নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারন একজন মানুষ... লিখতে ভালো লাগে।কিন্তু আলসেমি লেখার গতি কমিয়ে দেয়.।এমন একটা যন্ত্র আবিস্কার হত।যাতে বলার সাথে সাথে প্রিন্ট হয়ে বের হয়ে যেত লেখা।সেই দিনের অপেক্ষায় আছি

পথিক শোয়েব

পথিক শোয়েব › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক বনাম ব্লগ

২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

আমার এক ফ্রেন্ড সেদিন বলছে ।ব্লগ হল ফেসবুকের ক্ষুদ্র সংস্করন।কিন্য আমি তার সাথে এক মত হতে পারলাম না। আমি বললাম ফেসবুকের সাথে ব্লগের বিস্তর পার্থক্য । ফেসবুক সমাজের মোটামোটি সব শ্রেনীর মানুষ ব্যবহার করে ।কিন্তু ব্লগ কিছু বিশেষ লোক ব্যাবহার করে । যাদের স্থান আমাদের সমাজে জ্ঞানের দিক বিচার করলে উপ রের দিকেই হবে। ব্লগে যে সকল লেখা পোষ্ট করা হয় ।ফেসবুকে এই লেখা গুলই পোষ্ট করলে রেসপন্স লেভেল অনেক কম থাকে ।ফ্রেন্ড লিস্টের ১০ % লোক এই সব বুঝার এবং সেখানে কমেন্ট করার যোগ্যতা রাখে ।তাছাড়া ফেসবুকে এখন ও নান্টু বল্টু মার্কা জোকসের তুমুল জনপ্রিয়তা ।আর ব্লগ হল নিজের মত প্রকাশের একটা প্লাট ফরম.। আর ফেসবুক সামাজিক যোগাযোগের একটা মাধ্যম ।ব্লগের দখল এখন ও আমাদের সমাজের একটা অভিজাত অংশের দখলে ।যারা জ্ঞান চর্চায় আভিজাত্যের ধারক ।এখানের ভিজিটররা ও জ্ঞান বিজ্ঞানে যথেষ্ট উন্নত । ফেসবুকে মন গড়া পোষ্ট দিলে ও ধরার মত লোকের অভাব। তাই আমি সব সময় মনে করি ব্লগ হল জ্ঞান চর্চার অভিজাত একটা প্লাট ফরম। কেননা এখানে কিছু লেখক আছেন।যাদের লেখা পরে আশ্চর্য হই।এত সুন্দর কিভাবে লেখে মানুষ । এই লেখকরাই একদিন দেশের নাম করা লেখক হবেন এটা হলফ করেই বলা যায়.।.।.।.।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

আগুনে পাখি বলেছেন: ফেসবুকে যে কেউ বুঝে-না বুঝে যা খুশি তাই লিখতে পারে। ব্লগে একটু মস্তিষ্কসম্পন্ন লোকরাই লিখে থাকেন।

২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

পথিক শোয়েব বলেছেন: আর একটা সমস্যা ফেসবুকে বড় লেখা গুলো পড়তে চায় না মানুষ ।তারা ছোট ছোট জোকস বা মহা মানবের উক্তি টাইপ পোষ্ট পছন্দ করে.।.।। :(

২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সহমত।

২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

পথিক শোয়েব বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৭

রাইসুল ইসলাম রাণা বলেছেন: দারুণ বলেছেন। মাত্র কয়েকদিনেই অনেক কিছু শিখতে পেরেছি ব্লগে এসে,যেটা ফেবুকে ৩বছরেও পারিনি।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০০

পথিক শোয়েব বলেছেন: হ্যা ভাই ফেসবুকে আসলে সত্য মিথ্যা আর ফালতু জিনিসের ছড়া ছড়ি

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২১

নাজমুস সাকিব রহমান বলেছেন: ব্লগ হল যারা লেখালেখির সাথে যুক্ত তাদের জন্য। আপনি সঠিক বলেছেন।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০২

পথিক শোয়েব বলেছেন: জ্বী ভাই।আর যারা লেখা লেখি করে তারা অনেক জ্ঞান রাখে।কারন জ্ঞান ছাড়া লেখা লেখি করা অসম্ভব।এই লেখা লেখি কিন্তু সবাই পারে না

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: সুন্দর বলেছেন ভাই। ফেসবুকে অনেকে না বুঝে লাইক দেয়। যা নিছক বন্ধুত্বের খাতিরে। কিন্তু ব্লগে তা হয় না।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৩

পথিক শোয়েব বলেছেন: ফেসবকে একটা পোস্ট করা হলে যেটা পড়তে মিনিমাম দুই মিনিট লাগবে।সেটাটেই দেখা যায় ৭ সেকেন্ড এ ১০ টা লাইক পড়ে যায়।এরা না পড়েই লাইক দেয়

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

তেলাপোকা রোমেন বলেছেন: ব্লগের দখল এখন ও আমাদের সমাজের একটা অভিজাত অংশের দখলে

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

আব্দুল্লাহ তুহিন বলেছেন: অবশ্যই ভাই। ফেসবুক ফেসবুকের যায়গায়। আর ব্লগ ব্লগের। :-)

কেউ একজন ফেসবুকে "শুভ সকাল" বলে স্টাটাস দিলে ও তাতে শখানেক
লাইক পরে। আর ব্যপারটা কিন্তু ব্লগে দেখাই যায় না। :-)

আর একটা কথা.... ফেসবুকে কিছু লিখার জন্য কোন যোগ্যতা লাগে না।
যে কেউ ই লিখতে পারে।
কিন্তু ব্লগে লিখতে হলে কিছু বুঝতে হবে,,,
জানতে হবে......

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৭

পথিক শোয়েব বলেছেন: তাছাড়া ভাই একটা ব্যাপার ব্লগে সবার একটা ব্যক্তিত্ববোধ আছে.। এখান থেকে কেউ লেখা চুরি করে না.।। কিন্তু ফেসবুকে লেখা চুরি হয়। অন্যরা নিজের নামে চালিয়ে দেয়।

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১১

Md Tariqul Hasan Thuin বলেছেন: ব্লগের দখল এখন ও আমাদের
সমাজের একটা অভিজাত অংশের দখলে ।
যারা জ্ঞান চর্চায় আভিজাত্যের ধারক.......৷
সুন্দর লিখেছেন ৷ সহমত ভাই

৯| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০২

আখেনাটেন বলেছেন: ফেসবুক হল 'উঠ ছুড়ি তোর বিয়ে টাইপের' আর ব্লগ হল 'দেখ, শোনো, জানো, কিছুদিন মেলামেশা কর, তারপরে বিয়ে'।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.