নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোয়াই পাড়ের রাজু ।

হাসান রাজু

ডুব দিয়ে দিয়ে স্বপ্ন তুলে আনি ।

হাসান রাজু › বিস্তারিত পোস্টঃ

লেইট লতিফের শিমুল বাগান দর্শন । কিঞ্চিৎ দুঃখ গাঁথা ।

১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৪



গত কয়েক মাস ধরে প্লেন করছিলাম সুনামগঞ্জ যাব শিমুল বাগান দেখতে । সব কিছু ঠিক থাকলে ২৪শে ফেব্রুয়ারী সঠিক টাইম । কিন্তু তা হল না । যাত্রা এক সপ্তাহ পিছালো । কিন্তু দুশচিন্তা ততদিন শিমুল ফুল থাকবে তো ? এলাকার শিমুল গাছগুলোতে এখনো ভরপুর ফুল দেখা যাচ্ছে । আশাজাগানিয়া ব্যাপার । খুব ভোরে দুই বন্ধু রওয়ানা দিলাম সুনামগঞ্জের উদ্দেশ্যে । প্রথমেই যাত্রা সিলেটকে উদ্দেশ্য করে ।

অলস সময় । সিলেটে, সুরমা নদীর পাড়ে ।


সুরমার পাড়ে কিন ব্রিজের পাঁশে আলি আমজাদের ঘড়ি ।


সিলেটের কুমারগাঁ য়ে সুনামগঞ্জ বাস স্ট্যান্ড ।



পথে সিলেট থেকে তুলে নিলাম মামাতো ভাই শরীফ কে । আসতে বললেই, চলে আসলো ঘুম বাতিল করে । বেচারা জানেইনা কোথায় যাচ্ছে । জানার কোন উৎসাহ ও চোখে পড়লো না ।
বেশ ৫ ঘণ্টার যাত্রা শেষে পৌঁছলাম সুনামগঞ্জ সাহেব বাড়ী ঘাঁটে । আগেও এসেছি, এখান থেকে মোটর সাইকেলে করে যেতে হয় অপরূপ যাদুকাটা নদী । এর আশেপাশেই আছে সেই কাঙ্খিত শিমুল বাগান । এই সুযোগে সাহেববাড়ী ঘাঁটের পাশেই হাসন রাজার বাড়ী + যাদুঘরে ঢুঁ মারার খায়েশ ।


হাসন রাজার ব্যাবহার করা আসবাব, তৈজস পত্র ও অন্যান। যাদুঘরে সংগ্রহীত ।










খানদানি দর্শক । জমিদার বাড়ির মুরগি বলে কথা ।


জাদুঘরের পাঁশের ফুল গাছটার নাম জানি না।


জাদুঘরের পাঁশেই পলাশ ফুল ।

কলস বাঁধা । পাখিদের আবাসের ব্যাবস্থা ।

এই পাখিটার নাম জানি না ।


যাদুঘরে খায়েশ মিটিয়ে ফটো তুলে ঘাঁটে ফিরে অবাক হয়ে লক্ষ্য করলাম মোটর সাইকেল ওয়ালাদের কোন দেখা নাই । আশেপাশের লোকদের সাথে কথা বলে জানলাম, শহরে ঢুকতেই যে নতুন ব্রিজ দেখা যায় সেদিক দিয়ে নতুন রাস্তা হয়েছে । এখন ওই পথে যাদুকাটা নদী যাওয়া হয় । ঐটাই সহজ ও উন্নত রাস্তা ।

নতুন রাস্তা হয়েছে, বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে এই এলাকা গত কয়েক মাসে । মনে আছে ২০০৫/০৬ সালে এ পথে টেকের ঘাঁটে চুনা পাথরের খনিতে গিয়ে ছিলাম পুরো ৬/৭ ঘণ্টা লাগিয়ে । বর্ষায় প্রকল্পের একটি নৌকা সপ্তাহে দুদিন আসা যাওয়া করত এখানে । ওই একটাই যান । সপ্তাহে ওই দুদিনই পুরো সপ্তাহের পত্রিকা আসতো । বাহিরের দুনিয়ার সাথে যোগাযোগ এভাবেই ছিল এখানে।

সিএনজি করে রওয়ানা দিলাম । পথে দুঃসংবাদ পেয়ে গেলাম । শিমুল বাগানে ফুল ঝড়ে গেছে । মনটা খুব খুব খারাপ ।


