![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক ভাল কাক এক বকের প্রেমে পড়লো। তো একদিন সে বকের কাছে গিয়ে...
-আমি তোমাকে অনেক ভালো বাসি।তুমি আমাকে ভালোবাস?
এটা শুনে বক অবাক
- তুমি আমাকে ভালোবাস, নিজের মুখ একবার আয়নায় দেখেছ??!!
কত বড় সাহস তুমি আমার সাথে আসছ প্রেম করতে.....
.. এই কথা শুনে ভালো কাকটি চলে যায়। সে নিজের কাজে মনোনিবেশ করে। সে বকটাকে সে ভুলে যায়। ভালো কাকটি একসময় কাকল্যান্ডের রাজা হয়... সব দিকে তার সুনাম। তাদের রাজা অনেক ভালো। মেয়ে পাখিরা তাকে বিয়ে করার জন্য পাগল।
অন্য দিকে ভালো কাকটি চলে আসার পর সেই বকটি আর একটা কাকের সাথে প্রেম করে। একদিন এক দুষ্ট কাক পাউডার মেখে সাদা হয়ে আসলো সেই বকের কাছে। বক দেখলো কি হ্যান্ডসাম। কি সুন্দর। ফর্সা। তার মনের মত একটা বিএফ পাইলো তাহলে। তারা চুটিয়ে প্রেম করা শুরু করে। এই কাক ইংরেজিতে কথা বলে। থ্রি কোয়ার্টরার প্যান্ট পরে। সব সময় সানগ্লাস পড়ে থাকে । এভাবে একদিন বক তার সব কিছু বিলিয়ে দেয় ভন্ড কাকটার কাছে। সমুদ্রের পাড়ে তারা দুইজনে বসে আছে। একটা সজোড়ে ঢেউ আসে। সেই ঢেউয়ে দুষ্ট কাকের সব পাউডার ধুয়ে আসল রূপ বেড়িয়ে যায়।এটা দেখে বক রাগে দুখে ব্রেক আপ করে রিলেশন।.... প্রতারিত বক এখন ফেসবুকে বসে বসে স্ট্যাটাস দেয় দুনিয়ার সব কাকেরা খারাপ.... কাক জাতিকে বিশ্বাস করতে নেই........
বি:দ্র: আপনারা বাস্তব জীবনের মিল খুজতে যাইয়েন না।যদি পান সেটা কাক তাল মাত্র
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
হানিফঢাকা বলেছেন: একদিন এক দুষ্ট কাক পাউডার মেখে সাদা হয়ে আসলো সেই বকের কাছে। বক দেখলো কি হ্যান্ডসাম। কি সুন্দর। ফর্সা। তার মনের মত একটা বিএফ পাইলো তাহলে। তারা চুটিয়ে প্রেম করা শুরু করে। এই কাক ইংরেজিতে কথা বলে। থ্রি কোয়ার্টরার প্যান্ট পরে। সব সময় সানগ্লাস পড়ে থাকে ।----হা হা ভাল বলেছেন