নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারন একজন মানুষ... লিখতে ভালো লাগে।কিন্তু আলসেমি লেখার গতি কমিয়ে দেয়.।এমন একটা যন্ত্র আবিস্কার হত।যাতে বলার সাথে সাথে প্রিন্ট হয়ে বের হয়ে যেত লেখা।সেই দিনের অপেক্ষায় আছি

পথিক শোয়েব

পথিক শোয়েব › বিস্তারিত পোস্টঃ

অমরত্ব!! আসলেই কি সম্ভব ??!!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫






প্রাচীন কালে মানুষ অমর হওয়ার জন্য কত চেষ্টা সাধনাই না করেছে। তার উৎকৃষ্ট উদাহরন ফারাও দের মমি গুলো । মিশরের ফারাওরা অমরত্ব পাবার আশায় মমি করে রাখতো তাদের দেহ। কিন্তু এই দেহ দিয়ে কি সেই আগের মানুষটিকে ফিরিয়ে আনা সম্ভব ?? কারন মমি করতে গিয়ে তাদের দেহের প্রায় ৬০% অংশই নষ্ট হয়ে গেছে। এই প্রশ্নের উত্তর পেতে আমাদের আসতে হবে আধুনিক যুগে । ডি এন এ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। আপনি যে একটা খাবার খাচ্ছেন , আপনি ঘুমাচ্ছেন, আপনি লেখা লেখিতে ভাল, আপনার গানের গলা ভাল। এগুলো সব কিছুই পূর্ব নির্ধারিত । একটা কম্পিউটারের যেমন সব কিছু তার হার্ড ডিস্কে জমা থাকে । ডি এন এ ও আমাদের সব কিছু জমা করে রাখে । প্রয়োজন শুধু আপনার ক্ষমতাকে সেই ডি এন এর ভিতর থেকে বের করে আনতে পারা ।খুব কম লোকই যদিও এই কঠিন কাজটি পারে । এই শক্তিশালী ডি এন এ অক্সিজেন ,নাইট্রোজেন, কার্বন , দ্বারা গঠিত । ডি এন এ দেখতে পেচানো সিঁড়ির মত । বাবা –মার শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের সময় ডি এন এ মিশে যায় সন্তানের ডি এন এর সাথে । কিন্তু সন্তান বাবা-মার পুরোপুরি বৈশিষ্ট্য পায় না। একটা মানুষ তার ডি এন এ দ্বারা আরেক জনের থেকে স্বতন্ত্র । ডি এন এ একটা মানুষ মারা যাওয়ার অনেক দিন পর পর্যন্ত অক্ষত থাকে। এর জন্যই মারা যাওয়ার অনেক অনেক বছর পর ও একটা লোককে শনাক্ত করা সম্ভব হয় ডি এন এ টেষ্ট দিয়ে। আগামী দিনের অমরত্ব আসবে এই ডি এন এর হাত ধরেই । হয়তো আপনার আমার ডি এন এ এমন একটা জন্মপ্রকিয়ার সাথে যুক্ত করে দেওয়া সম্ভব হবে যেখানে আমরা বেড়ে উঠব এখন যেভাবে আছি ঠিক সেভাবেই। মমি গুলো থেকে ডি এন এ সংগ্রহ করে হয়তো ফিরিয়ে আনা যাবে সেই ফারাও খুফু , আর তাদের সামন্তদের । এর জন্য অপেক্ষা করতে হবে। ততো দিন আমরা হয়তো বেচে থাকব না ............ আমাদের ডি এন এ ??!! সেটাও অবশিষ্ট্য থাকবে না :)

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৭

বিজন রয় বলেছেন: না।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কে জানে ভবিষ্যতে কী হবে?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯

পথিক শোয়েব বলেছেন: হুম । সেটাই ভবিষ্যত কে ভবিষ্যতের হাতে ছেড়ে দেয়াই উচিত ।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭

তার আর পর নেই… বলেছেন: এসবে একটা 'হয়তো ' আছেই। হয়তো হবে, হয়তো হবেনা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭

পথিক শোয়েব বলেছেন: হুম অনিশ্চয়তা আছে । তবে আমার বিশ্বাস অমরত্ব পাবে না মানুষ । এত দ্রুত সব কিছুর উন্নতি হচ্ছে কিন্তু আজ পর্যন্ত ক্যান্সার আর এইডস রোগের প্রতিষেধক আবিস্কার হয় নাই । এখান থেকেই বুঝা যায় ।।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২১

আব্দুল্লাহ তুহিন বলেছেন: অদূর ভবিষ্যৎ এর কথা আল্লায়ই ভালো জানে...

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৮

মহা সমন্বয় বলেছেন: আহ্ যদি সত্যই এমন হত তাহলে কতই না ভল হত।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৬

পথিক শোয়েব বলেছেন: অমরত্ব পেলে সবাই পাগল হয়ে ঘুরত। লাইফ বোরিং হয়ে যেত... :)

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫

খোলা মনের কথা বলেছেন: ঐ আশায় ঘুম কামাই করা কি ঠিক হবে????

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪

পথিক শোয়েব বলেছেন: হাহা।।।।ভাই বোমা মেরে ও আমি ঘুমালে ঊঠাতে পারে না কেউ... কামাই যাওয়ার প্রশ্নই উঠে না :/

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: অমরত্বের দরকার নেই। নশ্বর জীবনই ভালো।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫০

পথিক শোয়েব বলেছেন: হুম সেটাই ।ক্ষন স্থায়ী জিনিস সুন্দর হয় বেশি.।.।।

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:১০

তদন্তকারী বলেছেন: ‌আপনার অমরত্বের ব্যাখ্যা ও পোস্ট অনুযায়ী মানুষ এখন অমরত্বের মধ্যে আছে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮

পথিক শোয়েব বলেছেন: এটা কি আপনার ময়না তদন্ত রিপোর্ট ভাই ???!!!! :P :) =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.