সুনামগঞ্জে সুরমা নদীর উপর তৈরি নতুন ব্রিজ ।


রাস্তার পাঁশে তরমুজের ক্ষেত । বাংলালিংক তরমুজ । (নামকরনে বুঝা যায় আমাদের রসবোধ আর প্রতিভা । কথায় আছে না, প্রতিভা আর ঘামের গন্ধ কখনো চাপা থাকে না ।)



যাদুকাটা নদীর পাড় জুড়ে বালুর রাজ্য ।


অপরূপ যাদুকাটা নদীর রুপের যাদু ।



যাদুকাটা নদী পার হয়ে মোটর সাইকেলে পৌঁছলাম শিমুল বাগানে। হায়! সত্যি বাগানে ফুল নেই । খুব সামান্যই ফুল আছে গাছে, দুঃখটা বাড়ানোর জন্য ।

এক টুকরো শিমুল স্বর্গ ।













পাশেই লেবু বাগানে ফুল ফুটছে ।



রুক্ষ ফাল্গুনের শেষে, চৈত্রের আগমনী । সামনের দিন গুলোতে আরও বিবর্ণ হবে বাঁশ ঝাড় । সামনের বালুময় অংশ বর্ষায় উজানের পানিতে তলিয়ে গিয়ে যৌবন ফেরাবে বাঁশঝাড়ের ।




দিন শেষ ফেরার পালা ।




খুব সুন্দর একটা জায়গা পুরো সুনামগঞ্জ । শুষ্ক মৌসুমে এমন সুন্দর, আর বর্ষায় হাওড় জুড়ে থাকবে পানি । এর রূপে মুগ্ধ ছিলেন হাসন রাজা আর আব্দুল করিমদের মত কতশত কবি, বাউল, ফকির । আর আমরা ? আমদের সেই সরস চোখ কোথায় ? তারপর ও .........

মন্তব্য ৮২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:২১

গোলাপলেনিন বলেছেন: Picture very nice but smoking........................

১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৪

হাসান রাজু বলেছেন: ঐদিন সূর্যের লুকচুরি ছিল সেখানে । কুয়াশার মত একটা আস্তরণ ছিল জাদুকাটা নদীর কূল জুড়ে । খারাপ তো নয়ই , খুব সুন্দর আর আরামদায়ক আবহাওয়া ।
ধন্যবাদ মন্তব্যের জন্য ।

২| ১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অপূর্ব একটি যায়গা। ধন্যবাদ পোস্ট করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৫

হাসান রাজু বলেছেন: অশেষ ধন্যবাদ এমন সুন্দর মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৩

নিরব জ্ঞানী বলেছেন: বাহ, চমৎকার সব ছবি। জায়গাটাও সুন্দর। আরো কিছুদিন আগে গেলে আরো সুন্দর ছবি দেখতাম নিশ্চয়ই।

১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৯

হাসান রাজু বলেছেন: হ্যাঁ নিরব ভাই । দুঃখ কারে কয় ? আফসোস করছি, এখনো । আর আপনার আফসোস আমাকে আরও কাবু করছে । ব্যাপার না , আগামীতে আবার চেষ্টা করবো । ইনশাআল্লাহ্‌ ।
ধন্যবাদ । ভালো থাকবেন ।

৪| ১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৩

ওমেরা বলেছেন: অনেক সুন্দর !!

১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৮

হাসান রাজু বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন । সবসময় ।

৫| ১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৯

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট। +।

১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩২

হাসান রাজু বলেছেন: ধন্যবাদ +++ । ভালো থাকবেন ।

৬| ১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলি অনেক সুন্দর । +++

১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৫

হাসান রাজু বলেছেন: অসংখ্য ধন্যবাদ । খুব ভালো থাকবেন ।

৭| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০২

চিন্তক মাস্টারদা বলেছেন: হাসান ররাজু বলেছেন: খুব সুন্দর একটা জায়গা পুরো সুনামগঞ্জ । শুষ্ক মৌসুমে এমন সুন্দর, আর বর্ষায় হাওড় জুড়ে থাকবে পানি ।

আমরা সুনামগঞ্জের (বা দেশের) প্রকৃতি দেখতে যাই, পানিতে সাতার কাটি, কৃষকের সাথে সেলফি তুলি! সবই নিজের আনন্দের জন্য!
আমরা কি চেষ্টা করেছি কৃষকের আত্মার সাথে মিশে যেতে?
ওরা আমাদেরকে পাশে পেলে কতই না আনন্দিত হয়! সেটা আমরা জানি, কিন্তু ব্যস্ততার চাদর দেখিয়ে সেখান থেকে মুক্তি খুঁজি!!

