নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোয়াই পাড়ের রাজু ।

হাসান রাজু

ডুব দিয়ে দিয়ে স্বপ্ন তুলে আনি ।

হাসান রাজু › বিস্তারিত পোস্টঃ

আজ সকাল থেকে হাহাকার করছে মনপ্রান ।

১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৪



এখন আর নতুন গান শুনা হয় না। পত্রিকা বা ম্যাগাজিনে জেমস, বাচ্চু, মাকসুদদের সাক্ষাৎকার পড়ে আঁচ করার চেষ্টা করিনা নতুন এ্যালবাম কবে আসছে। ৩৫ টাকা আলাদা করে রাখার ব্যাপারটায় এখন শিহরিত হই। নস্টালজিক হই।

পুরনো গান গুলো শুনি। হটাৎ মনের অজান্তে গুনগুনিয়ে কয়টা লাইন আউরে ফেলি । আর তখন মনে পড়ে এই গানটা কতদিন শুনি না। ব্যাস নেট ঘেঁটে গান ডাউনলোড দিয়ে বেশ কিছু দিন শুনি। তারপর অন্য কোন গান । যেমন এখন শুনছি নোভা'র স্বপ্নরানী মনে আছে মাথায় ভনভন করছিল -
রঙধনু থেকে মেহেদি পড়ে
মেঘেদের দেশে নাইয়ে যাও।


ঠিক তেমনি প্রায় ছয় মাস আগে মগজে ঘুর ঘুর করছিল
"তুমি যেন কেমন হয়ে গেছ
কিছুটা অপরিচিত
এলোমেলো কি যেন ভাবো
হয়ে অগোছালো ........."

এখনো আমার মোবাইলে রয়ে গেছে গানটি। ডিলিট করা হয়ে উঠেনি । কিন্তু অন্য কথাও ডিলিট বাটনে ক্লিক পরেছে আমাদের না চাওয়ার পরও।

তুমি যেন কেমন হয়ে গেছ ইউটিউব লিংক

তুমি যেন কেমন হয়ে গেছ
কিছুটা অপরিচিত
এলোমেলো কি যেন ভাবো
হয়ে অগোছালো
তুমি কি এখনো আমার তুমি
নাকি অন্য কারো

কত যে দীপ জ্বলা রাত জেগে
কত যে মৌন প্রহর মাঝে
হৃদয়ে লিখেছি তোমারি নাম

তুমি তা দুঃস্বপ্নে কালো মেঘে ঢেকে দিও না

কত যে তীর ভাঙা ঢেউ কেটে
কত যে জীর্ণ সময় ভুলে
আমি তো গেয়েছি তোমারি গান

তুমি তা অবহেলায় ধূসর রঙে মুছে দিও না ।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: তার খবর শুনে প্রচন্ড মন খারাপ হয়েছে আমার।

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৩

হাসান রাজু বলেছেন: আমাদের কৈশোর থেকে যৌবনে পাড়ি দেয়ার সময়কার মাঝিদের অন্যতম ছিলেন তিনি। মন খারাপ হয়েছে । অনেক মন খারাপ । ভালো থাকবেন।

২| ১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

নূর ইমাম শেখ বাবু বলেছেন:

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৪

হাসান রাজু বলেছেন: আমিন । সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে।

৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


গুণী লোক ছিলেন আইয়ুব বাচ্চু

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৬

হাসান রাজু বলেছেন: হ্যাঁ । তা তো অবশ্যই । গুণ দিয়েই জয় করেছেন কোটি হৃদয় ।

৪| ১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

সনেট কবি বলেছেন: তাঁর জন্য শ্রদ্ধা।

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৮

হাসান রাজু বলেছেন: আল্লাহ তাকে শান্তিতে রাখুন । ধন্যবাদ।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৮

নাসরিন ইসলাম বলেছেন: খুব প্রিয় গায়ক আমার।

২৬ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৬

হাসান রাজু বলেছেন: লোকটা মানুষ হিসেবেও খুব ভালো ছিলেন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।

৬| ২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৯

মিরোরডডল বলেছেন:




এবি চলে গেছে, দেখতে দেখতে পাঁচ বছরের বেশি হয়ে গেলো।
এখনও এমন কোন দিন নেই এবির গান শোনা হয় না।


তুমি কি এখনো আমার তুমি
নাকি অন্য কারো


অনেক নতুন গায়ক আসবে, যাবে কিন্তু আরেকটা এবি আসবে না।

মনে পড়ে তাকে
যাকে চেয়ে না পেয়ে
স্বপ্নের মাঝে বিদ্রোহ করলো আমার দীর্ঘশ্বাস
মনে পড়ে তাকে
ও যাকে চেয়ে না পেয়ে
আমি হয়েছি আরো ভীষণ প্রথম একা







২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৫

হাসান রাজু বলেছেন: যত দিন যাবে তার কর্ম আমাদের আরও নাড়া দিবে। আপনি একনিষ্ঠ শ্রুতা তার। বুঝা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.