নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোয়াই পাড়ের রাজু ।

হাসান রাজু

ডুব দিয়ে দিয়ে স্বপ্ন তুলে আনি ।

হাসান রাজু › বিস্তারিত পোস্টঃ

ছবিব্লগ - লাউয়াছড়া বন, সুনছড়া লেক ...

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৫২

বেড়াতে গিয়ে কিছু ছবি তুলে এনেছি । শেয়ার করলাম ....

ভোরের চা বাগান ।



লাউয়াছড়া বনের বুক চিড়ে শান্ত পিচ ঢালা রাস্তা ।



দৃষ্টির সীমানায় বেঁকে যাওয়া ঝিকঝিক রেল পথ ।



দলছুট ।



ভাগ্যক্রমে দেখা পাওয়া - " এরা উল্লুক "



ইনি সম্ভবত ফেয়ার এন্ড লাভলি ব্যাবহার করেন।



ছবি তুলে দিব । বলতেই সুন্দর একটা পোজ দিয়ে দিল । ক্লিক ...



কারো বাড়ির আঙিনায় ফুটে ছিল ।




লাউয়াছড়া বনের ভিতরে বাঁশবন ।



সিলেটে একে ছড়া বলে । পাহাড় বেঁয়ে নেমে আসা জলধারা । শীতে এমন
শুকিয়ে যায় । তবে কখনোই উপচে পড়া পানি থাকে না ।



রাস্তার পাশে প্রতিমা । চা বাগানে প্রায়ই বড় গাছের নিচে এমন দেব দেবির মূর্তি
চোখে পড়ে ।




মাধবপুর লেকের মতই 'শুনছড়া' চা বাগানের মধ্যে অপরুপ একটা লেক ।
সন্ধ্যাকালিন সময়ের কয়টা ছবি ।











মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:১২

রাফা বলেছেন: আমাদের দেশটা আসলেই অনেক সুন্দর।
কি প্রাকৃতিক ,কি জীব বৈচিত্র।

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:২৪

হাসান রাজু বলেছেন: আসলেই তাই । ধন্যবাদ এত্তো সুন্দর মন্তব্যের জন্য ।

২| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৪

ফেরদৌসা রুহী বলেছেন: চেনা জায়গাগুলি দেখে খুব ভাল লেগেছে।

২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২০

হাসান রাজু বলেছেন: ধন্যবাদ । আপনার ভালো লাগার কারন হতে পেরেছি তাই ।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ফেয়ার এন্ড লাভলি এর ব্রান্ড এম্বাসেডর হিসাবে সে রকম মানাইছে। ছবি গুলো কি মুপাই ক্যামেরা দিয়া তুলা? ক্যামেরা রেজুলেশন ভালো হলে ছবি গুলোর ইমেজ কোয়ালিটি ভাল হতো। বিষয় নির্বাচন খুবই ভাল হয়েছে।

লাউয়াছড়া জায়গাটা কত সুন্দর সেটা সেখানে না গেলে বোঝার কোন উপায় নাই। মাধব পুর লেকে গিয়াছিলাম ডিপার্টমেন্ট থেকে পিকনিকে। লাউয়াছড়ায় নামা হয় নাই কখনও; তবে বিশ্ববিদ্যালয় জীবনের পুরো ৭ বছর ট্রেনে করে যাতায়তের কারণে বনে ভিতর দিয়ে যাওয়া হয়েছে।


ছবি গুলোর জন্য ধন্যবাদ।

২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩

হাসান রাজু বলেছেন: ধন্যবাদ সময় করে ছবিগুলো দেখার জন্য। আর এত সুন্দর করে মন্তব্য করার জন্য ।

আসলে ক্যামেরা ভালই ছিল । কিন্তু আমি ফটোগ্রাফার হিসেবে বেশি আনাড়ি , তাই ছবিগুলো এমন । এখানে অবশ্য কয়টা ছবি আছে মোবাইলে তোলা ।