যাক বিষয়গুলো আপনাকে বলা উদ্দেশ্য নয়।

এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৪

হাসান রাজু বলেছেন: সবাই এইভাবে ভাববে সেটা সম্ভব না । এটা হয় না । যারা এভাবে ভেবেছে তারা সাধারণের থেকে অনেক উপরে অবস্থান করেছেন । তবে যে যুগে এদের সংখ্যা বেশি ছিল । সেই যুগটাই ছিল মনুষ্যত্বের যুগ, তখনই পৃথিবী ছিল সবচেয়ে সুন্দর।
তবে এভাবেই ভাবতে হবে । আমরা যত চর্চা করব সবার সাথে মেশার, তাদের সুখ দুঃখ উপলদ্ধি করার ততই সুন্দর পৃথিবীর স্বপ্ন পূরণের দিকে এগবো ।
অনেক সুন্দর, মানবিক একটা ভাবনা আপনার মাথায় কাজ করছে । এতটুকু চিন্তাই পরবর্তী ভালো কিছুর সম্ভাবনা জাগায় । আমি জানি হাওড়ে চলমান দুঃসময় আপনাকে নাড়া দিয়েছে । আমি আপনার অনুভূতিকে সম্মান জানাই ।
ভালো থাকবেন । শুভ কামনা রইলো ।

৮| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৩

অতঃপর হৃদয় বলেছেন: চমৎকার লাগলো।

++++++

১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৬

হাসান রাজু বলেছেন: অশেষ ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।শুভ কামনা রইলো ।

৯| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০২

রিফাত হোসেন বলেছেন: ক্যামেরার মডেল কত?

+++
আপনার হাত আছে সেরাম, আমার মতে ক্ল্যাসিক হল এইটা....

১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

হাসান রাজু বলেছেন: হা হা ..... খুশি হলাম । আপনার সিলেকশন ভালো লাগলো । ভালো থাকবেন ।

গরিবের সবে ধন নীল মনি Canon EOS REBEL T3i
অশেষ ধন্যবাদ ।

১০| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

রিফাত হোসেন বলেছেন: বাংলাদেশে ঘুরার জায়গা তো অনেক মাশাল্লাহ, কিন্তু পর্যটন করপো. কি যে করে... :( পরিবার নিয়ে যাওয়াটা ঐ নির্দিষ্ট কিছু জায়গাতেই সেট করা। নতুন, অখ্যাত(সবার কাছে নয়) জায়গাগুলি মেইন স্ট্রিমে আনা উচিত।

১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

হাসান রাজু বলেছেন: সত্যিই তাই । মানুষ ঘুরতে চায় । তাই ছুটিতে হাতে গুনা কয়টা যায়গায় ভিড় লেগে যায় । সেটা তখন আর ঘুরার জায়গা থাকে না । বরং কোলাহল পূর্ণ হয়ে উঠে ।
কিন্তু আপনার কথা অনুযায়ী, নতুন জায়গাগুলি মেইন স্ট্রিমে আনা হলে এই ভিড় ভাগ হয়ে যাবে । সেটা অবশ্যই ভালো ।

আবারো ধন্যবাদ আপনাকে।

১১| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

আহমেদ জী এস বলেছেন: হাসান রাজু ,




ঝকঝকে ছবিতে নিন্দনিকতার ছোঁয়া ।
একাকী পলাশের ছবি ৩টি সবচেয়ে সুন্দর ।

লেইট লতিফ হয়ে মন্তব্য করলুম ।

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০০

হাসান রাজু বলেছেন: খুব ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।
আর "লেইট লতিফ" কেন? ঠিক ই তো আছে ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন ।

১২| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৪

লিসানুল হাঁসান বলেছেন: কেমন খরচ পড়েছিল??

