![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়েটা কী আমাকে ফলো করছে?! আমি এখন আছি আগারগাও জাতীয় আর্কাইভস ভবনের সামনে একটা চায়ের দোকানে। চা খাওয়া আমার নেশা।এক কাপ চা খেয়ে ভিতরে ঢুকব। কিছু তথ্য লাগবে,সেগুলো জোগার করতে হবে।কালো সালোয়ার পরা একটা সুন্দরী মেয়ে আমার থেকে বেশ দূরে দাঁড়ানো। বার বার আমার দিকে তাকাচ্ছে। ফলো করার কথা মাথায় আসলো।কারন পান্থপথ আমার বাসা থেকে যখন বের হয়েছি।এই মেয়েটাকেই দেখেছিলাম, ঝাপসা ভাবে মনে পড়ছে। কিন্তু শিওর না। আমি আর্কাইভস ভবনে ঢুকে পড়লাম। দলিল দস্তাবেজে ঠাসা বিভিন্ন তাক।অনুমতি জোগার করা সহজ হল না।পরিচিত একজন থাকাতে কিছুটা সুবিধা হল।কিন্তু ভাগ্য খারাপ।প্রাচীন আরাকান বা চিটাগং সম্পর্কিত কোন তথ্য যোগার করা গেল না। সাতশ - আটশ বছর এর পুরাতন ইতিহাস পাওয়া গেল।এর চেয়ে প্রাচীন কোন ইতিহাস পেলাম না।নেট ঘেটে ও যোগার করতে পারিনি এর আগে।আইজার সভ্যতা আদৌ আছে কিনা?!! থাকলেই কত বছর এর পুরনো এই সভ্যতা? যেহেতু পিরামিড সম্পর্কিত তথ্য আছে রিজভি আহমেদ এর চিঠিতে।তাহলে এটা মিনিমাম হাজার দুই তিন আগের পুরনো সভ্যতা হবে।নীলক্ষেতে একবার ঢু মেরে আসা লাগবে।হাতে সময় নেই।আজই যেতে হবে।চেপে বসলাম লক্কর ঝক্কর মোটর বাইকে। পাশে একটা বাইক স্টার্ট দেয়ার শব্দ শোনা গেল।তাকিয়ে দেখলাম। সেই কালো জামা পড়া মেয়েটা একটা টিভিএস স্কুটিতে চেপে বসেছে।চোখা চোখি হতে হাসি দিল।রহস্যময় হাসি। নীলক্ষেতে ও তেমন কোন বই পেলাম না।দুইটা বই পেলাম।পড়ে দেখতে হবে। কি কি তথ্য যোগার করা যায় এগুলো থেকে।এখন একমাত্র ভরসা আমার ফ্রেন্ড হাসান নয়ন।ও প্রত্নতত্ত্ব নিয়ে বিস্তর পড়াশোনা করেছে। তার কাছে আসল তথ্য পাওয়া যেতে পারে।ফোন দিলাম ওকে।বাসায় ই আছে, যেতে বলল।ওর বাসা কাছেই কলাবাগান।বাইকে চেপে বসলাম।একটা মেয়েকে দূরে দেখতে পাচ্ছি।কালো ড্রেস পড়া। হিজাব পড়া।সানগ্লাসে পুরো চোখ ঢেকে রেখেছে।চেনা যাচ্ছে না। সানগ্লাস পড়া থাকলে মানুষের চোখ ঢেকে থাকে। আর মানুষের চোখ দেখেই প্রত্যেকটা আলাদা আলাদা মানুষের বেশিষ্ট্য শনাক্ত করা যায়।চোখ ঢাকা থাকলে যে কোন মানুষকেই আলাদা ভাবে শনাক্ত করা কষ্ট কর হয়ে যায়। এই মেয়েটা কি সেই আগের মেয়েটা?!! জামাটা তেমন ভাবে লক্ষ করা হয়নি।তাই শুধু জামার উপর ভরসা করা যাচ্ছে না।মেয়েটার সাথে স্কুটিটা নেই।মনে হয় এই মেয়েটা আগের জন না।শুধু শুধু মন সন্দেহ প্রবন হয়ে যাচ্ছে।নয়নের বাসার দিকে যাচ্ছি।লুকিং গ্লাসে একটা লাল কালার এর টয়োটা গাড়ী দেখা যাচ্ছে।গাড়িটা আমাকে ফলো করছে কিনা এটা দেখার জন্য আমি অন্য একটা গলিতে ঢুকিয়ে দিলাম বাইক।হ্যা লাল কালার এর গাড়িটা এবার ও দেখা যাচ্ছে।এবার নিশ্চিত হলাম গাড়িটা আমার পিছু নিয়েছে। আমি কিছু গলি ঘুরলাম গাড়িটা ও আমার পিছু পিছু আসছে।