নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

হাসান জাকির ৭১৭১

জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।

হাসান জাকির ৭১৭১ › বিস্তারিত পোস্টঃ

কিছু মানুষের ভার্চুয়ালিটি.............

১২ ই মে, ২০১৬ বিকাল ৪:৫১

জীবনের একটা পর্যায়ে এসে কর্মব্যস্ততা এবং পরিবারের নতুন সদস্যদের বর্তমান চাওয়া-পাওয়া ও ভবিষ্যত ভাবনায় পুরনো বন্ধু-বান্ধব ও আপনজন অর্থাৎ ভাই, বোন, আত্বীয়স্বজন এদের প্রতি ততটা মনোয়োগ দেয়া যায়না। কিন্তু আপনজন কেউই বাস্তব পরিস্থিতি অনুধাবন করতে চায় না। বরং নানা রকম সমালোচনা ও বিরুপ মন্তব্যে জর্জরিত করে তাকে পরিবার ও আপনজন থেকে আরো দূরে ঠেলে দেয়। একটা সময় নিজেকে আবিষ্কার করতে হয় ভিন্ন এক জগতে। যেখানে সে নিঃসঙ্গ, বড়ই অসহায় ও ক্লান্ত-শ্রান্ত, কিন্তু পরিবারের একান্ত আপনজনদের শীতল হাতের স্পর্শ থেকে বহুদূরে। পরিস্থিতি এমন যে, চাইলেও আপনজনদের কাছে ফিরে যাওয়া, কারো সাথে মন খুলে কথা বলা কিংবা মনের কষ্টগুলো কারো সাথে শেয়ার করার মত কোন বন্ধু বা কোন আত্মীয়স্বজন চারপাশে খুজে পাওয়া যায় না। মুহুর্তেই সবাই ভূলে যায় এক যুগেরও অধিক সময় তার সকল উপার্জন, সময়, শ্রম দিয়ে পরিবারের বাকি সদস্য, আত্বীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সকল চাওয়া পূরণ করতে দিনরাত অক্লান্ত পরিশ্রম ও প্রাণান্ত চেষ্টা করে যাওয়া পরিবারের এই সদস্যটির আত্মত্যাগের কথা। ব্যক্তিচিন্তা, স্বার্থপরতা আমাদেরকে দিনে দিনে চরম একাকিত্বের দিকে ঠেলে দিচ্ছে।
তাইতো- মনের না বলা কথাগুলো, নিজের চাওয়া-পাওয়া ও কষ্টগুলো ব্যক্ত করার জন্যই অনেকে আসেন ভার্চুয়াল এই জগতে। নিজের পান্ডিত্য জাহির করা কিংবা অন্যের ভাললাগা মন্দলাগাটা এখানে কোন বিষয় নয়, শুধুমাত্র নিজের অব্যক্ত ভাষাগুলোর প্রকাশই এখানে মূখ্য। তবে ভার্চুয়াল জগতের বন্ধু বা সহযাত্রীদের ভাল-মন্দ মন্তব্য বা পরামর্শ হয়ত কিছুটা উৎসাহ বা প্রশান্তি দেয়।
ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৬ বিকাল ৪:৫৯

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর লেখেছেন ।

১২ ই মে, ২০১৬ বিকাল ৫:৩২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই, ভাল লেগেছে জেনে ধন্য হলাম।

২| ১২ ই মে, ২০১৬ বিকাল ৫:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লিখেছেন ভাল লাগল

১২ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ আপু, আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।
আপনার লেখা আমি মাঝেমাঝে এখানে ও গুগল + এ পড়ি, বেশ ভাল লাগে।

৩| ১২ ই মে, ২০১৬ বিকাল ৫:০৫

সালাম মুনসি বলেছেন: মানুষ হয়ত একাকিত্ব ঘোচাতে এ জগত ব্যবহার করে। তবে কেউ কেউ এমন কিছু পোস্ট করে যা অন্যকে বিব্রত করে।

১২ ই মে, ২০১৬ বিকাল ৫:৪১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: নিজের লেখার মাধ্যমে অন্যকে বিব্রত করা মোটেও কাম্য নয়, আমার ধারনা উচিৎ ও নয়।
মূল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই।

৪| ১২ ই মে, ২০১৬ রাত ১১:৪৪

খন্দকার আমিন বলেছেন: আপনার লিখাটি একটি অতি বাস্তব ধর্মী লিখা এবং চরম ভাবে বাস্তবতা ফুটে উঠেছে ।
অসংখ্য ধন্যবাদ

১৪ ই মে, ২০১৬ দুপুর ২:৪৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই মূল্যবান মন্তব্যের জন্য। আপনার ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম।

৫| ১৪ ই মে, ২০১৬ রাত ৮:১৯

মিজানুর রহমান মিরান বলেছেন: তাইতো- মনের না বলা কথাগুলো, নিজের
চাওয়া-পাওয়া ও কষ্টগুলো ব্যক্ত করার জন্যই
অনেকে আসেন ভার্চুয়াল এই জগতে। নিজের
পান্ডিত্য জাহির করা কিংবা অন্যের
ভাললাগা মন্দলাগাটা এখানে কোন বিষয়
নয়, শুধুমাত্র নিজের অব্যক্ত ভাষাগুলোর
প্রকাশই এখানে মূখ্য। তবে ভার্চুয়াল জগতের
বন্ধু বা সহযাত্রীদের ভাল-মন্দ মন্তব্য বা
পরামর্শ হয়ত কিছুটা উৎসাহ বা প্রশান্তি দেয়।


খুব সুন্দর সত্য তুলে ধরেছেন লেখনীতে।

১৫ ই মে, ২০১৬ বিকাল ৩:০৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই মূল্যবান মন্তব্যের জন্য। আপনার ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম। ভাল থাকবেন।

৬| ১৪ ই মে, ২০১৬ রাত ৮:১৯

মিজানুর রহমান মিরান বলেছেন: তাইতো- মনের না বলা কথাগুলো, নিজের
চাওয়া-পাওয়া ও কষ্টগুলো ব্যক্ত করার জন্যই
অনেকে আসেন ভার্চুয়াল এই জগতে। নিজের
পান্ডিত্য জাহির করা কিংবা অন্যের
ভাললাগা মন্দলাগাটা এখানে কোন বিষয়
নয়, শুধুমাত্র নিজের অব্যক্ত ভাষাগুলোর
প্রকাশই এখানে মূখ্য। তবে ভার্চুয়াল জগতের
বন্ধু বা সহযাত্রীদের ভাল-মন্দ মন্তব্য বা
পরামর্শ হয়ত কিছুটা উৎসাহ বা প্রশান্তি দেয়।


খুব সুন্দর সত্য তুলে ধরেছেন লেখনীতে।

১৫ ই মে, ২০১৬ বিকাল ৪:৩৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই মূল্যবান মন্তব্যের জন্য। আপনার ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.