নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারন একজন মানুষ... লিখতে ভালো লাগে।কিন্তু আলসেমি লেখার গতি কমিয়ে দেয়.।এমন একটা যন্ত্র আবিস্কার হত।যাতে বলার সাথে সাথে প্রিন্ট হয়ে বের হয়ে যেত লেখা।সেই দিনের অপেক্ষায় আছি

পথিক শোয়েব

পথিক শোয়েব › বিস্তারিত পোস্টঃ

চিটাগং কি রহিংগাদের হয়ে যাবে ??!!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৭



পত্রিকার শিরোনাম । চীনে কোরান এবং ধর্মীয় বই নিষিদ্ধ করা হয়েছে । এমন কি জায়নামাজ ও সেখানে নিষিদ্ধ । এগুলো সরকারি দফতরে জমা দিয়ে আসতে বলা হয়েছে। গনতন্ত্রহীন একটা রাষ্ট্রে এমন কাজ সম্ভব। ইসরাইলের মত একটি রাষ্ট্র এমন অদ্ভুত আর চরম ইসলাম বিদ্ধেষী সিদ্ধান্ত নেয়নি বা নিবে ও না। চীনের কারনে নিরাপত্তা পরিষদে কোন সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি । কোন ঘোষনা বা সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে অনুষ্ঠান। একমাত্র যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড,আর ফ্রান্সই বাংলাদেশের পাশে ছিল। মিয়ানমার কূটনীতি বা সামরিক সব দিক থেকেই বিজয়ী হয়েছে বলা যায়। তারা কিছুদিন পর পর রোহিংগাদের বাংলাদেশে পাঠাবে আর আমরা মানবতার নাম নিয়ে সেগুলো গ্রহন করে যাব । বাংলাদেশ কি আর একটু গলা চড়াতে পারতো না মায়ানমার ইস্যুতে??!!! নিরাপত্তা পরিষধের আলোচনায় বসার আগে যদি বাংলাদেশের প্রভাবশালী কেউ এই ঘোষনা দিয়ে বলতো যে এই পরিষধের পরত্যেক রাষ্ট্রের অবস্থান আমাদের পরবর্তী পররাষ্ট্র নীতিতে প্রভাব ফেলবে । তাহলেই তো চীন মায়ানমারের পক্ষে তার অবস্থান কিছুটা হলে ও নমনীয় করতো। আর অন্য রাষ্ট্র তখন আরো বেশি চাপ দিতে উৎসাহিত হত..। ভারত কে নিয়ে আমরা রাজনীতি করতে গিয়ে চিনের ব্যাপারটা পুরোপুরি এড়িয়ে গেছি। ভারতে মুসলিম নিধন হলে সেটার বিরুদ্ধে মামলা হয় । গুজরাট মামলা তার প্রমান । কিন্তু চীনে কি এমন কোন মামলা হয়েছে ??!! সেখানে সংখ্যা লঘু মুসলিমদের বিরুদ্ধে যে সকল সহিংসতা হয়েছে তার বিরুদ্ধে??!!! চীনের মানুষ এক উন্মুক্ত কারাগারে বাস করে।সেখানে মানুষের বাক স্বাধীনতা গলা টিপে হত্যা করা হয়। চীন যে আমাদের বন্ধু রাষ্ট্র না এটা সবার বোঝার সময় এখনই । মিয়ানমার সব সময় বাংলাদেশকে চোখ রাংগানী দেবে চীনের শক্তিতে বলিয়ান হয়ে আর আমরা সেটা সহ্য করে যাব । কি অদ্ভুত এক জাতি আমরা। এদিকে আরেক বড় ভাই ইন্ডিয়া যাকে বাংলাদেশ সব দিয়ে দিছে । সে ও পল্টি দিল। ইন্ডিয়া যে বিশ্বাস ঘাওক জাতি সেটা আমরা জানি। ইন্ডিয়ার সাথেই বেশি দহরম মহরম এর কারনে ও চিনের মায়ানমারকে সাপোর্ট করায় ভূমিকা রেখেছে। তাই বাংলাদেশের এখনই উচিত চোগল খোর ইন্ডিয়া আর রেড ডেভিল চীনকে বাদ দিয়ে ফ্রান্স,ইংল্যান্ড, যুক্তরাষ্ট্রের সাথে কুটনতি আরো উন্নত করা । আর মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক বিশেষ করে মালেয়শীয়া আর ইন্দোনেশিয়ার সাথে সামরিক সম্পর্ক জোর দার করা। কেননা এই দুটো দেশের সাথে আছে মিয়ানমার আর চীনের সীমান্ত । এদের সাথে সামরিক সম্পর্ক ভালো থাকলে হতদরিদ্র মায়ানমার জিবনে ও বাংলাদেশকে এমন চোখ রাংগানী দিতে পারতো না...।। মায়ানমার এর কাজ ই হল রোহিংগা উৎপাদন করা। আর ২ বছর পর পর সেগুল বাংলাদেশে পাঠানো। এভাবে চলতে থাকলে বাংলাদেশের অস্তিত্ব এক সময় বিলিন হয়ে যাবে।এখনই চিটাগাং অঞ্চলে স্থানীয়দের থেকে রোহিংগার সংখ্যা বেশি। তারা এক সময় প্রভাব বিস্তার করার চেষ্টা করবে এটাই স্বাভাবিক নিয়ম। আর গনতান্ত্রিক দেশে সংখ্যা গরিষ্টরাই সুযোগ সুবিধা বেশি পেয়ে থাকে ভোটের রাজনীতির কারনে। সেখানে কে বাংগালী আর কে রোহিংগা আসল বিষয় না।কার ভোট ব্যাংক কত সেটাই আসল বিষয় ।এক সময় চিটাগং ও রোহিঙ্গাদের হয়ে যাবে না সেটার নিশ্চয়তা কি ?

মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গুজবে কান দিতে নেই।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৭

পথিক শোয়েব বলেছেন: কিভাবে বুঝলেন গুজব ??!! আপনার কি মনে হয় মায়ানমার এসব রোহিংগাদের জামাই আদর করে ফেরত নেয়ার জন্য বাংলাদেশে পাঠাচ্ছে ??!!! ১০ লাখ রোহিংগা যদি গুজব হয়.।তাহলে কিছু বলার নাই ভাই.।.।।।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭

আ্যাডোনিস. বলেছেন: কূটনৈতিক ক্ষেত্রে আমরা পুরোপুরি ব্যর্থ।সামনে আমাদের আরো কঠিন সময় আসছে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১০

পথিক শোয়েব বলেছেন: শুধু ব্যার্থ না । বাংলাদেশ যে একটা দেশ সেটাই মনে হল না ।কিছু ত্রানই আমাদের অর্জন ।;( ভাবটা এমন ।গরীব মাইর খাইছে তো কি হইছে । মাইরা ১০০ টাকা জরিমানা দিয়ে দিলাম । ওষুধ কিনে খাইস।।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আশঙ্কা একটু থেকেই যাচ্ছে....

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১১

পথিক শোয়েব বলেছেন: একটু না ভাই।১০-২০ হাজার হাজার হয়ত আই ওয়াশ এর জন্য ফেরত নিবে মায়ানমার। বাকিদের নিবে না।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


চীনের মানুষ মোটামুটি ধর্ম পালন করে না, চীনের সরকার উইঘরে মজুসলমানদের সাথে খারাপ সম্পর্কে আছে, ছোটখাট গেরিলা যুদ্ধ চলছে; চীন এখন বার্মাকে চালাচ্ছে; চীন বার্মার পক্ষে থাকবে। রোহিংগা সমস্যা আমাদের জাতির; আপনি জাতির অংশ; দেখেন কিভাবে কি করতে পারেন।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৩

