নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোয়াই পাড়ের রাজু ।

হাসান রাজু

ডুব দিয়ে দিয়ে স্বপ্ন তুলে আনি ।

হাসান রাজু › বিস্তারিত পোস্টঃ

পেঁয়াজ, তেল আর আমরা। অথবা আমরা এবং আমাদের পেঁয়াজ, তেল।

১৫ ই মার্চ, ২০২২ বিকাল ৫:১৪




আমাদের সমাজের একটা অংশের হাতে অনেক টাকা । পেঁয়াজ, তেলের দাম ১০/২০ গুন বেড়ে গেলেও সমস্যা হবে না । আরেকটা অংশের হাতে যে পরিমাণ টাকা আছে তা দিয়ে অন্তত ২০০ টাকা কেজি দরে পেঁয়াজ বা ৪০০ টাকা লিটার দরে সয়াবিন খেতে সমস্যা হবে না।

সমাজের এই মানুষ গুলো নিত্য পন্যের দাম বাড়তে থাকলে, পাড়ে-তো এরা পুরো বাজার কিনে ফেলে। এদের হৈ হোল্লর দেখে অসাধু ব্যাবসায়িদের উৎসাহ আরও বাড়ে । দাম আরও বাড়ায়, যতক্ষণ না এদের ঘি বের হয়। আর একটা কথা, এরা দ্রব্যমুল্য প্রসঙ্গে মুখে ফেনা তুলে ফেলে, পরক্ষণেই মজুত করতে পাড়ার বুদ্ধিমত্তায় গর্বে গদ্গদ হয়ে উঠে ।

এর পর যা হয় –
* এক দেড় মাসের একটা তাণ্ডব শেষে আস্থে আস্থে দাম স্বাভাবিক পর্যায়ে চলে আসে।
* যারা ২ কেজির যায়গায় ২০ কেজি পেঁয়াজ কিনেছিল তাদের অন্তত ২ কেজি নষ্ট হয়। ২ কেজি পেঁয়াজ শুকিয়ে যাবে। আর নষ্ট হয়ে যাবে সেই ভয়ে বেশি বেশি ব্যাবহার তো আছেই।
তেলের ক্ষেত্রে দরকারের চেয়ে বেশি ব্যাবহার হবেই যেহেতু ৪/৫ গুন বেশি মজুদ আছে। পরিণতি ব্যাখ্যার দরকার আছে কি?
* ৫/৬ মাস যেতেই সেই অসাধু ব্যাবসায়িদের আবার কিছু ফাউ মুনাফার লোভ জাগবে । যেহেতু টাকাওয়ালাদের মজুদের সুখ আছে তাই আবার একটা সফল তাণ্ডব চালাবে বাজারে। আর এটা কয়দিন পরপর চলবে।

সমস্যা হল সমাজের ঐ অংশের , যাদের প্রতিদিনের আয়ের উপর নির্ভর করে প্রতিদিনের খাবার খরচ অন্যান্য জরুরী খরচ। তাদের হাতে জমানো টাকা নাই তাই মজুদ করার ক্ষমতাও নাই। সমাজের ঐ অংশের লোভাতুর খেলায় এরা তাদের আয়ের পুরোটাই হারিয়ে বসে। এটা এদের সব ধরনের অর্থনৈতিক, সামাজিক, মানসিক পরিকল্পনায় ব্যাঘাত ঘটায়। সমস্যায় ফেলে।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৪১

ঋণাত্মক শূণ্য বলেছেন: খুব সম্ভবত ২০০৫ সালের কথা। হঠাৎ আমাদের এলাকায় প্রচার হলো যে লবনের দাম ৪০টাকা কিলো হয়ে গেছে। সবাই বাজারে দৌড়াচ্ছে; কারণ ঐদিনে নাকি ৩০টাকা দরে পাওয়া যাচ্ছে। ঐ সময় খুব সম্ভবত ৮-১০টাকা ছিলো কেজি।

দিন শেষে বাজারে সব লবন বিক্রি হয়ে গেলো। পরদিন জানা গেলো ওটা একটা গুজব ছিলো!

১৫ ই মার্চ, ২০২২ রাত ৮:৫২

হাসান রাজু বলেছেন: আমাদের যাদের সাধ্য আছে তারা যখন এমন ৫ টাকা আর ১০ টাকা বাঁচাতে হুজুগে মাতি তখন বাজারে একটা চাপ তৈরী হয়। সেটাতে একশ্রেনীর ব্যাবসায়ী ফায়দা লুটে। এখন তো প্রায়ই দেখি পেয়াজ ওয়ালারা বেশ লুটে যাচ্ছে। আমি যখন দেখি (পেশাগত কারনে জানি) উত্তরবঙ্গে পেয়াজ মাঠ থেকে উঠছে তখনো ঢাকার বাজারে হুজুগ “পেয়াজ নেই”। এখনো পেয়াজের কেজি ৬০ টাকা । এটা হওয়ার কথা না। সামনে রমজান মানুষের একটু ধর্য্য ধরা উচিত। বাজার অস্থির করা থেকে নিজেকে সরিয়ে রাখলে গরিব মানুষগুলোর উপকার হবে। পরোক্ষ ভাবে এটাও একটা সওয়াবের কাজ হবে।

