৈষম্যের শিকার) । তাই এতো মন খারাপ করে বসে আছে ।


অনেক ডেকেছি - একটু ঘুরে পোজ দাও, ভালো একটা ছবি তুলে দিই । এতো লাজুক যে .........






দীর্ঘ দিনের অভিজ্ঞতা স্কাই ডাইভিং এ । এখন ট্রেইনার । ডিস্কভেরি চ্যানেলে একটা প্রগ্রামের কথা বললে, হুটহাট কয়টা স্কাই ডাইভিং এর কসরত দেখিয়ে দিলো । সবাই ফেইমের পাগল !




যারে যা পাখি, ভাইঙ্গা যা খাঁচা
যারে যা পাখি, যা যা .........


আমি ভাসব যে জলে, তোমায় ভাসাব সে জলে,
ডুবব যে জলে, তোমায় ডোবাব সে জলে!


ও বৃক্ষ তোমার নাম কি? তুমি একা এখানে কি করো ?


হারিয়ে যেতে নেই মানা, তাই হারিয়ে যাচ্ছে পাল তোলা নৌকা।






যেই মুখ গুলো ক্ষণিকের জন্য খুব কাছে ছিল, আর হয়তো কখনোই দেখা হবে না।

মন্তব্য ৩৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২২

চ্যাং বলেছেন: চুন্দর!! চুন্দর!!

১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৫

হাসান রাজু বলেছেন: চ্যাংকিউ ! চ্যাংকিউ ! চ্যাংকিউ !

২| ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: কিছু অসাধারণ সুন্দর গ্রামীন ছবি, ছবিই কথা বলে, কিছু লেখার দরকার নাই।

১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৭

হাসান রাজু বলেছেন: আপনার ভালো লেগেছে, সেটাই বড় কথা । এরপর আর কিছুরই দরকার নাই?

৩| ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৫

মানবী বলেছেন: বাহ্! চমৎকার আপনার দেখার চোখ!
উব ভালো লেগেছে ছবিগুলো, অনেক ধন্যবাদ।

১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪১

হাসান রাজু বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ এমন সুন্দর মন্তব্যের জন্য ।

৪| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৭

মানুষ বলেছেন: সুন্দর!

১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৬

হাসান রাজু বলেছেন: ধন্যবাদ । অসংখ্য ধন্যবাদ ।

৫| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৬

খোলা মনের কথা বলেছেন: অসাধারণ আর মনরোম ছবি দেখে খুব ভাল লাগল। কিছু সময় ভাল লাগনোর জন্য অসংখ্য ধন্যবাদ।

১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০০

হাসান রাজু বলেছেন: আপনি খোলা মনে বলছেন, তাই এতো সুন্দর বলেছেন। খোলা মনের মানুষরা এমনিতেই খুব অল্পতেই তুষ্ট থাকেন । তাই এই নগন্য কয়টা ছবি ই আপনাকে ভালো লাগিয়েছে । ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য । ধন্যবাদ ।

৬| ১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

সুমন কর বলেছেন: একটু গ্যাপ-ক্যাপশন-লেখা দিলে আরো ভালো হতো। !:#P


সুন্দর।

১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৬

হাসান রাজু বলেছেন: আসলে ক্যাপশনে কি লিখবো, খুঁজে পাই না । তবুও দু-একটা চেষ্টা করে দেখি । সুন্দর সাজেশনের জন্য অনেক ধন্যবাদ ।

৭| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৬

কামরুন নাহার বীথি বলেছেন: কিছু অসাধারণ উপহার দিলেন!!
অনেক অনেক শুভেচ্ছা!!

১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৭

হাসান রাজু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

৮| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫১

আজিজুল হক আকাশ বলেছেন: অনেক ভাল লাগলো... অসাধারন কিছু ছবি।

১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৮

হাসান রাজু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা রইলো ।

৯| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৮

গরু গুরু বলেছেন: সুন্দর ছবি। আপনার ছবি তোলার হাততো ভাই অসাধারন

১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫০

হাসান রাজু বলেছেন: ওইটা একটা ভালো ক্যামেরা হাতে লেগেছিলো তাই । ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

১০| ১১ ই অক্টোবর, ২০১৫ ভোর ৪:০৯

স্টেনটোরিয়ান বলেছেন: কি ক্যামেরা এবং লেন্স ব্যবহার করেছেন বলবেন কি?

১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৩

হাসান রাজু বলেছেন: canon rebel t3i, 75-300mm lens
অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন ।

১১| ১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ক্লিক ক্লিক ছবি তুলো
ফড়িং আর পাখি;
মুগ্ধ নয়নে আমি
বারবার দেখি।

নাও আছে,মাঝি আছে
সাথে আছে পিচ্চি;
সবগুলো মনোহরা
বলি আমি সাচ্চি।

ধান ক্ষেত,পাখি উড়ে
সাথে আছে গরুটা;
ডুবো গলা জলে ভাসে
কি মজার থিমটা।

পরিশেষে বলি আমি
সবি মাষ্টারপিস;
দু'বার দেখে দুবারই দিলুম
হাতে তালি মুখে শীষ।

১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৯

হাসান রাজু বলেছেন: ভাই, এইডা কি হইলো ? আমি টাস্কিত ।
আমি কি ক্যাপশন দিমু ভাইবা পাইনা । আর আপনি এইডা কি করলেন? ক্যামনে?
কিছুই বাদ পরে নাই, ভাই ! ক্যামনে? ক্যামনে? ক্যামনে? ক্যামনে? ক্যামনে?
ক্যামনে? ক্যামনে? ক্যামনে? ক্যামনে?

**** আপনারে কোন ধন্যবাদ না, শুভেচ্ছা ও না । আগে দেখি হজম করতে পারতাছি কি না ।
আপনার এই মন্তব্য ভুলতে পারুম না ।

১২| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০০

সুমন কর বলেছেন: এবার লাইক দিলাম। !:#P

১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১০

হাসান রাজু বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

১৩| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৫

রিকি বলেছেন: সুন্দর হয়েছে ছবিগুলো :) :)

১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৫

হাসান রাজু বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন ।

১৪| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৩

রুদ্র জাহেদ বলেছেন: বেশ ভালো লাগল।সুন্দর

১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৬

হাসান রাজু বলেছেন: আপনার ভালো লেগেছে সেটাই বড় কথা । ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।

১৫| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫১

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৪

হাসান রাজু বলেছেন: আপনার মন্তব্য ও ভালো লাগলো, ধন্যবাদ এমন সুন্দর মন্তব্যের জন্য ।

১৬| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন:



চমৎকার যতসব ছবি। ধন্যবাদ।

ভালো থাকবেন নিরন্তর।

১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৫

হাসান রাজু বলেছেন: ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন ।

১৭| ১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

প্রামানিক বলেছেন: দারুণ ছবি ধন্যবাদ

১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১০

হাসান রাজু বলেছেন: প্রামাণিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পোষ্টেও মন্তব্য করার জন্য। অনেক ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.