নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারন একজন মানুষ... লিখতে ভালো লাগে।কিন্তু আলসেমি লেখার গতি কমিয়ে দেয়.।এমন একটা যন্ত্র আবিস্কার হত।যাতে বলার সাথে সাথে প্রিন্ট হয়ে বের হয়ে যেত লেখা।সেই দিনের অপেক্ষায় আছি

পথিক শোয়েব

পথিক শোয়েব › বিস্তারিত পোস্টঃ

আবোল তাবোল (১)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৯


চেয়ারটায় একটা লোক বসা । আমার রুমে তো কারো ঢুকতে পারার কথা না।
-কে আপনি ?
- আমি মিঃপোকা
- আমার কাছে কি চাই ? আর ঢুকলেনই বা কিভাবে ?!!
- আমাদের কারো রুমে ঢুকতে অনুমতি লাগে না ।
লোকোটা বোঝা যাচ্ছে ধরিবাজ টাইপ। আমার রুমে ঢুকে আমার সাথেই বাটপারি মার্কা কথা বলছে।
- আপনি এক্ষুনি বের হন। না হলে পুলিশ ডাকবো
তাচ্ছিল্যের হাসি দেয় সে ।
- পুলিশ দিয়ে আমাদের কিছু করতে পারবেন না। আমরা পুলিশকে ভয় পাইনা
- আপনী কি গড ফাদার ?
- তার চাইতে বড় সন্ত্রাসী
বেটা তো চরম খারাপ। বুঝে শুনে কথা বলতে হবে।মতলব ভালো ঠেকছে না তার।
-আপনি আমার রুমের থেকে বের হন
- যাব যাব, আগে আমার কাজ শেষ করেনি
- কি কাজ ?
- প্রতিশোধ
- কিসের প্রতিশোধ??!!
- আপনার উপরে ......।
-আমার উপরে ?!!!
- হ্যা আপনার উপরে । গত কাল আমার এক ভুজং ফ্রেন্ডকে পায়ের নিচে পিষে মেরে ফেলছেন।।
- আপনার ফ্রেন্ডকে পায়ের নিচে পিষে মেরেছি??!!! আপনার সাইজ দেখছেন ??!! আপনার ফ্রেন্ডের সাইজ ও আপনার চাইতে কম হবে না। দশ টনী ট্রাক লাগবে পিষতে হলে।
- আপনি মজা নিচ্ছেন আমাদের সমাজের সাথে । গত কাল থেকে তিন তিনটা বাংলা মুভি দেখা শেষ করেছি।
- কেন ?
- আপনার উপরে প্রতিশোধ নিব বলে।
-প্রতিশোধ নিলে সিনেমা দেখা লাগে ??!
- বাংলা সিনেমা দেখে মাইর শিখেছি। যদিও বাংলা সিনেমার হিরোদের কার্টুনের মত লাগে আমার কাছে। জ্যাকিচ্যানের মুভি দেখা উচিত ছিল। তবে যেটুকু শিখেছি তা দিয়েই চালিয়ে নিতে পারব।
এটা বলেই লোকটা আমার উপরে ঝাপিয়ে পড়ে। ইয়া ঢিশুম, ইয়া ঢিশুমাইক...তার মার খেয়ে আমার চেহারা বাংলা সিনেমার ভিলেনের মত হয়ে গেল ।
এমন সময় আমার ফ্রেন্ড এর ডাকে ঘুম ভাংলো। ধরমর করে উঠে বসলাম।
- কিরে ঘুমের ঘোরে কি সব আবল তাবল বকছিলি ?!!!
এমন সময় দেখি আমার বালিশের তলা থেকে একটা তেলা পোকা বের হয়ে দোড় দিল।গতকাল আমি একটা তেলাপোকা মেরেছিলাম ।আজকি তাহলে তার ফ্রেন্ড এসে ঘুমের ঘোরে ভয় দেখাচ্ছিল ??!!
- কিরে বললি না কি হয়েছে ??!
আমি শুধু বললাম, কিছু নাহ। এমনি.........।।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৯

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৮

পথিক শোয়েব বলেছেন: ধন্যবাদ

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০০

পথিক শোয়েব বলেছেন: আন্তঃরিক ধন্যবাদ

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১০

হাতুড়ে লেখক বলেছেন: ভাল্লাগসে। তবে ফিনিশিংটা আগেই বুঝতে পারছিলাম তাই বেশি মজা পাই নাই।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৭

পথিক শোয়েব বলেছেন: :(

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৩

আরণ্যক রাখাল বলেছেন: হে হে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.