নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারন একজন মানুষ... লিখতে ভালো লাগে।কিন্তু আলসেমি লেখার গতি কমিয়ে দেয়.।এমন একটা যন্ত্র আবিস্কার হত।যাতে বলার সাথে সাথে প্রিন্ট হয়ে বের হয়ে যেত লেখা।সেই দিনের অপেক্ষায় আছি

পথিক শোয়েব

পথিক শোয়েব › বিস্তারিত পোস্টঃ

আবোল- তাবোল -২

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৯

চায়ের দোকানে দুই চাচায়
১ম চাচাঃ দেশটা মগের মুল্লক হইয়া গেছে , যে যেমনে পারতাছে চুরি কইরা খাইতাছে।কোটি কোটি টাকা চুরি করতাছে সবাই
২য় চাচাঃ হুম , আসলেই। মোগো চেয়ারম্যান সাব তো গম চুরি কইরা খাইয়া ইয়া মোটা হইছে
১ম চাচাঃ হুম,দেশটা রসাতলে গেল গিয়া ।ভালোমানুষ আর নাই দেশে একটা ও
জনৈক বেরসিক ব্যাক্তি ঘটনা স্থলে উপস্থিত ছিল , সে বলল
চাচা গমের আটার রুটি খায় মানুষ স্লিম হওয়ার জন্য , চেয়ারম্যান সাব মোটা হইলো ক্যামনে ?!!!
চাচা দ্বয় স্বমস্বরে চিল্লাই উঠিল , চুপ বেয়াদপ, বড়দের সামনে কথা বলিস
বেরসিক ব্যাক্তিঃ চাচা রাস্তার ইট দিয়া আপনার বাড়ির সামনের দেয়াল খানা যে তুলিয়াছেন ।ইহা কিন্তু আমি ছাড়াও এলাকার সবাই দেখেছে …
চাচা দ্বয় এবার চিঁ চিঁ করিয়া উঠিল।গলাদিয়া স্বর বের হল না………………………।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫

ধ্রুবক আলো বলেছেন: মজা পাইলাম,,,

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৯

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আমার হাসি আসে ক্রে???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.