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৩

হাসান রাজু বলেছেন: হা হা ..... ভালো প্রশ্ন । আমরা কয় বন্ধু। গত দুই বছর ঝটিকা ট্রিপে বের হই । উদ্দেশ্য দিনের মধ্যেএকটু ঘুরে আসা যথা সম্ভব কম খরছে । পরে পাই পাই হিসেব করে খরছ ভাগ করে নিই । আমাদের খরছ এমন ই ছিল -



ভালো থাকবেন । এক সময় ঘুরে আসবেন সুনামগঞ্জ ।

১৩| ২০ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:


শিমুল বাগানটার মালিক কে?

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৬

হাসান রাজু বলেছেন: স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন সাহেব এর মালিক । শখের বসেই নাকি তিনি এই বাগান করেছেন । বেশ রুচিশীল মানুষ ছিলেন বুঝা যায় ।

ধন্যবাদ । ভালো থাকবেন ।

১৪| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৯

শাহিন-৯৯ বলেছেন: শিমুল বাগান খুব ভাল কোন মাসে দেখা যাবে

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৫

হাসান রাজু বলেছেন: ফালগুনের ১ম সপ্তাহে । অর্থাৎ ভ্যালেন্টাইনের পরপর ই ।
ভালো থাকবেন । ধন্যবাদ ।

১৫| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৩

জুন বলেছেন: হাসান রাজু , সেই বছর দুয়েক আগে সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওড়ে যাবার সময় দেখেছিলাম যাদুকাটা নদী । ব্রীজ থেকে যতটুকু দেখেছি তাতে তার সৌন্দর্য্য তেমন উপভোগ করতে পারি নি চারিদিকে পাথর আর বালির স্তুপের জন্য । আর শিমুল বাগানের কথাতো জানতামই না । অনেক ভালোলাগলো ছবি আর বর্ননা । মনে হচ্ছে এখনই ছুটে যাই কিন্ত হায় সেই বাগান এখন নিস্প্রান :(
শিমুল ফোটার সিজনে দেখি সুযোগ পেলে যাবো ।
অনেক ভালোলাগা ।
+

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৯

হাসান রাজু বলেছেন: কেমন আছেন ?
যাদুকাটা নদী অনেক সুন্দর । আপনি যদি অনেক আগে জাফলং গিয়ে থাকেন (অন্তত ২০/২২ বছর বা তার ও আগে) সেই স্বাদ পাবেন এখানে । তাছাড়া শিমুল বাগান, লাউরের গড়, বারিক্কা ঠিলা, টেকেরঘাট চুনাপাথরের খনি সহ হাওড় । আর বোনাস হিসেবে মেঘালয়ের মনোমুগ্ধকর দৃশ্য।

শিমুল ফোটার দিনে সময় নিয়ে যাবেন । আর সব ঘুরে এসে আমাদের জন্য পোস্ট দিবেন । ভালো ও সুস্থ থাকবেন । ধন্যবাদ ।

১৬| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২১

ধ্রুবক আলো বলেছেন: চমৎকার পোষ্ট +

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০০

হাসান রাজু বলেছেন: অশেষ ধন্যবাদ । ভালো থাকবেন ।

১৭| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০১

রোকসানা লেইস বলেছেন: ছবিগুলো খুব সুন্দর হয়েছে। বর্ননা ভালোলাগল।
শিমুল গাছের একটা অদ্ভুত ছবি আছে আমার কাছে। দুপাশ থেকে মইশের শিংয়ের মতন বিশাল গাছটা বেড়ে উঠেছে। এখন নতুন বাগান হয়েছে কিন্তু আগের সেই গাছটি আর নাই। অনেক আগে গিয়েছিলাম। যাদুকাটা নদীর হাঁটু পানি অথচ স্রোতের টানে ভেসে যাওয়ার মজা দারুণ।

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৫

হাসান রাজু বলেছেন: ছবিটা শেয়ার করতেন । আমরাও দেখতাম ।
বেশ কয় বছর আগে গিয়েছিলাম একবার । শীতের শেষে । লাউরের গড় মাজার থেকে হেটে বিশাল উতপ্ত বালুর চর পেড়িয়ে নদী পর্যন্ত । নদীর শীতল পানি সেদিন স্বস্তি দিয়েছিলো । সত্যি এই নদীর পানি বেশ টাণ্ডা আর পরিষ্কার । অনেক গভীরে থাকা পাথর, মাছ দেখা যায় ।
স্মৃতি শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ । শুভ কামনা রইল ।

১৮| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৩

সব্যসাচ১ বলেছেন: অনেকদিন পর ব্লগে এলাম, এসেই এমন চমৎকার পোস্ট... অসাধারন।



সব ছবি সুন্দর কিন্তু এটা একটু বেশি ভালো লেগে গেল অন্য কারণে।

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২০

হাসান রাজু বলেছেন: আপনার মন্তব্য ও আমার অনেক ভালো লাগলো ।

কারন ?

