নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোয়াই পাড়ের রাজু ।

হাসান রাজু

ডুব দিয়ে দিয়ে স্বপ্ন তুলে আনি ।

হাসান রাজু › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ প্রতিযোগিতা (যেখানে আজ শুধু ফুলের গল্প)

২২ শে জুন, ২০২১ দুপুর ২:১৫



ছবি ব্লগ প্রতিযোগিতায় এটা আমার দ্বিতীয় পোস্ট।

আমার এই ছবিগুলো বিভিন্ন সময় আমার ফেবু আইডিতে পোস্ট করে ছিলাম। প্রিয় কিছু গানের পঙক্তি যোগ করা আছে ছবির সাথে। ছবির সাথে পঙক্তিগুলোর খাপ খাওয়ানোর কোন চেষ্টাই করিনি।

আমার বাড়ির ছাদের টবে অবহেলিত এক ফুল।


আমার তোলা প্রথমদিককার একটা ছবি।


বিখ্যাত শিমুল বাগানের পাশেই এক পলাশ গাছ।


আমার বাড়ির ছাদের আগাছা।


আগাছার মত বেড়ে উঠা ঘাস ফুল।


চোখে সর্ষে ফুল দেখেই(!) ক্যামেরায় ক্লিক।


ভুটানের কোন পাহাড়ি বনফুল, ঝোপে ফুটে, খুব বেশি সুন্দর না, সুন্দর গন্ধ ও নাই কিন্তু, নিজের আপন ভুবনে, পরিবেশে সে অসাধারণ। ছবিতে যা আনতে পারিনি।


এটাও ভুটানে তোলা।


ভুটানে কোন এক কফি হাউজের দেয়াল জুড়ে।


ভুটানের কোন বনফুল।


আমার বাগানে এক কালে।


মন্তব্য ১৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০২১ বিকাল ৪:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অপরাজিতারা কখনো অচেনা হয় না তো

খুব সুন্দর
ভালো লাগলো

২২ শে জুন, ২০২১ বিকাল ৪:১৮

হাসান রাজু বলেছেন: না সে রকম না।

যে কারনে প্রথমেই লিখেছিলাম ছবির সাথে পঙক্তিগুলোর খাপ খাওয়ানোর কোন চেষ্টাই করিনি।

ধন্যবাদ প্রথম মন্তব্যে।

২| ২২ শে জুন, ২০২১ বিকাল ৪:১৮

সামিয়া বলেছেন: সুন্দর ছবি

২২ শে জুন, ২০২১ বিকাল ৪:৫৯

হাসান রাজু বলেছেন: ধন্যবাদ জানবেন।

৩| ২২ শে জুন, ২০২১ বিকাল ৪:২০

জুন বলেছেন: নাইনও ক্লক ফুলটা আপনার বাগানে অবহেলিত হাসান রাজু! ! আমি কত চেষ্টা করছি বারান্দার টবে একটা নাইনও ক্লককে বাচাতে। সব ছবিগুলোই অসম্ভব সুন্দর। তবে সত্যি কথা বলতে কি কোন ফুলই অসুন্দর হয় না তো হোক সেটা বুনো জংলী পথের পাশে ফোটা ফুল।
+

২২ শে জুন, ২০২১ বিকাল ৫:১৭

হাসান রাজু বলেছেন: নাইনও ক্লক ফুলটা আমার ছাদের অবহেলিত ভাঙা টবে প্রতি শীতে শুকিয়ে ম্যাড়ম্যাড়া হয়ে থাকে। আর প্রতি বর্ষায় তার অস্তিত্বের জানান দেয় ঠিক ই। কিন্তু আপনার এখানে বাঁচাতেই পারছেন না !!! রোদ কি ঠিক মত পাচ্ছে না?

"সুন্দর" সেটা আমাদের দেখার চোখের উপরও অনেকটা নির্ভর করে, আর সেই সৌন্দর্য উপভোগটা আরো কম্পলিকেটেড। ফুলতো সুন্দর লাগলো, এবার কেউ সেই ফুল ছিঁড়ে বাসায় নিয়ে যাবে। তারা ফুল প্রেমী !?! পাখি খাঁচায় পোষে কেউ বলে আমি পক্ষী প্রেমী।!?! যাক, খামাখাই আবল তাবোল বকছি।

বৃহৎ ক্যানভাসে ফুলটা যথাযথ সুন্দর। তাই বললাম আমার ক্যামেরার ফ্রেমে এর সৌন্দর্যের সামান্যও আনা সম্ভব হয় নি।

অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

৪| ২২ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:০২

মিরোরডডল বলেছেন:



নাইনও ক্লক শৈশবের কথা মনে করায় ।
ওয়াও ! পলাশের ছবিটা মাথা নষ্ট করা সুন্দর ।
বনফুল ভীষণ ভালো লাগে ।
প্রিয় অপরাজিতার সাথে প্রিয় এবি। চমৎকার !

হাসানের জন্য আমার তোলা একটি সানসেট ।
আই উইশ ইউ গুড লাক ।







২২ শে জুন, ২০২১ রাত ৯:৩৬

হাসান রাজু বলেছেন: অশেষ ধন্যবাদ। এমন সুন্দর মন্তব্যের জন্য। আপনার মন্তব্য সবসময়ই বাড়তি আনন্দ যোগ করে।



এটা আপনার জন্য পলিশিং হয়নাই একেবারে raw।

৫| ২৩ শে জুন, ২০২১ দুপুর ১:০৩

হাবিব বলেছেন: নয়ন জুড়িয়ে গেল।

২৩ শে জুন, ২০২১ দুপুর ১:৩৪

হাসান রাজু বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো ও সুস্থ থাকবেন।

৬| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৩:৫২

শাহিদা খানম তানিয়া বলেছেন: বহু দিন ধ’রে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।

– রবীন্দ্রনাথ ঠাকুর

দেখা হল কত কি এক ছবি ব্লগেই। অসাধরন সব ছবি, খুবই সুন্দর। শুভকামনা রেখে গেলাম।

২৪ শে জুন, ২০২১ বিকাল ৪:০১

হাসান রাজু বলেছেন: কিছু বলার নাই । শুধু ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ । মন্তব্যে আপ্লুত হলাম।

৭| ২৫ শে জুন, ২০২১ রাত ১:১০

অপু তানভীর বলেছেন: ছবি গুলো মনে হচ্ছে যেন কোন ক্যালেন্ডারের পাতা থেকে নেওয়া হয়েছে । নিঃসন্দেহে আপনার ছবি তোলার হাত খুবই চমৎকার ।

২৫ শে জুন, ২০২১ রাত ৩:১২

হাসান রাজু বলেছেন: প্রেরণাদায়ক মন্তব্যে মনটা ভালো হয়ে গেল।
ধন্যবাদ জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.