![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহাবাগের আন্দোলন নিয়ে দেশের প্রধান রানৈতিকদলগুলো শুরু থেকেই নানা হিসাব নিকাশ শুরু করছে।সরকারী দল সুচতুর আওয়ামীলিগ প্রথম থেকেই এ আন্দোলনের সঙ্গে একত্ততা ঘোষনা করে নিজেদের নানা বার্থ্যতা ঢাকার চেষ্টা করছে অন্যদিকে প্রধান বিরোধী দল বি.এন.পি এ আন্দোলনকে তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করতে না পারায় হিংসার আগুনে জ্বলছে,তাই তারা আন্দোলনের সঙ্গে নানা ইস্যু জড়িয়ে আন্দোলনের বিরোধীতা করছে বাংলার জনগন এখন অনেক সচেতন আর কথার ফুলঝড়ি দিয়ে কাজ হবে না।স্বাধীনতার পর এ সব শাসকগোষ্ঠি জনগনকে অনেক স্বপ্ন দেখিয়ে ধোকা দিয়েছে জনগন আর ঠকতে চায় না তাই তো বাংলার জনগন তাদের প্রানের দাবী যুদ্ধাপরাধীদের বিচারের জন্য নিজেরাই রাজপথে নেমেছে এসব নামধারী রাজনৈতিক দলগুলোর উপর সাধারন মানুষের যে অনাস্থা তা শাহাবাগের আন্দোলনই প্রমান করে।জনগন এখন এদের বাহিরে বিকল্প খোঁজার চেষ্টা করছে এবং জনগন ঠিকই খুঁজে বের করে এ সব দলকে ছুঁড়ে ফেলবে।যারা স্বাধীনতার এতটা বছরে স্বাধীনতার সূফল জনগনকে পেতে দেয়নি তাদের বাংলার রাজনীতিতে থাকার কোন অধিকার নাই।সময় এসেছে এসব নোংরা রাজনীতিকদের ছুঁড়ে ফেলার ও দেশপ্রেমিক বিকল্প রাজনৈতিক শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় আসীন করার।
©somewhere in net ltd.