-আমার একটা ছবি আপনার ভালো লেগেছে । আর এর পেছনে আপনার একটা অব্যাক্ত কারন/অনুভূতি আছে ।

ধন্যবাদ । সুস্থ ও ভালো থাকবেন ।

১৯| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৪

জুন বলেছেন: আমরা আসলে টাঙ্গুয়ার হাওড় যাচ্ছিলাম হাসান রাজু, তাই যাদুকাটা দেখা হয়নি :(
তবে সামনে অবশ্যই যাবো আপনার দেয়া নামগুলো ধরে ধরে ।
আমার তোলা একটি রুদ্র পলাশের ছবি দিলাম, শিমুল দেখিনি তাই।

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৬

হাসান রাজু বলেছেন: আফসোস । এই সুন্দর রুদ্রপলাশের নাম ও জানতাম না । দেখেছি বলেও মনে হয় না ।

এই ফুলের নাম কি জানেন?


আপনি অনেক ঘুরেন। যাদুকাটা বাদ যাবে কেন? শুভ কামনা রইলো । রুদ্রপলাশকে শেয়ার করার জন্য ধন্যবাদ ।

২০| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দারুন পোষ্ট।

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৮

হাসান রাজু বলেছেন: অশেষ ধন্যবাদ । ভালো থাকবেন ।

২১| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

সোহানী বলেছেন: মন জুড়ানো পোস্ট। অনেক আগে গিয়েছিলাম, মনে হয় ২০ বছর আগে। ++++

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৫৬

হাসান রাজু বলেছেন: ২০ বছর ! সে তো অনেক দিন । অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকবেন সর্বদা ।

২২| ২৫ শে মে, ২০১৭ সকাল ৮:১৯

সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ বললে খুবই কম বলা হয় আপনার এই চমৎকার পোষ্টকে........আপনি তো তাও লেটে যেতে পারলেন আমি পরিকল্পনা করে যেতে পারলাম না।

২৭ শে মে, ২০১৭ রাত ৯:৫৮

হাসান রাজু বলেছেন: সত্যি ! এইবার নিজেকে ভাগ্যবান মনে করছি । অন্তত যেতে পেরেছি । আর অশেষ ধন্যবাদ পোস্টটি আপনার ভালো লেগেছে । খুব ভাল লাগলো । ভালো থাকবেন ।

২৩| ২৫ শে মে, ২০১৭ সকাল ৮:২১

সাদা মনের মানুষ বলেছেন: প্রত্যেকটা ছবিই অসম্ভব রকম সুন্দর হয়েছে.......... ছবি তোলার জন্য আমি আপনার কাছে মুরিদ হতে চাই :)

২৭ শে মে, ২০১৭ রাত ১০:০৫

হাসান রাজু বলেছেন: বিনে পয়সায় আজকাল কেউ কিছু দেয় না । তাই বলে এইভাবে লজ্জা দিবেন ।
দয়া করে এই ভদ্রলকের পোস্ট গুলো দেখে নিন । ছবি কারে কয় আর পোস্ট ক্যামনে দিতে হয় তা শিখতে আমরা তার মুরিদ হয়ে আছি কবেই । মহৎ এর সেই খবরই নাই ।

২৪| ২৫ শে মে, ২০১৭ সকাল ৮:৫৪

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ।

ভ্রমন সব সময়ই প্রিয়।

২৭ শে মে, ২০১৭ রাত ১০:১৩

হাসান রাজু বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ । ভ্রমন আমারও প্রিয় । ভালো থাকবেন।

২৫| ০৮ ই জুন, ২০১৭ সকাল ৭:০০

মানবী বলেছেন: চমৎকার ছবি আর বর্ণনা!