পথিক শোয়েব বলেছেন: বাংলাদেশের উচিত এখন রোহিংগাদের পুশ ব্যাক করা।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, " বাংলাদেশের উচিত এখন রোহিংগাদের পুশ ব্যাক করা। "

-আপনার ভাবনাশক্তিতে সমস্যা আছে; বিশ্ব এই সমস্যা দেখছে, বাংলার মানুষ এই সমস্যার সমাধান খুঁজছেন

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

পথিক শোয়েব বলেছেন: বিশ্ব দেখে কি লাভ হল ?!! কিছু খয়রাত দিছে রহিংগাদের এই তো.।। কেউ তো মায়ানমার এর সাথে ব্যাবসা বন্ধ করব এইটা বলে নাই.। বা তাদের কে কোন নিষেধাজ্ঞা দেয় নাই.।।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার মনে হয় না। তবে সমস্যা থাকবে দীর্ঘদিন। কোন এক সময় বার্মায় ও যে ভালো নেতা আসবে না তা তো নয়। তবে ভুগতে হবে বাংলাদেশকে ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

পথিক শোয়েব বলেছেন: প্রবাদ আছে, আশায় মরে চাষা.। এখন চেঞ্জ করে আশায় মরে বাংগালী করা লাগবে .। ;) মন্তব্যের জন্য ধন্যবাদ

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

মলাসইলমুইনা বলেছেন: "ভারত কে নিয়ে আমরা রাজনীতি করতে গিয়ে চিনের ব্যাপারটা পুরোপুরি এড়িয়ে গেছি" রোহিঙ্গা ইস্যুতে এটাই আমাদের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক আর কূনৈতিক ঝামেলা হয়ে গেছে । কিছু ব্যাপার সবসময়ই আঞ্চলিক রাজনীতি বেশি প্রভাবিত করে, বিশ্ব রাজনীতির চেয়ে । এটাও তেমন একটা ইস্যু ছিল বলে আমার মনে হয় । রোহিঙ্গাদের স্বল্প সংখ্যা, (যে কারণেই হোক) আন্তর্জাতিক পর্যায়ে স্বল্প পরিচিতি আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের ব্যাপারে নিরুৎসাহিত করে রেখেছে অনেক দিন থেকেই । চীনের সাথে একটা সফল কূটনীতি যদি আমরা রাখতে পারতাম তাহলে হয়তো এই সমস্যা অনেকটা মিনিমাইজ করা যেত । কিন্তু গত ক'বছরে আমাদের সরকারের পুরোপুরি ভারতের দিকে ঝুকে যাওয়ায় চীনের সাথে সম্পর্কটা আর ভালো কর যায়নি । সেই ভুলের খেরারত হলো এটা । এটা ঠিক করতে/ এই সমস্যা সমাধানে কতদিন যে লাগে এখন আল্লাহই জানেন !

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

পথিক শোয়েব বলেছেন: আপনার সাথে এক মত.।।

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: চীনের মানুষ এক উন্মুক্ত কারাগারে বাস করে।সেখানে মানুষের বাক স্বাধীনতা গলা টিপে হত্যা করা হয়। চীন যে আমাদের বন্ধু রাষ্ট্র না এটা সবার বোঝার সময় এখনই । মিয়ানমার সব সময় বাংলাদেশকে চোখ রাংগানী দেবে চীনের শক্তিতে বলিয়ান হয়ে আর আমরা সেটা সহ্য করে যাব । কি অদ্ভুত এক জাতি আমরা। এদিকে আরেক বড় ভাই ইন্ডিয়া যাকে বাংলাদেশ সব দিয়ে দিছে । সে ও পল্টি দিল। ইন্ডিয়া যে বিশ্বাস ঘাওক জাতি সেটা আমরা জানি। ইন্ডিয়ার সাথেই বেশি দহরম মহরম এর কারনে ও চিনের মায়ানমারকে সাপোর্ট করায় ভূমিকা রেখেছে। তাই বাংলাদেশের এখনই উচিত চোগল খোর ইন্ডিয়া আর রেড ডেভিল চীনকে বাদ দিয়ে ফ্রান্স,ইংল্যান্ড, যুক্তরাষ্ট্রের সাথে কুটনতি আরো উন্নত করা । আর মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক বিশেষ করে মালেয়শীয়া আর ইন্দোনেশিয়ার সাথে সামরিক সম্পর্ক জোর দার করা।

