নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভুটান ঘুরে যখন ছবি তুলছিলাম । আর ভাবছিলাম ফিরে গিয়ে ব্লগে লিখবো । এসে দেখি, কি লিখব খুজে পাচ্ছি না ! কোথা থেকে শুরু করব ? কি করব ? তাই লিখা হচ্ছেনা, ব্লগে দেয়াও হচ্ছে না ।
অবশেষে বুঝলাম এতো লিখে কাজ নাই । ছবি ব্লগের জয় হোক । আশা করি পরে গুছিয়ে লিখতে পারলে ব্লগে লিখবো আপাতত ছবি ....
ঈগল চোখে ভুটানের বসতি ।
পারো এয়ারপোর্টে নামতে নামতেই চোখে পড়বে নদীর পাড় ঘেঁষা এই তারকা হোটেলটি ।
Tamchog Lhakhang Dzong bridg বা Iron Chain Bridge পারো থেকে থিম্পু যেতে যেতে সুন্দর এই ব্রিজ আর উপাসনালয় চোখে পড়বে ।
এমন ছোট ছোট ঝর্না পুরো ভুটানের রাস্তাময় ছড়িয়ে আছে ।
হিমশীতল পানি আর ভয়ানক সুন্দর স্রোত । চোখ জুড়িয়ে যাবে ।
বিকেলে থিম্পু শহরের সাথে পাহাড় আর সূর্যের লুকোচুরি খেলা ।
বিকেলে । অবসরে ।
এমন তোরন / গেইট প্রায়ই স্বাগত জানাবে ।
পুনাখা জং Punakha Dzong থেকে তোলা একটা বাড়ি / প্রতিষ্ঠানের ছবি ।
পাথুরে নদী ।
সুনিপুন ভাবে নদীর তীরে পাহাড়কেটে এভাবেই চাষের জমি তৈরি করে চলছে চাষাবাদ । সমতল ভুমি নাই বললেই চলে ।
রাস্তার আশেপাশে কখনো বা রাস্তার উপরেই এমন মন্দির অহরহ দেখা মিলবে ।
Dochula Pass দো – চুলা পাস। ছবিতে এর সৌন্দর্য বর্ণনা করা যাবে না ।
Dochula Pass দো – চুলা পাসের পাশেই একটা উপাসনালয় ।
Dochula Pass দো – চুলা পাসের স্তম্বগুলোতে বৌদ্ধের ছবি ।
খুব শীঘ্রই আরও ছবি আপলোড করবো ইনশাআল্লাহ্। যেমনটি বলেছিলাম পরবর্তী পোস্টে আরও বিবরণ সহ দিতে চেষ্টা করবো
১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৪
হাসান রাজু বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন ।
২| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১০
প্রণব দেবনাথ বলেছেন: বাহ সুন্দর ।
১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৬
হাসান রাজু বলেছেন: ভালো লাগলো । ধন্যবাদ ।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৬
অন্তু নীল বলেছেন:
বাহ, কি সুন্দর ছবি।
আরো ছবির অপেক্ষায় রইলাম।
১৪ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪১
হাসান রাজু বলেছেন: ইনশাআল্লাহ্ খুব তারাতারি ফিরব। বাকি ছবি নিয়ে ।
৪| ১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৩
সামিউল ইসলাম বাবু বলেছেন:
১৪ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৪
হাসান রাজু বলেছেন:
ধন্যবাদ ।
৫| ১৪ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৮
ভ্রমরের ডানা বলেছেন:
ভুটান যাইবার সাধ জাগিল!
