নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারন একজন মানুষ... লিখতে ভালো লাগে।কিন্তু আলসেমি লেখার গতি কমিয়ে দেয়.।এমন একটা যন্ত্র আবিস্কার হত।যাতে বলার সাথে সাথে প্রিন্ট হয়ে বের হয়ে যেত লেখা।সেই দিনের অপেক্ষায় আছি

পথিক শোয়েব

পথিক শোয়েব › বিস্তারিত পোস্টঃ

অশুভ পরিবর্তন

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৭

এক লোক ফ্যাশন ডিজাইনার । তাকে বলা হল নতুন একটা জাইংগা আবিস্কারের জন্য। তো সে ছিল অত্যধিক আধুনিক। সে এক পা ওয়ালা একটা জাইংগা বানালো। কিন্তু বাজারে ছাড়ার পর এর সমস্যা ধরা পড়লো। লোক জন এক পা ঢুকানোর পর আর এক পা ঢুকানোর জন্য পা খুজে পায় না। আমাদের সংস্কৃতি ও আজকে এক পা ওলা জাইংগার মত হয়ে গেছে । বিভিনন ফেস্টে আসল গান গুলকে আধুনিক করতে গিয়ে আমাদের সেই গান ও তার আসল আবেদন হারিয়েছে। অনেকে বলবেন নতুনকে গ্রহন করতে শিক্ষার কথা। কিন্তু কিছু কিছু পুরাতন জিনিস কখনই বদলাবার না। কিছু জিনিস পুরাতন ই ভালো। এর জন্যই ক্লাশিক নাম এর আবির্ভাব হয়েছে । ক্লাশিক সাহিত্য, ক্লাশিক ফ্যাশন। আজ কিছু কিছু বিদেশী বেনিয়া গ্রুপ যেভাবে আমাদের তরুন সমাজের ভিতরে পরিবর্তনের নামে এক রকম অসুস্থ সংস্কৃতি ঢুকিয়ে দিচ্ছে সত্যিই খারাপ লাগে । আমরা পরিবর্তন চাই। তবে সেই এক পা ওয়ালা জাইংগার মত ফ্যাশন চাইনা ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪

(একজন নিশাদ) বলেছেন: ব্যপক বিনোদন এবং গ্রহণযোগ্য আবেদন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৫

পথিক শোয়েব বলেছেন: আন্তরিক ধন্যবাদ :)

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪

শাহরীন মাহাদী বলেছেন: ভাল লিখেছেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৬

পথিক শোয়েব বলেছেন: আন্তরিক ধন্যবাদ

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫

তাসলিমা মিতু বলেছেন: আসলেই আমরা পরিবর্তন চাই, তবে সুস্থ ধারায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.