| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
হাসান জাকির ৭১৭১
	জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।
ছোটবেলা থেকেই নিজের দেশের প্রতি ভলিবাসাটা ছিল গভীর। যদিও বাবা বেচে থাকতে একটা সময় তার উপর রাগ করে বেশ কয়েকবার বিদেশে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা নিজ মাতৃভুমির সৌন্দর্য নিয়ে আমি সমসময় গর্ব করি এবং তা উপভোগ করার একান্ত বাসনা ছোটবেলা থেকেই হৃদয়ে পোষন করে আসছি। ইচ্ছা পূরণের একটা বড় সুযোগ এনে দিল পেশাগত জীবন। চাকুরী সুবাদে দেশের বিভিন্ন বিভাগের অনেক জেলাতেই কাজ করার ফাকে অনেক গুরুত্বপূর্ণ স্থান দর্শনের সুযোগ হয়েছে আমার। এছাড়া সুযোগ পেলেই সীমিত সময় ও সাম্যর্থের মধ্যে আজও বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ভ্রমনে বেড়িয়ে পড়ি। এখন পর্যন্ত শুধু রংপুর বিভাগ ব্যতিত দেশের সকল বিভাগেই যাবার সুযোগ হয়েছে আমার। খুব শীঘ্রই এই বিভাগেও যাবার ইচ্ছা আছে, এবং সেই ইচ্ছা পূরণের লক্ষে চেষ্টাও অব্যাহত আছে।
টাকা খরচ করে যারা বিদেশ ভ্রমনে যায় তাদের কাছে আমার প্রশ্ন- নিজের দেশটা কি আপনার দেখা হয়েছে???
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৪:৩৫
হাসান জাকির ৭১৭১ বলেছেন: ব্যস্ততার মধ্যেই যতটুকু পারি সময় বের করে নিতে চেষ্টা করি ভাই..............
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫  বিকাল ৪:১৯
কবীর বলেছেন: আপনার মত আমারও ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ভ্রমনে ইচ্ছা খুব কিন্তু সময় পাই না।