১৪ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
হাসান রাজু বলেছেন: অবশ্যই যাবেন । দোয়া করি ।
ভুটান গেলে অন্তত বুঝবেন, ভালো হইতে আসলেই পয়সা লাগে না । আমাদের কাছেরই একটা দেশ । অর্থনৈতিক ভাবে মোটেও শক্তিশালী নয় । আমাদের থেকে বেশ খারাপই বলা যায় । কিন্তু, কত সভ্য, সুন্দর আর ভালো একটা জাতি । ওদের শহর গুলোতে আধাঘণ্টা হাঠলেই বুঝা যায় ।
৬| ১৪ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৩
সাদা মনের মানুষ বলেছেন: অনেক চমৎকার একটি দেশ, যেদিকে তাকানো যায় ছবির মতোই সুন্দর....ভালোলাগা জানিয়ে গেলাম।
১৪ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
হাসান রাজু বলেছেন: আপনার ব্লগ পরে আগেই জেনেছিলাম । এবার ঘুরে এসে তারই সাক্ষী দিচ্ছি । ওখানকার মানুষ গুলোও প্রকৃতির মত সুন্দর ।
ধন্যবাদ ।
৭| ১৪ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৭
সাদা মনের মানুষ বলেছেন:
১৪ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
হাসান রাজু বলেছেন: অহ, চা ! অসাধারণ । সত্যিই চা খেতে (পান) ইচ্ছে করছে । অবশ্য এখন সন্ধ্যা বলে হয়তো ইচ্ছের মাত্রাটা বেশি। অশেষ ধন্যবাদ ।
৮| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:১৮
সুমন কর বলেছেন: সুন্দর সব ছবি.....
১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:২১
হাসান রাজু বলেছেন: এর চেয়েও সুন্দর আপনাদের সব মন্তব্য । অনেক অনেক ধন্যবাদ ।
৯| ১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৬
দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার পোষ্ট ,প্রিয়তে নিলাম । ভাল থাকুন সব সময় ।
১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৪
হাসান রাজু বলেছেন: অনেক অনেক ভালোলাগা জানাচ্ছি । ধন্যবাদ । আপনিও ভালো থাকবেন ।
১০| ২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ছবির রেজুলেশন আর সাইজ আরেকটু বড় হলে আরও সুন্দর হত, ধন্যবাদ ছবিগুলো শেয়ার করার জন্য। ভাল থাকুন সবসময়।
০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৩
হাসান রাজু বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।
এই একটা সমস্যা আমি ফেস করছি । আরও দশজনের মত আমার দেয়া ছবিগুলো বড় দেখায় না কেন । কি করব ? ভুলটা কোথায় হচ্ছে । সাহায্য করবেন ।
দুঃখিত , এতো দেরীতে রিপ্লাই করায় । ( সামু নোটিফিকেশন !!! রহস্যময় সংখ্যা দেখায়।)
১১| ০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৮
বাকি বিল্লাহ বলেছেন: শুরুটা এভাবে করেন, কিভাবে গেলেন, কি খেলেন, সকাল থেকে সন্ধ্যা কি করলেন...। তবুও লিখেন।
০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
হাসান রাজু বলেছেন: ভাই, আসলেই আমি অলস । লিখব লিখব করে দিন কাঠিয়ে দিচ্ছি । তবে আপনার মন্তব্য আমাকে পথ দেখাচ্ছে । ইনশাল্লাহ লিখতে শুরু করবো ।
অশেষ ধন্যবাদ । ভালো থাকবেন ।
১২| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১০
কামরুন নাহার বীথি বলেছেন:
চমৎকার ছবিব্লগ!! সাথে বর্ণনাও অসাধারণ!!
১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৭
হাসান রাজু বলেছেন: ধন্যবাদ অনেক ভালো থাকবেন ।
১৩| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২০
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর ছবিগুলো, শেয়ার করার জন্য ধন্যবাদ।
সাথে কিছু লেখা থাকলে অবশ্যই আরো ভাল হতো। কিন্তু না পারলে কী আর করা! এতেই সন্তুষ্ট।
পোস্টে ভাল লাগা + +
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৫
হাসান রাজু বলেছেন: হা হা হা ..... না অতটা অলস নই । দুইটা পোস্ট ছিল বর্ণনা সহ । শেয়ার করলাম। ভালো থাকবেন। (প্রতি উত্তর দিতে দেরি করে ফেললাম। দুঃখিত)
ঝকঝকে ছবি আর চকচকে ভুটান । (ফাখানি গফর ব্লগ)
ঝকঝকে ছবি আর চকচকে ভুটান । (ফাখানি গফর ব্লগ) । প্রথম পর্বের পরের পর্ব ।
©somewhere in net ltd.
১| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫২
কানিজ রিনা বলেছেন: খুব ভাল হয়েছে।