নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতীয় সংস্করণ
মূল কোরিয়ান মুভি
পত্রিকায় দেখলাম ভারতের আপকামিং সিনেমা Rocky Handsome কোরিয়ান মুভি The Man from Nowhere এর রিমেক ভার্সন। তাই মূল সিনেমা The Man from Nowhere টা দেখে নিলাম । এর আগেও বলিউডে এমন অনেক কোরিয়ান মুভি রিমেক হয়েছে । যেমন , Chaser থেকে হয়েছে Murder 2 , Awaarapan হয়েছে A Bittersweet Life থেকে, Ugly Pagli হয়েছে My Sassy girl থেকে, Oldboy থেকে Zinda । এর বেশির ভাগ সিনেমাতেই ভারতীয় মসলা মেশাতে গিয়ে কাহিনী নষ্ট করে ফেলেছে । নয়তো বাজে মেকিং অসাধারণ কোন কোরিয়ান সিনেমার রিমেকটাকে একেবারে যা-তা বানিয়ে দিয়েছে।
এক কথায় বলিউড ঠিক কোরিয়ান সিনেমার রিমেক করার কায়দা টা জানেনা । নয়তো কোরিয়ান সিনেমার রিমেক অসম্ভব । এ জন্য বলছি কারন হলিউডে ও কোরিয়ান সিনেমার রিমেক হয় কিন্তু কেমন জানি মনে হয় , হয়নি ... হয়নি.... কোরিয়ানটার মত হয়নি । old boy, dark water(জাপানি মুভি), ringu/ring(জাপানি মুভি) My Sassy Girl সিনেমাগুলো হলিউড ভার্সন দেখলে বুঝা যাবে ।
যাক , Rocky Handsome ট্রেলার দেখে মনে হল- হুবহু কপি/রিমেক করা হয়েছে । হয়ত ভারতীয় মসলা মেশালে বিস্বাদ লাগে এই অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন নির্মাতা (যদিও গান আর নাচ ভারতীয়রা সিনেমা থেকে বাদ দিতে পারবেনা কখনো)। দেখা যাক কত দূর সফল হয় এই সিনেমা । আমি কোরিয়ান সিনেমার ভক্ত । তাই হয়ত কখনো ভালো হলেও ধরা পরবেনা ।
চলুন ট্রেলার দেখিঃ
The Man from Nowhere -
Rocky Handsome -
১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৪
হাসান রাজু বলেছেন: Hong So-hee ( may be)
২| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:২১
ঐন্দ্রিলা নিশাত বলেছেন: আব্রাহাম
১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৪
হাসান রাজু বলেছেন: Won Bin
৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩১
প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।
১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৬
হাসান রাজু বলেছেন: আপনাকে ও অশেষ ধন্যবাদ ।
৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪০
উদাসী স্বপ্ন বলেছেন: ২০০৯ এর পর হিন্দি কিছুই দেখা হয় না। তবে দ্যা ম্যান ফ্রম নোহয়ার দেখেছি। অসাম ছিলো
০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৭
হাসান রাজু বলেছেন: কোরিয়ানরা যত্ন নিয়ে মাথা খাটিয়ে সিনেমা বানায়।
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৮
ইমরাজ কবির মুন বলেছেন:
Shruti Hassan