![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রাচীন কালে মানুষ অমর হওয়ার জন্য কত চেষ্টা সাধনাই না করেছে। তার উৎকৃষ্ট উদাহরন ফারাও দের মমি গুলো । মিশরের ফারাওরা অমরত্ব পাবার আশায় মমি করে রাখতো তাদের দেহ। কিন্তু এই দেহ দিয়ে কি সেই আগের মানুষটিকে ফিরিয়ে আনা সম্ভব ?? কারন মমি করতে গিয়ে তাদের দেহের প্রায় ৬০% অংশই নষ্ট হয়ে গেছে। এই প্রশ্নের উত্তর পেতে আমাদের আসতে হবে আধুনিক যুগে । ডি এন এ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। আপনি যে একটা খাবার খাচ্ছেন , আপনি ঘুমাচ্ছেন, আপনি লেখা লেখিতে ভাল, আপনার গানের গলা ভাল। এগুলো সব কিছুই পূর্ব নির্ধারিত । একটা কম্পিউটারের যেমন সব কিছু তার হার্ড ডিস্কে জমা থাকে । ডি এন এ ও আমাদের সব কিছু জমা করে রাখে । প্রয়োজন শুধু আপনার ক্ষমতাকে সেই ডি এন এর ভিতর থেকে বের করে আনতে পারা ।খুব কম লোকই যদিও এই কঠিন কাজটি পারে । এই শক্তিশালী ডি এন এ অক্সিজেন ,নাইট্রোজেন, কার্বন , দ্বারা গঠিত । ডি এন এ দেখতে পেচানো সিঁড়ির মত । বাবা –মার শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের সময় ডি এন এ মিশে যায় সন্তানের ডি এন এর সাথে । কিন্তু সন্তান বাবা-মার পুরোপুরি বৈশিষ্ট্য পায় না। একটা মানুষ তার ডি এন এ দ্বারা আরেক জনের থেকে স্বতন্ত্র । ডি এন এ একটা মানুষ মারা যাওয়ার অনেক দিন পর পর্যন্ত অক্ষত থাকে। এর জন্যই মারা যাওয়ার অনেক অনেক বছর পর ও একটা লোককে শনাক্ত করা সম্ভব হয় ডি এন এ টেষ্ট দিয়ে। আগামী দিনের অমরত্ব আসবে এই ডি এন এর হাত ধরেই । হয়তো আপনার আমার ডি এন এ এমন একটা জন্মপ্রকিয়ার সাথে যুক্ত করে দেওয়া সম্ভব হবে যেখানে আমরা বেড়ে উঠব এখন যেভাবে আছি ঠিক সেভাবেই। মমি গুলো থেকে ডি এন এ সংগ্রহ করে হয়তো ফিরিয়ে আনা যাবে সেই ফারাও খুফু , আর তাদের সামন্তদের । এর জন্য অপেক্ষা করতে হবে। ততো দিন আমরা হয়তো বেচে থাকব না ............ আমাদের ডি এন এ ??!! সেটাও অবশিষ্ট্য থাকবে না
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কে জানে ভবিষ্যতে কী হবে?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯
পথিক শোয়েব বলেছেন: হুম । সেটাই ভবিষ্যত কে ভবিষ্যতের হাতে ছেড়ে দেয়াই উচিত ।
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭
তার আর পর নেই… বলেছেন: এসবে একটা 'হয়তো ' আছেই। হয়তো হবে, হয়তো হবেনা।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭
পথিক শোয়েব বলেছেন: হুম অনিশ্চয়তা আছে । তবে আমার বিশ্বাস অমরত্ব পাবে না মানুষ । এত দ্রুত সব কিছুর উন্নতি হচ্ছে কিন্তু আজ পর্যন্ত ক্যান্সার আর এইডস রোগের প্রতিষেধক আবিস্কার হয় নাই । এখান থেকেই বুঝা যায় ।।
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: অদূর ভবিষ্যৎ এর কথা আল্লায়ই ভালো জানে...
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৮
মহা সমন্বয় বলেছেন: আহ্ যদি সত্যই এমন হত তাহলে কতই না ভল হত।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৬
পথিক শোয়েব বলেছেন: অমরত্ব পেলে সবাই পাগল হয়ে ঘুরত। লাইফ বোরিং হয়ে যেত...
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫
খোলা মনের কথা বলেছেন: ঐ আশায় ঘুম কামাই করা কি ঠিক হবে????
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪
পথিক শোয়েব বলেছেন: হাহা।।।।ভাই বোমা মেরে ও আমি ঘুমালে ঊঠাতে পারে না কেউ... কামাই যাওয়ার প্রশ্নই উঠে না :/
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭
আমি ময়ূরাক্ষী বলেছেন: অমরত্বের দরকার নেই। নশ্বর জীবনই ভালো।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫০
পথিক শোয়েব বলেছেন: হুম সেটাই ।ক্ষন স্থায়ী জিনিস সুন্দর হয় বেশি.।.।।
৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:১০
তদন্তকারী বলেছেন: আপনার অমরত্বের ব্যাখ্যা ও পোস্ট অনুযায়ী মানুষ এখন অমরত্বের মধ্যে আছে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮
পথিক শোয়েব বলেছেন: এটা কি আপনার ময়না তদন্ত রিপোর্ট ভাই ???!!!!
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৭
বিজন রয় বলেছেন: না।