![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাই।
- হ্যালো
- আপনার পিকটা অনেক সুন্দর। যেন আকাশ থেকে পরি নেমে এসেছে।।
- তাই?!!
-হুম।
- আপনি কিসে পরেন?!
- অনার্স ২ য় বর্ষ
- আপনি?!
- এইতো একটা মাল্টিন্যাশনাল এর ম্যানেজার।
- অনেক ভাল চাকরি
- হুম সবাই বলে।
- আমি কি আপনার মোবাইল নাম্বারটা পেতে পারি?
- আপাতত না।
- ইটস ওকে।।।।।
৫-৬ দিন চ্যাট চলে।তাদের সম্পর্ক আপনি থেকে তুমিতে নামে।এর পর সারা দিন রাত সব কিছু ভুলে তারা একে অপরের সাথে চ্যাট করে।কিন্তু রফিক নাম্বার চাইলেই মেয়েটি না করে।রফিক ও কিছু বলে না।১৫-২০ দিন পর একদিন দেখে মেয়েটির আইডি
ব্লক পায়।যে কোন কারনে হোক।হয়তো মেয়েটি তাকে ব্লক করেছে।।।অথবা তার আইডি বাদ হয়েছে।।।।মেয়েটা যে বলতো তাকে এত লাভ করে তাহলে সে কেন যোগাযোগ করছে না।এর উত্তর পায় না।ভারচুয়াল জগত খুবই খারাপ।রফিকের কিছুদিন ধরে মন খারাপ।সে স্যাকা খেয়েছে। কিছুদিন পর তার মন ভালো হয়।স্বাভাবিক লাইফে ফিরে আসে সে।
একদিন ফেসবুকে বসা।একটা মেয়ে পিক আপলোদ দিছে।।।।খুব সুন্দর দেখতে।।।
রফিক ইনবক্স করে।।।
- আপনার পিকটা অনেক সুন্দর। যেন আকাশ থেকে পরি নেমে এসেছে।।
- তাই?!
- হুম
এভাবেই এগুতে থাকে আর একটা ফেসবুকীয় প্রেম কাহিনী
২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
পথিক শোয়েব বলেছেন:
২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৬
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আসলে সব কিছুই পরিবর্তনশীল।
ভালোবাসাটা ও.... :-D
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১
পথিক শোয়েব বলেছেন: তাই বলে এত দ্রুত ???!!!
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮
আব্দুল্লাহ তুহিন বলেছেন: কি করবেন বলেন? চোখ বন্ধ করে দেখে যান... :-)
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩
মহা সমন্বয় বলেছেন: ফেসবুক ?? সে তো এখন এক ইতিহাস