নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষমা চাই । ফিরতে একটু দেরী হয়ে গেলো ।
আশা করি খুব শীঘ্রই ভুটান বিষয়ক আরও কয়টি ছবি সমেত পোস্ট দিতে পারবো । আপাতত ছবি ব্লগ ......
বৌদ্ধা পয়েন্ট । থিম্পুর যে কোন প্রান্থ থেকে দেখা যায় প্রায় ১৭০ ফিট উচু এই বৌদ্ধ মূর্তিটি । এটি এখনো নির্মাণাধীন ।
prayer wheel গোটা ভুটান জুড়ে এর দেখা মেলে । পাহাড় গড়িয়ে নামা জলধারায় ঘুরে চলছে সারাক্ষণ ।
prayer flag মন্ত্র লেখা এই ফ্লেগের ও দেখা মিলবে সর্বত্র ।
পর্যটকের মাথার চুল এতো ভালো লেগেছে যে বিনা অনুমতিতেই ক্লিক করে ফেললাম ।
বরফের টুপি পড়া দূরের পর্বত ।
আবারো সেই পাথুরে নদী । কোথাও সামান্য গভীর, কোথাও হাঁটু জল কিন্তু স্রোত !!! সারাটা ক্ষণ কানে বাজে ।
ভুটানের ঘাস, প্রকৃতি, লতা - পাতা ।
টাইগার নেস্টের পাশেই অসাধারণ দেখতে এই সু-উচ্চ ঝর্ণা ।
টাইগার নেস্ট ..... এখানে যান নি (অন্যতম ট্র্যাকিং স্পট) ! তার মানে ভুটান ভ্রমণ আপনার অপূর্ণই রয়ে গেলো ।
বিমান থেকে কাঞ্চনজঙ্গা ও এভারেস্ট । (আমি জানিনা কোনটা কি ?)
শিল্পীর তুলিতে আঁকা কোন ছবি নয় । হিমালয় থেকে বয়ে আসা পানি সামতলে এসে নদী উৎপন্ন হয়েছে । ঈগলের চোখে দেখা ।
অহ ! এইটা আমার সেলফি । ছায়া সেলফি ।
ভুটানের ফটো - এক।
২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩০
হাসান রাজু বলেছেন: অনেক অনেক দোয়া করি আপনি সুখি হোন ।
২| ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
সাহসী সন্তান বলেছেন: খুব চমৎকার ছবি ব্লগ! অনেক ভাল লাগলো!
২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৩
হাসান রাজু বলেছেন: ধন্নবাদ । আপনার মন্তব্যটি আমার অনেক ভালো লাগলো ।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০০
সাদা মনের মানুষ বলেছেন: টাইগার নেষ্ট আমায় ডাকছে, আমার ভুটান ভ্রমণ যে অসম্পূর্ণই থেকে গেল
২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৬
হাসান রাজু বলেছেন: আপনার ব্লগ পড়ে বুঝেছিলাম এই ভুল করা যাবে না । আফসোস করতে হবে । ধন্যবাদ আপনাকে পথ প্রদর্শনের জন্য।
৪| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২৩
গারোপাহাড় বলেছেন: ঝকঝকে ছবিগুলো অসাধারন!! পাহাড়ী নদীটা ভালো লেগেছে!
২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৮
হাসান রাজু বলেছেন: সত্যিই তাই । নদীটা অসাধারন । ধন্যবাদ ।
৫| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২৯
সাদা মনের মানুষ বলেছেন:
২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৪০
হাসান রাজু বলেছেন: আপনি প্রায়ই সবাইকে চা অফার করেন । রহস্য আছে কোন ? জানতে ইচ্ছে করে ।
চায়ের জন্য ধন্যবাদ জানবেন ।
৬| ২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪১
সাদা মনের মানুষ বলেছেন: চায়ের চাইতে সস্তায় আপ্যায়ন আর কি হতে পারে বলুন? পাঁচ টাকায় মেহমান বিদায়
২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮
হাসান রাজু বলেছেন: এই ছিল মনে।
৭| ২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সবগুলি ছবিই চমৎকার!!
২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৫
হাসান রাজু বলেছেন: জেনে ভালো লাগলো । ধন্যবাদ ।
৮| ২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাললাগা রইল। +++
০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৩
হাসান রাজু বলেছেন: অশেষ ধন্যবাদ । নতুন বছরের শুভেচ্ছা জানবেন । ভালো থাকবেন ।
৯| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪০
বাপ্পী২০১১ বলেছেন: সুন্দর লাগলো।মন ভরে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৫
হাসান রাজু বলেছেন: ধন্যবাদ । পোস্টের অনেক দিন পর মন্তব্য পেয়ে তাই ভালো লাগলো ।
১০| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২২
কামরুন নাহার বীথি বলেছেন:
চমৎকার এ পর্বের ছবিগুলোও!!
টাইগার নেষ্ট আমি নিচে থেকেই দেখেছি।
যতদূর কাছে যাওয়া যায়, গিয়েছি, ছবিও তুলেছি।।
হঠাৎ অসুস্থ হয়েছিলাম!!
তবে আপনার চোখে আরো সুন্দর করে দেখলাম ভুটানকে!!
অনেক অনেক শুভেচ্ছা রেখে গেলাম!
১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৫
হাসান রাজু বলেছেন: আফসোস । যদি অসুস্থ না হতেন । অবশ্য অসুস্থ হয়ে যাওয়ার মতই একটা জায়গা / ট্র্যাক । পাহাড় বেয়ে প্রচুর হাঁটতে হয়।
ঝরনার পাশে টাইগার নেষ্ট আসলেই অসাধারন ।
অশেষ ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।
১১| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৩
নিয়াজ সুমন বলেছেন: আপনার ভুটান ভ্রমণের সবগুলো পর্ব দেখলাম। মুগ্ধ হলাম সেখানকার প্রকৃতি ও সুন্দরের পসরাতে।
২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৮
হাসান রাজু বলেছেন: পর্ব গুলে পড়ে এসে সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। দূষণ মুক্ত, নির্মল বায়ু, সবুজের সমাহারে মুগ্ধ না হয়ে উপায় নেই । আবারো ধন্যবাদ । ভালো থাকবেন ।
১২| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪০
খায়রুল আহসান বলেছেন: চমৎকার এই ছবিগুলো শেয়ার কয়ারাও জন্য ধন্যবাদ!
পোস্টে ভাল লাগা + +
২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৮
হাসান রাজু বলেছেন: অসংখ্য ধন্যবাদ । সামুর ডিজিটাল নোটিফিকেশন আমাকে ভ্রান্ত করেছে । যার কারনে বুঝতে পারিনি আপনি আমার পোস্টে মন্তব্য করে গেছেন তাই এত দেরিতে প্রতিউত্তর দিতে হয়েছে । ক্ষমা করবেন । আবারো ধন্যবাদ । ভালো থাকবেন ।
১৩| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩২
মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো অনেক সুন্দর।অনেক পরে হলেও দেখতে পেলাম!
২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৫
হাসান রাজু বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য । ভালো লাগলো আপনার এই ঢুঁ মেরে যাওয়া ।
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
ভ্রমরের ডানা বলেছেন:
বাইরের দেশের সব সুন্দর লাগে কিন্তু দেখা হয় নাই চক্ষু মেলিয়া দু ফোটা শিশির বিন্দু! এসব দেখাইয়া লাভ নাই। নিজের দেশে ঘুরলে টাকাটা দেশেই থাকত ভুটানি ফুটানিতে নষ্ট হত না।