![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।
কিছু ব্যক্তিগত কাজে অনেকদিন পর দীর্ঘদিনের কর্মস্থল বরিশাল গিয়েছিলাম। কাজ ছিল এটা একটা উপলক্ষ্য বটে, তবে কর্মজীবনের শুরুর দিকে দীর্ঘদিন ছিলাম তাই অনেক স্মৃতি-ভাললাগা-ভালবাসা জড়িয়ে আছে বরিশালে, কিন্তু সবচেয়ে যেটি বেশি ছিল তা হচ্ছে "বন্ধুত্বের টান"। জীবনে চলার পথে অনেক মানুষের সাখে পরিচয় হয় যার অধিকাংশ আমরা মনেই রাখি না। যাদের কথা মনে থাকে তাদের মধ্যথেকে সামান্য দু-চার জনের সাথেই হয়ত বন্ধুত্ব হয়। এখনও পর্যন্ত জীবনে পাওয়া সেরা বন্ধুগুলোর অধিকাংশই স্কুল জীবনের থেকে বন্ধু। ঠিক এমনই যে কজন বন্ধু আছে যারা সর্বাবস্থায় মনের গহীনে স্থান দখল করে থাকে, যাদের কাছে মনের সকল দুঃখ-কষ্ট, হাসি-আনন্দ নির্দিধায় শেয়ার করা যায়, যেখানে ব্যক্তিগত বা গোপনীয় বলে কিছু থাকেনা "লুৎফর" তার মধ্যে অন্যতম। অনেকদিন পর কাজের ফাকে ফাকে দুজনে মিলে বেড়ালাম, মনে হল কয়েক মূহুর্তেই দুইদিন চলে গেল। সময় স্বল্পতার কারনে মনের সকল জমানো কথার সামান্যই শেয়ার করা গেল। আরো অনেক সময় প্রয়োজন ছিল যার জন্য দুজনই অনেকদিন অপেক্ষা করে থাকি, কিন্তু পরিবার ও কর্মজীবনের নিষ্টুর বাস্তবতায় শেষ মূহুর্তে দুজনের অশ্রুসজল নয়নে আপাতত এই সংক্ষিপ্ত সফরের পরিসমাপ্তি ঘটল।
ভাল থাকিস বন্ধু সবসময়।।
আবার আসব বন্ধু। আসতে যে হবেই।।।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই বন্ধু।
©somewhere in net ltd.