![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-আফা আপনি কি কাওরে ভালোবাসেন ?
সুফিয়া প্রশ্ন করে জেরিনকে । সে জেরিনদের বাসায় নতুন এসেছে। মেয়েটা একটু বেশি কথা বলে। সব কাজের লোক গুলোরই বেশি কথা বলার একটা বাতিক থাকে । কারনে অকারনে কথা বলে। সুফিয়াও ব্যাতিক্রম না। কিন্তু এই মেয়েটির একটু বেশি স্পর্ধা । জেরিন ধমক লাগায় তার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য।
-তোমাকে যে কাজ করতে ডেকেছি ,সেই কাজ কর। আমার মাথা প্রচন্ড ব্যাথা করছে। মাথা টিপে দাও ।
-আফা আপনি যাকে ভালোবাসেন তার নাম মিরন । ছেলেটা বেশি সুবিধার না ।
জেরিন অবাক হয়। এই মেয়ে মিরনের নাম জানলো কিভাবে !! তাদের ফ্যামিলি অনেক রক্ষনশীল। প্রেম ভালোবাসা পছন্দ না কারো । তাই সে চুপেচাপে প্রায় এক বছর ধরে মিরনের সাথে প্রেম করে গেছে । কাক পক্ষীও টের পায়নি। এই মেয়ে নিশ্চই তার মোবাইল থেকে দেখেছে মিরনের নাম। কিন্তু তার স্মার্ট ফোন তো সব সময় লক্ করা থাকে । আর ফোন আসলে ও বুঝবে না কেউ । অন্য নাম দিয়ে সে মিরনের নাম সেভ করেছে ।
-আফা আমি মাইনসের গোপন কথা কইতে পারি ।
-তুমি কি সবার গোপন কথাই বলতে পারো। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে জেরিন।
-না আফা যাদের চুল ধরি , চুলে হাত দেই তাদের কথাই বলতে পারি ।
-হুম
-আফা মিরন লোকটার মাথায় দিস্টাব আছে ।
-দেখ সুফিয়া কোন লোক সম্পর্কে না জেনে খারাপ মন্বব্য করতে হয় না ।
-আফা মিরন আপনাকে মেরে ফেলবে ।
-সুফিয়া তুমি আমার রুম থেকে এখন বের হও। তোমার ফালতু কথা শুনতে ভালো লাগছে না।
-আফা আপনের আমার কথা বিশ্বাস হচ্ছেনা । মিরন ভাই একটু পর আপনাকে একটা মেসেজ দিবে। সে আপনাকে তার বাসায় যাওয়ার জন্য বলবে ।
-শোন সুফিয়া । মিরন কোন দিন তার বাসার কথা আমার সাথে আলোচনা করেনি। তার সাথে কথা বলে মনে হয়েছে সে তার ফ্যামিলির উপরে ফেডআপ । তাই আমি কখনও এই বিষয়ে জানতেও চাইনি। তার বাসা কোথায় সেটাই জানি না । আর বাসায় নিয়ে যাওয়ার তো প্রশ্নই আসে না।
-আফা সে আপনাকে যাইতে কইলেও, আপনি যাবেন না । আমি মরে গেলেও আপনাকে যাইতে দিমু না ।
-তুমি এখন যাও । আমাকে একা থাকতে দাও। তার সাথে গত পনের দিন ধরে যোগাযোগ নেই। মোবাইল অফ। লোকটা বেচে আছে না মরে গেছে সেটাই জানি না। কোন সমস্যায় পড়েছে নিশ্চই । আগে কখনো এমন করেনি। এমনিতেই ওর জন্য চিন্তায় আছি। কি হয়েছে। আর তুমি উল্টা পাল্টা বকতেছ ।আমাকে মেসেজ দেবে না সে ।
জেরিন সুফিয়াকে বের করে দেয় রুম থেকে । দরজা আটকিয়ে বিছানায় শুয়েছে। মাথাটা প্রচন্ড ধরেছে । এমন সময় একটা মেসেজ আসে , মুঠোফোনে । মিরনের মেসেজ । নতুন বাসা নিয়েছে সে । বাসায় নিয়ে যাবে জেরিন কে ।
জেরিন অবাক হয়।মিরনকে খারাপ ছেলে ভাবতে কষ্ট হচ্ছে।এমন হতে পারে না মিরন ।সে মিরনের মেসেজটা ডিলেট করে দেয় । মিরনের সব মেসেজ যেগুলো এত দিন যত্ন করে সেভ করে রেখেছিল একটা একটা করে ডিলেট করে...। তার কান্না পাচ্ছে খুব ... হাউ মাউ করে কাদে , অসহায়ের কান্না...............।।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
পথিক শোয়েব বলেছেন: ভাই আপনার মন্তব্য আমাকে খুব অনুপ্রনিত করবে .। আন্ত রিক ধন্যবাদ ভাই
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৮
আরণ্যক রাখাল বলেছেন: একটা জিনিস বুঝলাম না, মিরন ওকে বাসায় ডাকল, সেজন্য খারাপ না ঐ কাজের মহিলা বলল বলে খারাপ?
যদি বাড়িতে ডাকার কারণে ওকে খারাপ ভাবা হয়, তাহলে মেয়েটার সমস্যা আছে! ভালবাসার সাথে শরীরের সম্পর্ক না থাকলে সেটা ভালবাসাই না
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৬
পথিক শোয়েব বলেছেন: না ভাই আসলে ছেলেটা সাইকো আর সিরিয়াল কিলার .।। কিন্তু কাজের মেয়েটা এটা বুঝতে পারে.।।।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩
সুমন কর বলেছেন: আরো একটু বড় করা যেত। যদিও ছোট গল্প ভালো লেগেছে।
বর্ণনায় +।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮
পথিক শোয়েব বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার সুন্দর মন্তব্য । আপনার সাজেশান ভবিষ্যতে গল্প লেখার সময় ফলো করার চেষ্টা করব ।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
দিল মোহাম্মদ মামুন বলেছেন: প্রিয় ভাই, আপনার গল্প লিখুনী খুব চমৎকার। কৌতুহল জাগিয়ে দিলেন, .....
ধন্যবাদ আপনাকে