![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পর পর তিন বছর ফেল করার পর অতি কষ্টে ভার্সিটির গন্ডী পেরিয়েছে বিল গেটস ।পাশ করেও রেহাই নেই। সামনে বি সি এস এক্সাম । বিল গেটস পড়ছে । চিটাগাং ঢাকার রাজধানী , চিটাগাং ঢাকার রাজধানী ।এই একটা বিষয় সে কখন থেকে পড়ে যাচ্ছে ।কিন্তু মাথায় ঢুকছে না।সে যখন ই পড়তে যায় ঢাকা বাংলাদেশের রাজধানী। মুখে চলে আছে চিটাগাং ঢাকার রাজধানী । হঠাৎ গেটস এর মোবাইলটা বেজে উঠলো । ফোন করেছে কাজী নজরুল ইসলাম । বেচারার জন্য মায়া হয় গেটসের ।পর পর ৫ বছর ধরে বিসিএস ট্রাই করে যাচ্ছে । সফল হচ্ছে না। তার আগ্রহ কবিতা লেখায়।কবিতায় কি আর চিড়া ভিজে। ভিজে না । ওই ছাই পাস দিয়ে দুনিয়ায় চলা যায় না। এবার কাজী নজরুলের শেষ বিসিএস ।এর পর তার বয়স শেষ ।আর দিতে পারবে না। এবার চান্স না পেলে বেচারার হয়তো আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবে না । গত বছর শেষ বিসিএস এ না টিকে রবিন্দ্রনাথ আর শরৎ বাবু এক সাথে ঢাকার একটা হাইরাইজ বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। বিলগেটসের কত স্বপ্ন ছিল উইন্ডোজ বানাবে। তার আবিস্কার বদলে দিবে দুনিয়া । বাবাকে সেটা বলতেই রে রে করে উঠলেন।তোকে ইঞ্জিনিয়ার বানাইছি কি দরজা জানালার মিস্ত্রি হওয়ার জন্য ??!!! শত চেষ্টা করে ও বাবা কে বোঝাতে পারে নাই সে।তার এক কথা এমন কুলাজ্ঞার সন্তান জন্ম দিয়েছে সে । তার মাথা লজ্জায় হেট হয়ে যাচ্ছে। বাবার করুন মুখের দিকে তাকিয়ে গেটসের মনটা ও খারাপ হয়ে গেল । সে উইন্ডোস বানানোর স্বপ্ন বাদ দিয়ে রুমে ঢুকে দরজা জানালা আটকিয়ে পড়া শুরু করলো। চিটাগাং ঢাকার রাজধানী , চিটাগাং ঢাকার রাজধানী.....................।তাকে পড়ে যেতে হবে, থামলে চলবে না । সামনে যে তার বিসিএস এক্সাম.........।।
২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৭
পথিক শোয়েব বলেছেন:
ধন্যবাদ ভাউ.।.।.।.।।।
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
দ্যা ফয়েজ ভাই বলেছেন: : ওয়াও,ভাউ ওয়াও।কি করে এত সুন্দর করে লেখেন আপনি???চালিয়ে যান ভাউ।কেউ পুরষ্কার না দিলেও আমি আপনাকে নুপেল দিব।আপনি যেভাবে লিখছেন সেভাবে লিখতে থাকলে আগামী ১০বছরে জাতি একটা ব্র্যন্ড নিউ রবীঠাকুর পেয়ে যাবে।আমরা আপনার হাতে নুপেল দেখতে চাই।

চরম বাস্তবতা।।। সুন্দর করে উপস্থাপন করার জন্য ধন্যবাদ