হ্যাঁ । লাউয়াছড়া অনেক সুন্দর, তবে একটু ভিতরে যেতে পাড়লে, আশেপাশে ঘুরে বেড়াতে পাড়লে । সাধারণত যারা বেড়াতে যায় তারা ঐ রেল লাইন পর্যন্ত গিয়ে ই ফেরত আসে ।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন: চমৎকার ছবি

২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৪

হাসান রাজু বলেছেন: ধন্যবাদ । অনেক ধন্যবাদ, আপনাকে ।

৫| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৪

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস :)

২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫

হাসান রাজু বলেছেন: ধন্যবাদ, আপনাকে ।

৬| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৯

মনিরা সুলতানা বলেছেন: কি সুন্দর সব জায়গা ,চমৎকার সব ছবি
অনেক ভাল লেগেছে :)

২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪

হাসান রাজু বলেছেন: এত্তো সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৭| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০২

কথাকাহন বলেছেন: সুন্দর ছবির সাথে আনন্দদায়ক শিরোনাম, ধন্যবাদ।

২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮

হাসান রাজু বলেছেন: বুঝা যাচ্ছে সময় নিয়ে পড়েছেন, দেখেছেন । অশেষ ধন্যবাদ আপনাকে ।

৮| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছবিগুলো অনেক সুন্দর।

প্রতিটি ছবিতেই ভালো লাগা। +

২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১

হাসান রাজু বলেছেন: অসংখ্য ধন্যবাদ । আপনার মন্তব্য পেয়ে ও খুব ভালো লেগেছে । ভালো থাকবেন ।

৯| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪২

সুমন কর বলেছেন: সুন্দর সব ছবি। + ।

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৮

হাসান রাজু বলেছেন: খুবই ভাল লাগলো । ভাল থাকবেন । অশেষ ধন্যবাদ রইল ।

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০২

কল্লোল পথিক বলেছেন: চমৎকার ছবি ব্লগ।

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬

হাসান রাজু বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

দুষ্টু মেয়ের মিষ্টি হাসি বলেছেন: ছবি গুলি খুব সুন্দর, আমি কি নিতে পারি। মিউ মিউ মিউ

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০

হাসান রাজু বলেছেন: ধন্যবাদ । এতো সুন্দর করে মন্তব্য করার জন্য । হ্যাঁ নিতে পারেন তো :-B

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৬

প্রামানিক বলেছেন: চমৎকার ছবি। ধন্যবাদ

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২

হাসান রাজু বলেছেন: ভাইজান, আপনার অপেক্ষায় ছিলাম তো । খুবই ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে । ধন্যবাদ ।

১৩| ১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: অনেক অনেক ভালোলাগা জানিয়ে গেলাম

১২ ই জুলাই, ২০১৬ রাত ১২:০০

হাসান রাজু বলেছেন: খুব ভালো লাগলো । এতদিন আগের পোস্টে মন্তব্য দেখে । অনেক অনেক ধন্যবাদ ।
রেলপথ ধরে চলতে চলতে আমার জেলায় এসে গেছেন । স্বাগতম আপনাকে । তারপর দীর্ঘ বিরতি । জানি এরমধ্যে কতশত মেইল দূরের কাশ্মীর উপহার দিয়েছেন এই ব্লগে । ক্লান্ত আপনার ক্লন্তি দূর হলে আবার ফিরবেন রেল পথে । অশেষ দোয়া আর শুভ কামনা রইল ।

১৪| ১০ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০১

সাদা মনের মানুষ বলেছেন:

১২ ই জুলাই, ২০১৬ রাত ১২:০২

হাসান রাজু বলেছেন: গরমের দিনে পিপাসা বাড়িয়ে দিলেন । অশেষ ধন্যবাদ ।

১৫| ১২ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: রেল পথে উপযুক্ত সঙ্গীর অভাব বোধ করছি, তাই আপাতত পথ চলা বন্ধ আছে

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১২:২১

হাসান রাজু বলেছেন: সঙ্গি হতে চাই । ধন্য হব । চলেন প্লেন করি । [email protected]

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অসাধারণ কিছু ছবি ক্যামেরাবন্দী করেছেন।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪০

হাসান রাজু বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.