![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।
গত শতাব্দীর ব্যাপক জনপ্রিয় একটা গল্প মনে পড়ে গেল। গল্পটা এমন-
একদিন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীদের সাথে খুব একান্তে শলা পরামর্শ করছিলেন। এমন সময় টনি ব্লেয়ার এলেন। তিনি এসেই জিজ্ঞেস করলেন, কি নিয়ে এত গোপন পরামর্শ চলছে? বুশ তাকে বললেন, আমরা ঠিক করেছি -ইরাকে ১ কোটি লোক হত্যা করব, অন্তত ২ কোটি লোক দেশ ছাড়া করব, ১ লাখ বাড়িঘর ধ্বংস করব, সকল তেলের খনিতে আগুন লাগিয়ে দিব আর একটা সাইকেলের চাকা ফুটো করে দেব।
ব্লেয়ার সাথে সাথেই জিজ্ঞেস করল, সাইকেলের চাকা ফুটো করতে হবে কেন?
বুশ তার মন্ত্রীদের দিকে তাকিয়ে বিজয়ের হাসি হেসে বললেন, বলেছিলাম না আবাল জনগণ সাইকেলের চাকাতেই পড়ে থাকবে। ইরাকের ৩ কোটি মানুষের জীবন ওদের কাছে কিছুনা।
১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৬
হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই, মজার তবে শেখার ও কিছু আছে।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৬ রাত ১১:০৩
সুমন কর বলেছেন: মজার তো !!