১৬,২৬, ৪২ আর ৪৬ নং সবচেয়ে ভালো হয়েছে! ২৯ নং ছবিটি তুলতে গাছে উঠতে হয়েছিলো মনে হয় :-)

সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ হাসান রাজু।

১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৫

হাসান রাজু বলেছেন: দুঃখিত । ক্ষমা করবেন । আসলে সামুর নোটিফিকেশন এখন হাস্যকর পর্যায়ে নটিফাই করে । যাক, আপনার ভাল লেগেছে সেটাই সার্থকতা । ধন্যবাদ জানবেন। ভাল থাকবেন ।

২৬| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:০০

খায়রুল আহসান বলেছেন: আপনার এই পোস্ট পড়ে আগামী ফাল্গুনে সেখানে যাবার একটা ইচ্ছে মনের মধ্যে তুলে রাখলাম।
চমৎকার এই ছবি ব্লগে দশম ভাল লাগা + +

১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪০

হাসান রাজু বলেছেন: আপনার পোস্টগুলো ও আমার ভাল লাগে । আর অবশ্যই টাইমিংটা যেন ভাল হয় । শুভেচ্ছা রইলো ।
অনেক দেরি হয়ে গেল প্রতিউত্তর দিতে । ক্ষমা করবেন । ভাল থাকবেন ।

২৭| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৩

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৭

হাসান রাজু বলেছেন: ভীষণ ব্যাস্ত । সামুতে ঢুঁ মেরে মেরে সময় যাচ্ছি শুধু । ভুটান সাফরের পোস্ট এক জায়গায় এসে থমকে আছে । ফ্রি হয়েই পোস্ট দিব । দোয়া করবেন । ভাল থাকুন ।

২৮| ২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫

শামচুল হক বলেছেন: দৃশ্য দেখে যেতে মন চাচ্ছে।

২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪২

হাসান রাজু বলেছেন: ভালো করে খবর নিয়ে যাবেন । যখন শিমুল ফুটে তখন । এই ফুল ৪/৫ দিন তো থাকবেই ।

ভালো থাকবেন । আর দোয়া করি, ইচ্ছে পূর্ণ হোক ।

২৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: পোষ্টি ভালো লাগলো। জানিয়ে গেলাম।

২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৯

হাসান রাজু বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ । ভালো থাকবেন।

৩০| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: পলাশের মাঝে বসা পাখিটা হলো কাঠ শালিক।

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪০

হাসান রাজু বলেছেন: কাঠ শালিক, আপনার কোন এক পোস্টে মন্তব্য করে জেনে নিয়েছিলাম । অশেষ ধন্যবাদ আবারো চিনিয়ে দেয়ার জন্য । মন্তব্যের জন্য।

৩১| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০০

সাদা মনের মানুষ বলেছেন: রাজার বাড়ির সামনের গোলাপী ফুলটার নাম রক্ত কাঞ্চন

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪২

হাসান রাজু বলেছেন: অবশেষে জানলাম । রক্ত কাঞ্চন । আবার দেখে চিনতে পারলেই হল ।
খুব ভালো থাকবেন । ধন্যবাদ ।

৩২| ৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৯

কালীদাস বলেছেন: আপনার ছবি তোলার হাত ভাল। বেশ ভাল। ছবিগুলো চমৎকার এসেছে; রিফ্লেকশনের প্রবলেমওয়ালা ২টা ছাড়া। ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকল শিমুল বাগানে। থ্যাংকস ম্যান :)

৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩১

হাসান রাজু বলেছেন: ভালো লাগলো আপনার মন্তব্য । আপ্লুত হলাম প্রশংসায় । অবশ্যই যাবেন, সুন্দর যায়গা। সময় নিয়ে যাবেন যেন টাঙ্গুয়ার হাওর ও চুনা পাথরের খনি (পরিত্যাক্ত) তেও ঢু দিয়ে আসতে পারেন। ধন্যবাদ । ভালো থাকবেন ।

৩৩| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:২৬

প্রামানিক বলেছেন: শিমুল বাগানটি দেখার মত। ধন্যবাদ

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১:৩৮

হাসান রাজু বলেছেন: আসলেই দেখার মত। কিন্তু কপাল (!) সেই পুরো সৌন্দর্যের দেখা পাই নাই । আফসোস। ধন্যবাদ আপনাকেও?

