![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতই দিন যাচ্ছে দেশের সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্টি ততই হিংস্র্য ও ভয়ন্কর হয়ে উঠছে।৭১সালের আবারও তারা নীল নকশা বাস্তবায়নে ব্যাপক তৎপর হয়ে উঠেছে।শুধু তাই নয় ইসলাম যে শান্তির ধর্ম তা শান্তি প্রিয় মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। তাদের হিংসাত্নক কর্মকান্ডে ধর্মকে ব্যবহার করে শান্তির ধর্ম্ ইসলামের সৌন্দর্য ও ব্যাপকতা কে ব্যাহত করছে।আমরা সব ধর্মের সহাবস্থানে এক গর্বিত বাঙ্গালি জাতি ।আমরা মরতে জানি, গড়তে জানি,আবার লড়তেও জানি।ইসলামকে রক্ষার জন্য আমাদের শান্তিপ্রিয় মুসলমানদের ঐক্যবদ্ধ্য হতে হবে।আমাদের পবিত্র মসজিদ মাদ্রাসা এ সব মুওদুদীবাদির হাত থেকে রক্ষা করতে হবে তা না হলে এরা মসজিদ মাদ্রাসাকে জল্লাদখানা বানিয়ে ফেলবে।পাশাপাশি সব ধর্মের মানুষদের ও সজাগ থাকতে হবে নিজ,নিজ ধর্মের সহাবস্থান নিশ্চিত করতে। রোক্তচোষা হায়নারা আবার জেগেছে ওরা সেই ভয়াল গনহত্যার নেশায় উম্মাদ,ওরা মানুষরুপী শয়তান।যারা মসজিদে আগুন লাগায় পবিত্র জুম্মার দিনে নামাজ আদায় না করে মসজিদ থেকে হামলা চালায় তারা কখনও মুসলিম হতে পারে না। তাই এ সব মুখোশধারী মুসলিম হতে সাবধান হতে হবে এরা আমাদের প্রিয় মাতৃভুমিকে তালেবানী কায়দায় ধ্বংস করতে চায়।তাদের এ ঘৃন্য খায়েশ দেশপ্রেমিক জনতা কখনও সফল হতে দিবে না।
©somewhere in net ltd.