মন্দ বলেন নি। জয় মা ভবানী বলে মাথা ঠেকিয়ে দিয়ে- সব ফ্রি করে দিয়ে অন্য কাউেক না গুনে আজ এই পরিণতি!
যার জন্য এতসব সেইতো দিনদুপুরে চোখ পাল্টি!- বলে আমাদের কিছু করার নেই!
এখনো কি আক্কেল দাত উঠেছে চেতনার দাদাদের???
মনে হয়না- কারণ চীন রাশীয়াকে দেখে নেয়ার বেকুবি হুংকার তবে আসে কোত্থেকে!!!!!!!!!!!!!!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

পথিক শোয়েব বলেছেন: চীনের প্রতিও আলগা দরদ আছে বেশির ভাগ বাংগালীর.।।। :)

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:




বিদ্রোহী ভৃগু বলেছেন,
"আর মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক বিশেষ করে মালেয়শীয়া আর ইন্দোনেশিয়ার সাথে সামরিক সম্পর্ক জোর দার করা। "

-মালেয়শীয়া আর ইন্দোনেশিয়ার সাথে "সামরিক" সম্পর্ক জ দার করা? আপনি ১ম শ্রেণীর বাচ্চাদের হাসাবেন অবশেষে?
আপনি হয়তো "সামরিক" শব্দটাকে ভুল বুঝেন! নাকি আপনি "শ্রমিক" বলতে গিয়ে সামরিক লিখে ফেলেছেন?
মালেয়শীয়া আর ইন্দোনেশিয়ার সামরিক শক্তির দেশ নয়, ওগুলো উঠতি কলকারখানার দেশ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

পথিক শোয়েব বলেছেন: মালয়শিয়া আর ইন্দোনেশিয়া যথেষ্ট গুরুত্ব বহন করে মিয়ানমার এর উপর প্রভাব বিস্তারে। মালয়শিয়া বা ইন্দোনেশিয়ার সাথে যদি বাংলাদেশের সামরিক চুক্তি থাকে। তাহলে মিয়ানমার এর এমন ধমক আর খাওয়া লাগতো না।কেননা তারা বাংলাদেশে আক্রমন করলে মালয়শিয়া তার সীমান্ত দিয়ে আক্রমন করতো। আর চীন জীবনে মিয়ানমার এর পক্ষ নিবে না বাংলাদেশ সরাসরি যুদ্ধে জড়ালে.।।। ইতিহাস ই এটা বলে.।যা করার মিয়ানমার এর ই করা লাগবে.।
আর চেতনা বিক্রি করতে গিয়ে নিজের লোটা কম্বলটা ও বিক্রি করে দিয়েন না @ চাদগাজী ভাই.।.।।।

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

সালান বলেছেন: এখনো কি আক্কেল দাত উঠেছে চেতনার দাদাদের???
মনে হয়না- কারণ চীন রাশীয়াকে দেখে নেয়ার বেকুবি হুংকার তবে আসে কোত্থেকে!!!!!!!!!!!!!!

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

সাদা মনের মানুষ বলেছেন: বিষয়টা সত্যিই ভাবনার

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

পথিক শোয়েব বলেছেন: ধন্যবাদ

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:




"তাহলে মিয়ানমার এর এমন ধমক আর খাওয়া লাগতো না।কেননা তারা বাংলাদেশে আক্রমন করলে মালয়শিয়া তার সীমান্ত দিয়ে আক্রমন করতো। "

-তা'হলে, মালয়েশিয়া ও বার্মার মাঝে সীমান্তও আছে?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

পথিক শোয়েব বলেছেন: মালয়শিয়া থেকে মায়ানমার এর মধ্যে সমুদ্র পথ আছে।যেটা খুব বেশি দূরে না....দুইটা ভূখন্ড প্রায় লাগোয়া...

