নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোয়াই পাড়ের রাজু ।

হাসান রাজু

ডুব দিয়ে দিয়ে স্বপ্ন তুলে আনি ।

হাসান রাজু › বিস্তারিত পোস্টঃ

ছাদোগ্রাফি [ছবি ব্লগ]

১২ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩১

আমার ছাদে বাস করে কারা, মন জানো না । আমার ছাদে বাস করে ......








ক্ষণিকের অতিথি । এতো চঞ্চল যে, দ্বিতীয় ক্লিকের সুযোগ দিবেনা বাঘা কোন ফটোগ্রাফারকেও, আর আমিতো...... ।
















আসিতেছে , ফুল আর কাঁটা .......






যৌবনে যে, পরম মমতায় সেঁটে ছিল আমার পা জুড়ে । ঝড়-বৃষ্টি, কাদা-মাটি, ধুলো-ময়লায় রক্ষক হয়ে ভালোবেসে কাছে ছিল সবসময় । আজ জীবনের পড়ন্ত বিকেলে ঠাই হয়েছে ছাদে । হায় অবহেলা ......



মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৫৮

সুমন কর বলেছেন: জুতো'র ছবি ২টি না দিলে পারতেন। বাকিগুলোর সাথে যায় না।

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৫

হাসান রাজু বলেছেন: আপনার মন্তব্য হয়তো ঠিক । আমি চেয়েছি আমার ছাদের যত্নে অযত্নে বেড়ে উঠা, টিকে থাকা অনেক কিছুর ছবি শেয়ার করা মাত্র । জুতো জুড়া ও তাই এখানে ঠাই পেয়ে গেছে ।
অসংখ্য ধন্যবাদ আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য ।

২| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ১০:০৬

রানা আমান বলেছেন: সবগুলো ছবিই খুব সুন্দর হয়েছে ।

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৮

হাসান রাজু বলেছেন: সে তো আপনার সুন্দরকরে দেখার ক্ষমতার কারনে । অশেষ ধন্যবাদ আপনাকে ।

৩| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৫

নাবিক সিনবাদ বলেছেন: ছাদোগ্রাফি ভালো লাগলো :)

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১২:১০

হাসান রাজু বলেছেন: আপনার মন্তব্য পড়ে আরও বেশি ভালো লাগলো । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

৪| ১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২৬

ক্লে ডল বলেছেন: ভালো লাগল।

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১২:১১

হাসান রাজু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

৫| ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ লেগেছে। ++

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১২:১৪

হাসান রাজু বলেছেন: আপনার মন্তব্য পড়েও অনেক ভালো লাগলো । ধন্যবাদ + + + + +

৬| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ২:৫৪

মাদিহা মৌ বলেছেন: ভালো লেগেছে …

১৩ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫৬

হাসান রাজু বলেছেন: ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আপনাকে ।

৭| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৮:২২

জুন বলেছেন: সাজানো গোছানো বাগানের চেয়ে এমন বুনো বাগানই আমার পছন্দ। সাথে পাখ পাখালী থাকলে আর কি চাই। অনেক ভালোলাগলো।
জুতোর ছবিগুলো কি অর্থ বহন করছে ছাদ বাগানের সাথে বুঝতে অক্ষম।

১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০১

হাসান রাজু বলেছেন: অশেষ ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য । আরো ভালো লাগলো এই অযত্নে বেড়ে উঠা বাগানটি আপনার পছন্দ হয়েছে বলে ।

আসলে আমার ছাদে অযত্নে অবহেলায় পড়ে থাকা অনেক লতাপাতা আগাছার মত এই নির্জীব জুতো জোড়া ও আছে। আসলে আমার ছাদে আবাস যাদের তাদের মধ্যে এই ছবিটা প্রাণহীন বলে হয়তো বেখাপ্পা লাগছে ।

৮| ১৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০০

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল । শুভ কামনা ।

০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৯

হাসান রাজু বলেছেন: আপনার প্রতিও শুভ কামনা রইল । ভালো থাকবেন । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.