আমি গতি কমালে সে ও কমাচ্ছে।তার মানে নীলক্ষেতের ওই মেয়ে আর আগারগায়ে দেখা মেয়েটা একই। নয়নের বাসার সামনে এসে থামলাম। লাল টয়োটাটা সাই করে চলে গেলে।পাশ দিয়ে। কাল গ্লাসের কারনে ভিতরে কে বসা আছে এটা বোঝা গেল না। এই মেয়েটা কেন আমাকে ফলো করছে?!! এর সাথে কি আইজার সভ্যতার কোন সম্পর্ক আছে?!! থাকলেই কি ধরনের সম্পর্ক?!! আর আমাকেই বা ফলো করার কারন টা কি? সব কিছু কেমন যেন তাল গোল পাকিয়ে যাচ্ছে। শুধু এটুকুই বুঝতে পারছি যে সামনে রহস্য আর বিপদ একই সাথে অপেক্ষা করছে আমার জন্য। শুধু কোন ধরনের বিপদ এটাই বোঝা যাচ্ছে না।
( চলবে)
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
পথিক শোয়েব বলেছেন: ধন্যবাদ।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রহস্য ঘনিভূত হচ্ছে !!
চলতে থাকুক....................
হুম
+++
০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৭
পথিক শোয়েব বলেছেন: ধন্যবাদ দিয়ে ছোট করে দিলাম
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
চাঁদগাজী বলেছেন:
আপাতত ছবি দেখছি, পরে কোন একদিন পোষ্ট পড়ে দেখবো
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
পথিক শোয়েব বলেছেন: আপনার জন্য আর ছবির কালেকশন আছে।সময় করে পাঠিয়ে দিব.।.।.।
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৮
মরুসিংহ বলেছেন: চলুক...
০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৭
পথিক শোয়েব বলেছেন: ধন্যবাদ
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪২
মনিরা সুলতানা বলেছেন: বেশ বেশ !!!
দেখি রুপবতীর খায়েশ কি ।
০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৯
পথিক শোয়েব বলেছেন: ধন্যবাদ
৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৯
নূর-ই-হাফসা বলেছেন: বাহ বেশ রহস্যময় মনে হচ্ছে । গল্প চলুক ।
৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৯
নূর-ই-হাফসা বলেছেন: বাহ বেশ রহস্যময় মনে হচ্ছে । গল্প চলুক ।
০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮
পথিক শোয়েব বলেছেন: ধন্যবাদ
৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫১
সত্যপথিক শাইয়্যান বলেছেন: গল্পটি বেশ রহস্যময়।
ছবিটিও বেশ আবেদনময়। এটি কি আঁকা ছবি?
৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২০
আল ইফরান বলেছেন: চাঁদগাজী বলেছেন: আপাতত ছবি দেখছি, পরে কোন একদিন পোষ্ট পড়ে দেখব।
হে হে হে, ছবিখানা দেখেই একটা মন্তব্য করতে চলে এলুম
১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৪
আজগুবী বলেছেন: চলতে থাকুক।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রহস্য ঘনিভূত হচ্ছে !!
চলতে থাকুক....................