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

বিলুনী বলেছেন:
চাইলেই সব কিছু হয় না ।


নোবেল লরেটি গুষ্টি নিয়ে যাদের লাফালাফির ছিলনা শেষ
তাদের ফালাফালি কোথায় গেল দেখা যায়না তাদের রেশ !
অনেকের চিত্তের এত আনন্দ বেশীদিন থাকবেনা
রোহিঙ্গারা ফিরে যাবে তাদের দেশে বীরের বেশে
বিধাতার আশির্বাদে মগদেরে তারা ধরবে ঠেসে ।
বিধাতার বলে হাছিনার হাত ধরে যাবে তারা ফিরে
তার দোসরেরা বিফল হবে যতই তারা দাঁড়াক ঘুরে।
বোর্ডার টাইট দেয়ার দৃশ্য দেখে যখন যারা করেছিল চেঁচামিচি
বোর্ডার খুলে দিয়ে বিপাকে ফেলিয়ে এখন তারাই করে চিকিমিকি।

১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন "কিভাবে বুঝলেন গুজব ?
তা হলে আপনার দৃঢ় বিশ্বাস "চিটাগং রহিংগাদের হয়ে যাবে"

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

পথিক শোয়েব বলেছেন: এভাবে চলতে থাকলে একসময় রোহিংগা জনগোষ্ঠী বেশি হবে বাংগালীদের চাইতে.....মায়ানমার যে আবার ২ বছর পরে আরো ৫ লাখ ঠেলে দিবে না তার নিশ্চয়তা কি??!!

১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১২

বিলুনী বলেছেন: মিয়ানমার বাংলাদেশকে ধমক দিয়েছে এমন কথা পেলেন কোথায়?
তবে তারা বলেছে আশেপাশের আরো দেশ থাকতে তারা পালিয়ে
বাংলাদেশকেই কেন নিয়েছে বেছে তা তলিয়ে দেখতে হবে ।

তারা এমন দেশেই দলে দলে যেতে পারতো যারা ধমক
দিয়ে মিয়ানমারকে নাস্তানাবুদ করে দিতে পারতো
যেমন সিরিয়ার লক্ষ লক্ষ লোক সাগর পারি দিয়ে
গিয়েছে ইউরোপিয়ান দেশে , ইউরোপিয়ানরাওতো
তাদের নিতে অস্বীকার করে নাই একেবারে,
সেখানে গিয়ে তারা বাংলাদেশ হতেও
থাকতে পারত ভাল করে ।

অহেতুক ভয় পাওয়ানোর কোন কারণ নাই
টিটাগাং এলাকার লোক সংখ্যা ৪০০ লাখের উপরে
তাদের সংখ্যা ডিংগাতে রোহিঙ্গাদের আরো চারশ বছর লাগবে
যদিও তারা বছর বছর সন্তান জনম দেয়, তবে এখন তাদেরকে
ক্যাম্পে কনট্রাসেপটিভ সুবিধা দেয়া হয়েছে বলে খবর শুনাযাচ্ছে
ফলে বংশ বিস্তার কর্মটি পারবেনা করতে এত সহজে ।
ততদিনে মিয়ানমার কার এনেক্স হবে তা কে বলতে পারে !!!