৩৪| ০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০১

তারেক_মাহমুদ বলেছেন: ঝকঝকে ছবি সাথে লেখাটিও চমৎকার।

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২১

হাসান রাজু বলেছেন: আমার লেখা নিয়ে সব সময় সংশয়ে থাকি। আপনার ভালো লেগেছে । এটা বড় কথা । আপ্লুত হলাম । অশেষ ধন্যবাদ । ভালো থাকবেন ।

৩৫| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:




ওহ, তরমুজ! আমি তরমুজের চাষ করতাম, প্রটিটি তরমুজকে মনে রাখতাম, প্রতিদিন জমিতে গিয়ে দেখে আসতাম।

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৮

হাসান রাজু বলেছেন: আমি ও এবার তরমুজের চাষ করতে চেয়েছিলাম । বেশ কয়টা বিশেষ জাতের তরমুজের বীজ লাগিয়ে ছিলাম । তরমুজের ভিতরটা হলুদ রঙের হওয়ার কথা। কিন্তু চারা গজানোর পর হটাত সব ঝলসে গিয়ে মরে গিয়েছে । কপাল ! দেখি আগামীতে আবার চেষ্টা করে দেখব ।
নিজের করা চাষের ফসল ছুঁয়ে দেখার অনুভূতিটাই আলাদা । ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।

৩৬| ২২ শে মে, ২০১৮ রাত ২:৩০

কাইকর বলেছেন: সুন্দর পোস্ট। অনেক্ষণ যাবত আপনার ব্লগ ঘুরে ঘুরে দেখছি। অনুসরণে নিলাম।ধন্যবাদ আপনাকে

২২ শে মে, ২০১৮ রাত ৩:২৫

হাসান রাজু বলেছেন: অনুসরণের জন্য অশেষ ধন্যবাদ । নিজেকে ধন্য ভাবছি । ভালো থাকবেন ।

৩৭| ১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


অনেক সুন্দর ছবি আপনি দিয়েছেন।

শুমুল থেকে কি চেয়ারম্যানের আয় হয় ?

১৩ ই জুন, ২০১৮ রাত ১২:৫৮

হাসান রাজু বলেছেন: ধন্যবাদ আপনাকে।
না কোন আয় নেই। শখের বশে শিমুল বাগান করেছেন। ভদ্রলোক বেচেঁ নেই এখন আর । আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।

৩৮| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৭

অর্থনীতিবিদ বলেছেন: শিমুল গাছ যখন লাল লাল ফুলে ভরে যায়, দূর থেকে দেখলে সেটা অসাধারণ মনে হয়। আমার কাছে বেশি ভালো লাগে নদীর পাড়ের শিমুল গাছ। সবুজের সাথে একাত্ম হয়ে থাকে। আবার নদীর পানিতে শিমুল ফুলের লাল প্রতিচ্ছবি।

১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:০১

হাসান রাজু বলেছেন: অর্থনীতিবিদের ভিতরে কবির মন !!!! রসায়ন বুঝা দুস্কর।
তবে মনের পটে যে ছবি এঁকেছেন সেটা দেখতে আমারও ইচ্ছে করছে।
সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন।

৩৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:



তরমুজের খেত দেখে মন ভরে গেলো, আমি তরমুজ চাষ করতাম স্কুল জীবনে

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

হাসান রাজু বলেছেন: গত বছর শখ করে কয়টা থাই তরমুজের (যার ভিতর লাল নয় বরং হলুদ) বীজ পুতে ছিলাম। বিভিন্ন কারনে সব কয়টি গাছ নষ্ট হয়। আর একটা মাত্র গাছ থেকে একটাই ফল পাই তা ও নষ্ট হয়ে গিয়েছিল । আফসোস । ছবি-


তরমুজ চাষের কথা আগেও একবার শেয়ার করেছিলেন। বুঝতে পারছি কতটা ভালবাসেন চাষাবাদ ।

৪০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছবিগুলো বেশ নান্দনিক।

ফুলে ফুলে যখন ভরে যায় শিমুল বাগান তখন মনে হয় যেন আগুন লেগেছে বনে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৫

হাসান রাজু বলেছেন: কিন্তু দুঃখের কথা কি বলব ভাই সেই আগুন ই দেখা হয়নাই যে আগুন লেগেছিল বনে।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ । ভাল থাকবেন।

৪১| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই পোস্টের মন্তব্যগুলো পড়তেও ভাললাগছে যদিও আগেও একবার পড়েছি।+++++++++++++

২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৮

হাসান রাজু বলেছেন: বলেছেন: হা হা ... আপনার মন্তব্য পড়ে আমিও আবার পড়লাম। সত্যি পড়ে ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.