২| ১৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০০

প্রতিদিন বাংলা বলেছেন: জনতা এখন গিনিপিগ

১৫ ই মার্চ, ২০২২ রাত ৮:৫৬

হাসান রাজু বলেছেন: জনতা নিজে থেকেও গিনিপিগ হচ্ছে। অন্য সময় যেখানে মুলামুলি কর এক কেজি কিনত । সেখানে দাম বাড়লে বিনা বাক্য ব্যয়ে ১০ কেজি কিনে নিজেও মজুতকার হয়।

৩| ১৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২২

আহমেদ জী এস বলেছেন: হাসান রাজু,




যাদের পরনে থাকে ছেঁড়া লুঙি তারা তা সেলাই-মেলাই করে ঘুরিয়ে ফিরিয়ে পরে লজ্জা ঢাকে । শতছিন্ন হতে হতে এক সময় লুঙির আয়ু ফুরায়। কাছা মেরে লেংটির মতো করে পরেও লজ্জা ঢাকার উপায় থাকেনা তখন।
আমাদের লুঙির আয়ু এই ফুরায় ...... এই ফুরায়................

১৫ ই মার্চ, ২০২২ রাত ৯:০০

হাসান রাজু বলেছেন: আমিতো প্যান্ট পড়ি । আমার লুটে নেয়ার লোভ আপনার লুঙ্গিটাও কেড়ে নিতে চায়। সব আমি নিব। সব আমি খাব।

৪| ১৫ ই মার্চ, ২০২২ রাত ১১:২৩

প্রামানিক বলেছেন: জনগণ নিরুপায়

১৬ ই মার্চ, ২০২২ সকাল ১০:২৯

হাসান রাজু বলেছেন: যে যার জায়গা থেকে চরম অসৎ। পণ্য মজুদ করা যদি অসততা হয়, তবে ৯৯% জনগন সামর্থ থাকলেই এই সময়ে তেল ১ লিটার হলেও বেশি মজুদ করছে।

৫| ১৬ ই মার্চ, ২০২২ রাত ১:২৬

রাজীব নুর বলেছেন: আসলে দেশ কিভাবে চালাতে হয়- হাসিনা সরকার জানে না। তাদের জন্য দেশের সাধারণ মানুষ আজ এত কষ্ট।

১৬ ই মার্চ, ২০২২ সকাল ১০:৪১

হাসান রাজু বলেছেন: লুটতে না দিলে, ক্ষমতা টিকানো কঠিন। আর্থিক সমর্থন না থাকলে ক্ষমতায় ২ মিনিট ও থাকা যাবে না। হাসিনা সরকার অনেক ছাড় দিয়েই ক্ষমাতায় থাকতে হচ্ছে। অতএব লুট চলবে।

৬| ১৬ ই মার্চ, ২০২২ সকাল ৮:৫৪

নেওয়াজ আলি বলেছেন: বড় লোক আর সরকারী লোক খাবে অন্যরা চৈয়ে চেয়ে দেখবে

১৬ ই মার্চ, ২০২২ সকাল ১১:০৪

হাসান রাজু বলেছেন: সুযোগ থাকলে কে খাচ্ছে না। যে ব্যাংক লুটছে সে তেলের দাম নিয়ে বাজার গরম করছে। যে তেল পেঁয়াজ দিয়ে বাজার লুটছে তার জিজ্ঞাসা ব্যাংকের এত টাকা কে লুটল?
আমারা যারা এখনো লুটতে পারি নাই। তারা বসে আছি কখন আমার নম্বর আসবে। শুধু একটা দান মারার আকাঙ্ক্ষা . . . . . .

৭| ১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১:০৬

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশের সাধারন মানুষ কিছু লোভী মানুষের লোভের শিকার । এদের জিহবা এত্ত বড় যে এরা পুর দেশটাই তাদের লোভের জিহবা দ্বারা চেটে ফেলছে ।

২১ শে মার্চ, ২০২২ সকাল ১১:৪৮

হাসান রাজু বলেছেন: লোভের জিহবর হিসেবে দেশটাই ছোট পড়ে যাচ্ছে।

৮| ২১ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৩৭

মিরোরডডল বলেছেন:




কেমন আছে হাসান ?
সেই ফটোব্লগের পর আর খবর নেই ।

অসাধু ব্যবসায়ীরা ওপেনলি এই কাজগুলো করছে ।
তারপরও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়না কেনো, এটাই আমাকে ভাবায় ।
দ্রব্যমূল্য যে হারে বাড়ছে, বেশীরভাগ সাধারণ মানুষগুলো তার ভুক্তভোগী ।
খুব খারাপ লাগে কিন্তু সবাই নিরুপায় ।



২১ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৪৭

হাসান রাজু বলেছেন: আমি বড়ই অলস।

মনে রেখেছেন! সেটাই বড় পাওয়া।

আসলে -
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের চেয়ে নষ্ট সে যে আমার জন্মভূমি,

৯| ২১ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরা নিরুপায় :(

কোনো প্রতিবাদও নাই
আশ্চর্য্য

বিদেশের ইস্যু নিয়া মানুষ ক্যাচাল ম্যাচাল করে বাংলাদেশে কত কিছু ঘটে যায় তাতে কারো কিছু যায় আসে না

২১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪২

হাসান রাজু বলেছেন: বারো মাসের তের ইস্যু সামলানো জাতির এখন আর জাতীয় ইস্যুতে মন ভরে না। আন্তর্জাতিক ইস্যু হলে শরীরে একটু ভাব আসে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.