১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:

"লেখক বলেছেন: এভাবে চলতে থাকলে একসময় রোহিংগা জনগোষ্ঠী বেশি হবে বাংগালীদের চাইতে.....মায়ানমার যে আবার ২ বছর পরে আরো ৫ লাখ ঠেলে দিবে না তার নিশ্চয়তা কি??!! "

-বার্মার ভেতরে আছে আর ২ লাখ রোহিংগা, এবং ২০ লাখের বেশী অন্য মুসলিম। ২ লাখ এখানে আসবে শীঘ্রই

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৭

পথিক শোয়েব বলেছেন: জাতিসংঘের ঘোষনা মোতাবেক ৩ ভাগের ১ ভাগ আসছে। তার মানে এখন ও ১০ লাখ রোহিংগা ওই দেশে আছে.।।। ২ লাখ এর হিসাব কোথা থেকে পেলেন ??!!

১৭| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:
রহিঙ্গাদের কাছে বাংলাদেশ দুবাই-কাতারের চেয়েও বেশী।

আগত বার্মিজ রহিঙ্গারা অনেকেই মিডিয়ার কাছে বলেছে -
চরমপন্থিদের দালাল ও অন্যান্য দালালরা তাদেরকে প্রলভন দেখিয়েছিল। বলেছিল - বর্ডার পার হতে পারলেই নিশ্চিত ফ্রী খাবার, ফ্রী জমি, ফ্রী বাসস্থান।
তাই সবাই গরু-ছাগল, ঘরবাড়ী পানির দরে বেচে টাকা দালালদের হাতে তুলে দিয়েছিল। আসার পথে সিমান্ত রক্ষী ও মাঝিদের ভাগও ছিল। প্রথম দিকে বিজিবিও টাকা নিত।
বাকি রহিঙ্গারা টাকার অভাবে আসতে পারছে না। আগত আত্নীয়-স্বজনরা রিলিফের টাকা জমিয়ে লোক মারফত পাঠাচ্ছে অবশিষ্টদের আনার জন্য, অনেকেই মাইন ফুটে মারা পরছে।
আফটারঅল সব রহিঙ্গাই চলে আসবে।
পরে এরা সংগবদ্ধ হয়ে কি করে সেটা ভাবনার বিষয়।

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৩:৩৫

পথিক শোয়েব বলেছেন: মায়ানমার কে এখনই থামাতে হবে।

১৮| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ২:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সরকার বি এন পি'র পেছনে সময় নস্ট করলে রোহিঙ্গারা সামনে অনেক ঝামেলা করবে...

১৯| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৩:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিষয়টি মোটেই সহজ কথা নয়।
এখানে বিশ্ব রাজনীতি জড়িত
কারও দরকার স্হল দখলদারি, কেউবা শকুনির মতো বসে আছে
লোভনীয় বাণিজ্য করবে বলে।
অনেকে অস্ত্র বিক্রয় করে মদ কিনে বার সাজাবে।
"নাচবে নটী রঙে.......
মরবে রোহেঙী বগ্ঙে.......!!!".....................................

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৩:৩৬

পথিক শোয়েব বলেছেন: ) :) ৫০% এক মত।।

২০| ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৯

নীরদ অর্ণব বলেছেন: ঠিকই বলেছেন। এদের ঢুকতে দেওয়াটা সরকারের বড় ভুল। বাংলাদেশকে এর মাশুল দিতে হবে অনেকদিন ধরে অনেক ভাবে।

২১| ০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২০

Md rejoun ali বলেছেন: Samsung galaxy Note 8 high super copy.
Price :11800 taka only
With free 256 GB SD card & wireless charges.
Oders Line: +8801737811585
Video Link: https://youtu.be/VhF8K0kLjNs

২২| ০১ লা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

তারেক ফাহিম বলেছেন:
না জানি আবার রোহিঙ্গারা রোহিঙ্গা কোটা দাবী করে বসে!!!
দাদা, এই দেশে সবই সম্ভব।

যেখানে আমরা জাতীয়তা বাংলা হয়েও পরিচয়পত্র ছাড়া সিম গ্রহণ করতে পারছি না সেখানে তারা পরিচয়পত্র ছাড়াই সীম গ্রহণ ও যোগাযোগ অব্যাহত রাখছে!

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৭

পথিক শোয়েব বলেছেন: চিন্তার বিষয়.।.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.